আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি সম্পর্কে পোস্ট টি।

এটি রবি এবং এয়ার্টেল সিমের জন্য। মানে আপনার রবি/এয়ার্টেল সিম হতে হবে। এবং আপনি যার সাথে কথা বলতে চাইবেন। তার যে কোনো সিম হলেই হবে।

এ জন্য আপনাকে এই সার্ভিস টি নিতে হবে। কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তার এই সার্ভিস টি নেওয়ার কোনো প্রয়োজন নেই।

সার্ভিস টি কিভাবে নিবেন?

প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন 21277 এই নাম্বারে। তারপর দেখবেন আপনাকে বলছে যে বাংলায় অনুসন্ধানের জন্য ১ চাপুন। আপনি ১ চাপবেন। তারপর দেখবেন আপনাকে কিছু প্যাকেজের কথা বলবে। ১ টাকায় ৫ মিনিটের জন্য ১ চাপুন। ৫ টাকা ২ চাপুন। এরকম।

আপনি আপনার পছন্দের প্যাক টির জন্য প্রয়োজনীয় নাম্বার টি প্রেস করবেন।

যেমন ধরুন আমি ২ প্রেস করছি।

তারপর দেখবেন আপনার ফোনে একটা Pop-Up ম্যসেজ দেখাবে, এবং ১ প্রেস করে কনফার্ম করতে বলবে। নিচের ছবির মত।

১ প্রেস করে কনফার্ম করার পরেই দেখবেন আপনার সার্ভিস টি এবং প্যাক টি একটিভ হয়ে গেছে।

সার্ভিস তো একটিভ হলো, এইবার চলুন বলি কিভাবে আপনি আপনার বন্ধুকে নিজের নাম্বার গোপোন রেখে কল দিবেন।

কল দিন 21277 নাম্বারে। অবশ্যই আপনার সার্ভিস এক্টিভ করা রবি/এয়ার্টেল সিম থেকে।

তারপর আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন।

যাইহোক, যখন আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন , তখন আপনি ১ প্রেস করবেন।

তারপর দেখবেন আপনাকে বলবে যে-

ইন্দুরের কন্ঠে কথা বলতে চাইলে ১ চাপুন, রাজার কন্ঠে কথা বলতে চাইলে ২ চাপুন, কার্টুনের কন্ঠে কথা বলতে চাইলে ৩ চাপুন।

কিন্তু আপনি ১/২/৩ না চেপে শূন্য (0) চাপবেন। তাহলে নর্মালি আপনার নিজের কন্ঠেই কথা বলতে পারবেন।

তারপর আপনাকে বলবে যে বিপ টোন শোনার পর আপনার বন্ধুর নাম্বার টাইপ করুন (আপনি টাইপ করবেন 01819400400 এরকম)। এবং টাইপ করা শেষ হলে যেনো ডায়াল আইকনে টাচ করবেন না। দেখবেন অপর প্রান্ত থেকে আপনাকে বলবে যে কনফার্ম করতে ১ চাপুন। তখন আপনি 1 প্রেস করবেন। দেখবেন কল চলে গেছে আপনার বন্ধুর নাম্বারে।
কিছু কিছু সময় এমন হয় যে- কনফার্ম করলে কল কেটে যায়। এটা সম্ভবত অতিরিক্ত ব্যবহারকারীর জন্য হয়। আপনি আবার চেষ্টা করবেন।

দেখবেন আপনার বন্ধুর ফোনে কল গেছে । কিন্তু আপনার নাম্বার থেকে কল যাইনি। ২১২৭৭ এই নাম্বার থেকে কল গেছে।

তখন আপনার বন্ধু কল টা রিসিভ করে কথা বলতে পারবে।

আর হ্যা। মিনিট কিভাবে চেক করবেন?

