বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামুআলাইকুম।।।
আশাকরি আল্লাহর রহমতে সকলে ভাল আছেন।

পোষ্টি আমি ট্রিকবিডিতে সার্চ দিয়ে পাইনি,, থাকতেও পারে।
যদি থাকে তবে আমি পোষ্টটি ডিলিট করে দিব।

পোষ্ট::–

বিশেষ এ অফারের আওতায় প্রতিদিন ১ জিবি পর্যন্ত নেট উপভোগ করা যাবে।

• এটির ৭জিবি অফার চালুর জন্য ১৯৯ টাকা রিচার্জ করতে হবে প্রতিদিন ১ জিবি বা সপ্তাহে ৭ জিবি।

• ৯৯৯ টাকা রিচার্জে ৩০জিবি প্যাকটি চালু করা যাবে। প্রতিদিন ১ জিবি বা ৩০ দিনে ৩০ জিবি নেট ব্যাবহার করা যাবে।

• এছাড়া *১২৩*০১৯৯# ডায়াল করে ৭ দিনের

• *১২৩*০৯৯৯০# ডায়াল করে ৩০ দিনের নেট অফারটি চালু করা যাবে।

কোন প্রকার ভুল হলে ট্রিকবিডি টিম সহ সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটি ধরিয়ে দিবেন ভুলটি শুধরিয়ে নিবো ইনশাআল্লাহ।।

দয়া করে সকলেই ৫ওয়াক্ত নামাজ আদায় করুন।

আল্লাহ হাফেজ।।

11 thoughts on "রবি সিমে প্রতিদিন ১ জিবি করে নেটের অফার,, সকলেই নিতে পারবেন"

  1. HR Habibur ☑️ Author says:
    taka ki kete nibe?
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      জি।।
  2. Avatar photo Tanvir190 Contributor says:
    আপনি বুঝি টিভি দেখেন না। এই জিনিস নিয়ে টিভি তে কত Ad দেখায়, তারপর ও এইটা নিয়ে পোস্ট করেন ।
    যত্তসব ফাজলামো।
  3. Avatar photo Somrut Author says:
    ha ha,,, lol post
  4. Avatar photo Ashikur Contributor says:
    purai lol post
  5. Mdparvej92 Contributor says:
    এরা যে কিভাবে অথোর হয় আমার মাথায় আসেনা,,,
  6. Avatar photo Gangster Contributor says:
    Robi company ar author.

Leave a Reply