বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপরেটর টেলিটক দিচ্ছে এস এস সি-তে জিপিএ-5 প্রাপ্ত সেই মেধাবী সেরাদের মাঝে অনন্য উপহার – ফ্রি সিম , বান্ডল আফার ও সর্বনিম্ন কলরেটের সুবিধা সহ টেলিকট “আগামী” প্যাকেজ। 2010 সাল থেকে টেলিটকের আগামী সিমটি ফ্রিতে প্রদান করা হচ্ছে। 2010 থেকে বর্তমান 2019 সালের মধ্য যারা এস এস সিতে GPA-5 পেয়ে এ সিম টি উত্তলোন করতে পারেন নি বা করেন নি তারা “আগামী ” সিমটির জন্য আবেদন করতে পারবেন। এ সিমটি শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য ।
যে কোন Teletalk নাম্বর থেকে এস এম এস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।
SMS Registration Rule: write AGAMI [space] SSC_Board (first 3 letters)
[space] SSC_Roll [space] SSC_Passing_Year [space]
contact_No(যে কোন অপারেটর)
[space]CC_Code(Optional) পাঠিয়ে দিন
16222 নাম্বারে ।যেকোন Teletalk
prepaid নাম্বার দিয়ে ।
Example: AGAMI RAJ 123467 2019
017******** 160
নিজ এলাকার CC Code যানতে পারবেন
2. ফিরতি Sms এ Comfirmation Messege পাবেন।
যেমনঃ congratulations! MD….. SSC Board : RAJSHAHI Roll: 123467 Year 2019 , CC Name : Bogra , ….. etc.
- যদি ছাত্রছাত্রী Nid Card না থাকে তাহলে পরিবেরেরর অন্য কেউ রেজিষ্টেশন করে নিতে পারবে।
- সিম উত্তলনের জন্য যে কাস্টম কেয়ার নিরর্ধারতিত হবে সে কাস্টম কেয়ারে সিমটি উত্তলোন করতে পারবেন।
- টেলিটকের সাইট http://agami.teletalk.com.bd থেকে User Registration Form ডাউনলোড করে পূরণ করবেন অথবা , যে কোন কাস্টম কেয়ারে পাবেন।
- সিম উত্তলনের নিদিষ্ট পারিখে যা নিতে হবেঃ
ক। টেলিটক কর্তৃত সিম উত্তলনের Message ।
খ। SSC এ্যাডমিড কার্ড/সার্টিফিকেট / মার্কসিট এর মূল কপি & ফটো কপি।
গ। যার নামে সিম রেজিঃ করবেন তার জাতীয় পরিচয়ের এক কপি ফটোকপি & 2 কপি ছবি।
ঘ। যার নামে সিম রেজিঃ করবেন তাকে।
বিঃ দ্রঃ সিম প্রদানের সময় , তারিখ স্থান এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে পাবেন।
ভালো লাগলে লাইক , কমেন্ট এবং শেয়ার করে সবাইতে জানিয়ে দিন।
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★
Apni teletalk bornomala sim nite paren. 50 tk nei.
আবার নিতে পারবো কি