কাউকে কল দেওয়ার সময় আপনি যখনি ২১২৭৭ নাম্বারে ডায়াল করবেন, তখনি আপনাকে বলে দেবে যে আপনার আর কত মিনিট অবশিষ্ট আছে।

তবে আপনি কোড ডায়ালের মাধ্যমে ও মিনিট কিনতে পারেন।

নিচে সেগুলো দিয়ে দিলাম।

যে কোনো পোস্ট আপনাদের সকলের ভালো লাগবেনা সেটা আমি জানি। যাদের ভালো লাগবে না। তারা অযথা কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করবেন না যাতে পোস্ট কারির মন খারাপ হয়।

(সিস্টেম টি আমার নিজের নয়। তাই Robi Axiata Limited যে কোনো সময় এহার পরিবর্তন করার ক্ষমতা রাখে।)




যাইহোক,

আজ আর লিখছি না।

এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।

এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।

আশাকরি বুঝতে পারবেন।



যদি মনে করেন তো এ সম্পর্কিত নিচের লিংকের ভিডিও টা দেখতে পারেন।



ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

 

প্রয়োজনীয় ১০০+ ভিডিও নিয়ে

আমার একটি ইউটিউব চ্যানেল আছে।

দাওয়াত খাইতে এখানে ক্লিক করুন।

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

 

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

53 thoughts on "নিজের নাম্বার গোপোন রেখে যে কাউকে কল দিন। ৫ মিনিটে ১ টাকা"

