আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বর্তমানে সবচেয়ে কম কল রেট এ কথা বলবেন কোন সিম ব্যাবহার করে (বিস্তারিত)
“প্রথমেই বলে রাখি এটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত সুতরাং কারো ভালো না লাগলে ক্ষমার চোখে দেখবেন”
আমরা জানি যে, গত ১৫ আগস্ট ২০১৮ তারিখ থেকে চালু হয়েছে সকল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনো কলরেট নির্ধারণ করতে পারবে না। এই কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে।
এখন তাই কথা বলার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে অপর দিকে এর জন্য মানুষ এখন ইন্টারনেট কল কে বেশি ব্যাবহার করছে । কিন্তু ইন্টারনেট কল দিয়ে সব সময় সব কাজ সম্পূর্ণ হচ্ছে না বা হয় না।সুতরাং আমাদের ফোন কল বা যে কোন সিম ব্যাবহার করে কথা বলতে হচ্ছে – তার মধ্যে জিপি সব চেয়ে বেশি কল রেট আর বেশির ভাগ মানুষ জিপি ব্যাবহার করে ।
এই বার আমার কিছু কথা শেয়ার করি , নতুন কল রেট আসার আগে আমি বাংলালিং এর Propaid 333 (পোস্টপেইড সিম) সিম টি অর্ডার করে নেই এবং নাম্বার এর ডিজিট নিজের মত মিলিয়ে অর্থাৎ আমার জিপি সিম এর সাথে ডিজিট মিলিয়ে যেমন ঃ আমার জিপি নাম্বার ০১৭০৫৯০০০০০ এখন বাংলালিং টি নিয়েছি ০১৯৭০৫৯০০০০ (কোন টাই আমার নাম্বার না )
সিম এর মূল্য ছিল- ৫০০ টাকা হোম ডেলিভারি সহ । তার মধ্যে ৩৩৩ টাকার বান্ডেল প্যাকেজ ছিল (মিনিট,এসএমএস এবং ডাটা/এম্বি) বাকি টাকা কথা বলার জন্য জমা ছিল – এখন কথা হচ্ছে এই সিম এর সুবিধা কি?
হ্যাঁ – বাংলালিং টু বাংলালিং ৩০ পয়সা (ভ্যাট-এসডি ও অন্যান্য চার্জসহ) এবং অন্য অপারেটর ৭৩ (ভ্যাট-এসডি ও অন্যান্য চার্জসহ) পয়সা ২৪ ঘন্টা এই জন্য নিয়েছিলাম পরবর্তীতে নতুন কল রেট এর কারনে যে কোন নাম্বার এ কল রেট হয়ে যায় – ৬৫ পয়সা (ভ্যাট-এসডি ও অন্যান্য চার্জসহ)
তারপর আমি এম এন পি করে রবি পোস্টপেইড এ আসি (যেহেতু বাংলালিং পোস্টপেইড ছিল ) রবির কল রেট এখন যে কোন নাম্বার এ ৫৫ পয়সা (ভ্যাট-এসডি ও অন্যান্য চার্জসহ) ২৪ ঘন্টা ( এবং এটি বিটি আর সি এর সব চেয়ে কম কল রেট -(ভ্যাট-এসডি ও অন্যান্য চার্জসহ) (এম এন পি করতে ১৫০ টাকা লাগছে তার মধ্যে ১০০ টাকা খরচ করা যাবে এবং ৬ মাস ১জিবি করে ডাটা এবং ৫০টাকা সিম এর মূল্য ) তবে নেটওয়ার্কের এর সমস্যা হয় মাঝে মাঝে (আপনি ইচ্ছা করলে সরাসরি রবি পোস্টপেইড সিম নিতে পারেন ১৫০ টাকার বিনিময়ে )
( আমি রবির হয়ে কোন সাপোর্ট করছি না সুধুমাএ কল রেট এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বর্তমানে এম এন পি এর মাধ্যমে সব চেয়ে বেশি গ্রাহক রবি তে এসেছে এবং আসতেছে)
।যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো ।
(কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন )
ইচ্ছা হলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন ঃ Next Bangla LTD
ভালো থাকবেন
(আল্লাহ্ হাফেজ)
(যে কোনো শাওমি মোবাইলে যেভাবে Pocket Mode
ব্যবহার করবেন)।
https://bit.ly/2RlECUC