কেমন আছেন সবাই..? আশা করি সবাই ভালই আছেন। TrickBD এর পল্ষ থেকে সবাইকে স্বাগতম। Admin রানা ভাইয়া কে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমাকে TrickBD তে কিছু শেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাছাড়া Admin নাসির ভাইয়া এবং Editor স্বাধীন ধন্যবাদ।
আজ আমি যে টপিক নিয়ে লিখতে শুরু করছি তা হয়তো অনেকেই বুঝে গেছ। হ্যা, আজ সকল সিমের অতিরিক্ত একটা Phone Book স্টোরেজ আছে ওটা নিয়ে বলব। স্বাধারণত নাম্বার Save করার জন্য একটা নির্দিষ্ট লিমিট থাকে। প্রত্যেক সিমে 250 Contact সেভ করা যায়। তা ফোনের Contact গেলে পাওয়া যায়। যা ফোনের Contact নামক Software এ গেলে সব নাম্বার দেখা যায়। যা সহজেই যে কেউ Access অথবা দেখতে পারে।
.
কিন্তু সকল সিমে আরও একটা অপশন আছে নাম্বার সেভ করার । তার লিমিটও 250 Contact. কিন্তু মজার ব্যাপার হল এই নাম্বার গুলো সাধারন মানুষের দৃষ্টি গোচর হবে না। অর্থাৎ Hidden অপশনে থাকবে।
প্রথমে ফোনের Sim Toolkit নামের Software এ প্রবেশ করি।
.
আমার ফোনে ২ টা সিম আছে । Grameenphone & Banglalink.
তাহলে Grameenphone এর জন্য Grameenphone সিলেক্ট করি।
.
এখন XL Phone Book এ প্রবেশ করি।
.
নাম্বার Add করার জন্য Add অপশনে ক্লিক করি।
.
যার নাম্বার সেভ করব তার নাম দেই। এবং OK ক্লিক করি।
.
নাম্বার দেই । এবং OK ক্লিক করে সেভ করে দেই।
.
নাম্বার সেভ হয়ে গেছে। এখন নিচের নিয়মে নাম্বার দেখব এবং কল বা Sms করব।
এভাবে সকল সিমে (Grameenphone | Banglalink | Airtel | Robi | Teletalk ) অতি সহজে গোপনীয় ভাবে 250 Contact Save করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী পোস্টে। সে পর্যন্ত সবাই ভালই থাকুন।
.
??
Bcz. Sobai ekn bollei buje . jodi na bujar moto hoto. Tahole ss upload ditam..
Thank you. Stay with trickBD
3g sim gulate ai option ta ase.
Im New ..jantam na
Apni etar cheye valo vabei post ta suru korechilen, but sortcut a ses kore dichen, tai apnar tar chaite eta onk valo bola jay.