    1. Tuhin Author Post Creator says:
      Thanks For Your Comment
  1. sojol Contributor says:
    Wow ??? tnxxx
    1. Tuhin Author Post Creator says:
      welcome
  2. SOJIB MiA Contributor says:
    যাকে কল করা হবে তার এই সার্ভিস কি তার একটিভ থাকতে হবে।।আমি আমার কোন ফ্রেন্ড কে যদি কাল কল দেই তা আর কি এই সার্ভিসটা একটিভ থাকতে হবে।।
    1. Tuhin Author Post Creator says:
      আপনার এক্টিভ থাকলেই হবে ভাই। আমি পোস্টে বলে দিয়েছি। আপনি হয়তো খেয়াল করেন নাই
  3. RajuChalna Contributor says:
    ভাই,কল করার জন্য নরমালই নাম্বার বসিয়ে ডায়ার করবো ???
    1. Tuhin Author Post Creator says:
      না ভাই।
      কিভাবে কল করতে হবে তা খুব ভালো ভাবেই লিখে দেওয়া আছে। পোস্ট পড়েও যদিও বুঝতে না পারেন। তাহলে ফেইসবুকে আসুন।
  4. sojol Contributor says:
    কারো কাছে ফোন ঢুকলো না আর পাঁচ মিনিট শেষ হয়ে গেল কি করে বুঝলামি না
  5. RAJiB Contributor says:
    সব সময় ব্যস্ত দেখাচ্ছে। মনে হচ্ছে সার্ভিস ভালো না।
    1. Tuhin Author Post Creator says:
      ইউজার বেশি হওয়ার কারনে লাইন ব্যস্ত থাকতে পারে। তার উপর আবার আজ কে ভিডিও টা পাবলিশ করা হয়েছে। এ সম্পর্কে এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আমি পাইনি। তাই ধরে নিচ্ছি এটাই প্রথম ভিডিও। তাই অনেকেই এখন এই সিস্টেম টির জন্য ট্রাই করছে। এ জন্য লাইন ব্যস্ত থাকা টাই স্বাভাবিক।
      তাছাড়া সিস্টেম টি যেহেতু আমার নিজের নয়। তাই যে কোনো সময় কোম্পানি এই সিস্টেমের পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখে।
  6. Nishan khan Subscriber says:
    ভাই বাংলালিংক এ এরকম কিছু থাকলে শেয়ার দেন।
    1. Tuhin Author Post Creator says:
      বাংলালিংক সিমের জন্য এমন কোনো সিস্টেম এখন পর্যন্ত আমার জানা নেই ভাইজান। তবে এমন কিছু জানতে পারলে আমি অবশ্যই ট্রিকবিডি তে পোস্ট করবো এবং আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো।
      কমেন্ট করার জন্য ধন্যবাদ
    2. Mizanur 1995 Contributor says:
      robi Airtel Banglalink এর একটা সার্ভিস আছে আড্ডা ক্যাফ অনেক ভালো সার্ভিস তবে এতে দুজনার সার্ভিস একটিভ থাকতে হবে এতে ৮.৯৩ পয়সায় পাবেন ১৫০ মিনিট ২৯০৪০ কল করলে সব বিস্তারিত জানতে পারবেন
  7. JonyKar2 Contributor says:
    Free call ? apps er bepare kew janen
  8. Soiod Mafi Uddin Contributor says:
    ভাই বুঝলাম ২১২৭৭ এ কল করলে ভয়েজ চ্যান্জ করে কথা বলার অপশন পাওযা যাবে।। আমি ০ চাপলাম নরমার কন্ঠে কথা বলার জন্য। কিন্তু নরমার কন্ঠে কার সাথে কথা বলবো,,,কারো ননম্বারে তো কল করলামি না শুধু ২১২৭৭ নাম্বারে কল কররাম। বলেন নাই যে কেমনে কাউকে কল করবো,,,,,,একটু বুঝান
    1. Tuhin Author Post Creator says:
      কিভাবে কারো সাথে কথা বলতে হবে তা পোস্টের ভিতরে লেখা আছে ভাইজান। আরেকবার কষ্ট করে পোস্ট টা পড়ুন
  9. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Tuhin Author Post Creator says:
      You Are Most Welcome
  10. Zahidul.islam Contributor says:
    সবই ঠিক আছে , কিন্তু কি দরকার ?? বার বার ওদের অফিসে কল করলে ঐ মিনিট ও কেটে নেয় , তারপর কাউকে কল করতে হলে আবার অফিসে কল করতে হয়।
    এর চেয়ে সোজা মিনিট কিনে কথা বলা টা ই ভালো টাকা বেশি গেলে ও ।
    ৩ বার কল করলে ১ বার যায় ।
    1. Tuhin Author Post Creator says:
      (একটা বিষয় সবার পছন্দ হবে না এটা স্বাভাবিক।
      এই ভিডিও টি যাদের অপছন্দ হবে। তারা এই পোস্টে/ভিডিওতে কোনো কমেন্টে আমাকে নিরুৎসাহিত না করে আমার চ্যানেলের অন্য ভিডিও দেখুন। কোনো না কোনো ভিডিও আপনার কাজে আসবেই আসবে।)
  11. Shahed Noor Contributor says:
    Minutes kena jay na!!!!
  12. RAJIB KHAN Contributor says:
    ইঁদুর রাজা এইসব বাদ দিয়ে স্বাভাবিক ভয়েসে কিভাবে কথা বলব সেটা বলুন??
    1. Tuhin Author Post Creator says:
      আপনি যা জানতে চাচ্ছেন। তা পোস্টের ভিতরে লেখা আছে ভাইজান।
      দয়া করে মনযোগ সহকারে আরেকটু কষ্ট করে পোস্ট টি আরেকবার পড়ুন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  13. RAJIB KHAN Contributor says:
    ভাই, ভালো করেই পরেছি। ০ প্রেস করতে বলেন,কিন্তু সেটা হয়না, কাটুন কন্ঠই হয়।
  14. আইটি সজীব Contributor says:
