সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে রবি সিমের প্রমোশনাল সকল বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন সেটি জানানোর জন্য

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

** সর্বপ্রথম দেখে নিন কিভাবে আপনার এই অফার আছে কিনা চেক করবেন একটি কোড ডায়াল করে *7#
**

Promotional SMS

তারপর নিচের স্ক্রীনশটএর মত প্রথমে 1 চেপে দেখুন আপনার সিমে চালু আছে কিনা।
±+++++++++



এখানে আমার এক্টিভেট আছে তাই দিনে অনেক মেসেজ আসে।
কিভাবে বন্ধ করবেন দেখুন


এখন 24 ঘন্টার মধ্যে আপনার সার্ভিসটি বন্ধ হয়ে যাবে।

তবে একটি সমস্যা আছে সেটি হচ্ছে আপনাকে আর কোন অফার সম্পর্কে মেসেজ পাঠানো হবে না যদি আপনি অফার দেখতে চান তাহলে মাই রবি অ্যাপ ইউজ করতে হবে আর না হলে *999# ডায়াল করবেন।
❤
Facebook Id

YouTube/BlueTecH School⚡


জ্ঞান আমর ক্ষুদ্র, আমি অল্পতেই সন্তুষ্ট,তবে জানার অগ্রহ বেশি Mohammad Ashik

7 thoughts on "কিভাবে রবি সিমের প্রমোশনাল সকল বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন দেখে নিন।"

    1. Avatar photo Mohammad Ashik Contributor Post Creator says:
      Welcome bro.
  1. EagleEye98 Contributor says:
    এইটা দিয়ে সমপুর্ণ প্রোমোশনাল মেসেজ আসা বন্ধ হয় না। ৭৫% বন্ধ হয়।
  2. Avatar photo Shyshob Ahmed Contributor says:
    কাজ করেনা আমার সিমে, এটা তো করলাম তারপর আবার অফিসে অভিযোগ রাখলাম ৩বার তারপরও ওরা অফ করলোনা! ডেলি খুব বিরক্ত লাগে্
    1. Avatar photo Mohammad Ashik Contributor Post Creator says:
      ভাই কাজ করে আমার তো হলে এখন খুবই কম মেসেজ আসে। কিন্তুএকবারেই বন্ধ হয়না

Leave a Reply