    ভাই কয়েকজন এই জিজ্ঞাসা করেছে আপনাকে যে আমি যে নাম্বারে কল দিবো সেই নাম্বারটা আমি কোথায় বসাবো ??বা কিভাবে কল দিব ?? কিন্তু আপনি প্রত্যেককে এক‌ই আনসার দিয়েছেন যে ভাই পোস্টে সবকিছু লিখে দেওয়া আছে ভাই পোস্টে যদি লিখে দেয়া থাকতো তাহলে আপনাকে কেউ এই প্রশ্নটা করতো না যদি সঠিকভাবে আনসার না দিতে পারেন তাহলে এরকম পোস্ট করে কাউকে বিভ্রান্ত করবেন না দয়া করে।
    1. Tuhin Author Post Creator says:
      আমার একটা ভুল ছিলো।
      আসলে পোস্ট টা কারেকশন করার সময় ভুল বসত কাংখিত লেখা টুকু কেটে গেছিলো।
      আমি কারেকশন করে দিয়েছি। এবং আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
  15. Mr Hanif Contributor says:
    ঐ মিয়া,,
    কী বাল পোস্ট করলেন মিয়া??
    ভিক্টিমেরও হয়ত এই সার্ভিস অন করতে হবে?
    এটা অনেকটা আড্ডাবাজি সার্ভিসের মতই…
    কীভবে কল করতে হবে ওটাই বলেন নাই..
    কেউ কমেন্টে জিজ্ঞেস করলে বলছেন পোস্টে আছে পোস্টে আছে..পোস্টে বাল আছে মিয়া…নিজের পোস্ট নিজে ভালো করে পড়েন..
  16. Anarul Contributor says:
    আমার বন্ধুর নাম্বার কথায় দিব সেইটা ত বলেন নাই
    1. Tuhin Author Post Creator says:
      আসলে পোস্ট টা কারেকশন করার সময় ভুল বসত কাংখিত লেখা টুকু কেটে গেছিলো।
      আমি কারেকশন করে দিয়েছি। এবং আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
  17. bright Contributor says:
    ০ চাপলেও নিজের কন্ঠে কথা হচ্ছেনা কেন? সেইতো কার্টুনের কন্ঠই আসছে। কিভাবে নিজের কন্ঠ করবো? আর হ্যাঁ আমি কিন্ত পোস্ট ভালোভাবে পড়েছি।
  18. A M Contributor says:
    দয়া করে আপনি নিজেই ভালোভাবে পোস্ট টি পড়ুন – নিজেকে ভিজিটর মনে করে – তারপর আপনার বন্ধুর কাছে কিভাবে কল যায় দেখুন ম্যাজিক
    ???
    1. Tuhin Author Post Creator says:
      আমার একটা ভুল ছিলো ভাইজান।
      আসলে পোস্ট টা কারেকশন করার সময় ভুল বসত কাংখিত লেখা টুকু কেটে গেছিলো।
      আমি কারেকশন করে দিয়েছি। এবং আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
  19. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
    1. Tuhin Author Post Creator says:
      আমার একটা ভুল ছিলো।
      আসলে পোস্ট টা কারেকশন করার সময় ভুল বসত কাংখিত লেখা টুকু কেটে গেছিলো।
      আমি কারেকশন করে দিয়েছি। এবং আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
  20. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
  21. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
  22. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
  23. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
  24. Sk Shorif Contributor says:
    বুজলাম না ভাই,,,আপনি যে আপনার বন্ধুর নাম্বার এ কল দিছেন আপনার বন্ধুর নাম্বার কই,,নাম্বার ছারাই কল গেল
  25. Hm Shaha alom Contributor says:
    কল কেমনে করতে হবে তা আপনি পোষ্টে বলেননি।আপনি পোষ্ট ভালো করে পরেন
    1. Tuhin Author Post Creator says:
      আমার একটা ভুল ছিলো।
      আসলে পোস্ট টা কারেকশন করার সময় ভুল বসত কাংখিত লেখা টুকু কেটে গেছিলো।
      আমি কারেকশন করে দিয়েছি। এবং আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
  26. Tawhidul Islam Ripon Contributor says:
    Normally kotha bola jayna? 0 chaple o tu carton er moto hoy.
  27. Bejoy0 Contributor says:
    নরমাল কন্ঠে কথা বলা যায় না কেন??০ প্রেস করার পর ও কার্টুন কন্ঠে কথা হয়।
  28. GraySaint Contributor says:
    বেশিরভাগ সময় বিজি দেখায় আর শূন্য চাপলে ভয়েস পরিবর্তন হয়ে যায়। নরমাল কন্ঠে কথা বলা যায় না।
  29. Mustakim Contributor says:
    ০ চেপে নিজের কন্ঠে কথা বলা যায়না। কন্ঠের কিছুটা বিকৃত হয়।
  30. Alamenboss Subscriber says:
    If you want to download Salman Khan’s new movie kick 2, click on the link below
    My Website
  31. Dark Author says:
    Vau, ami rajar konthe kotha bolte cai??

    acca vai, direct call deyar shortcode nai?
    thakle calu kortam

  32. tanvirtheboss Subscriber says:
    robi theke call jai e na
  33. tanvirtheboss Subscriber says:
    21277 number a robi theke call jassena
  34. tanvirtheboss Subscriber says:
    call to dhokei na robi theke
  35. tanvirtheboss Subscriber says:
    কল তো ঢোকেই না রবি থেকে

Leave a Reply