প্রথমেই ট্রিকবিডির সবাইকে জানাচ্ছি সালাম।

সকলের শান্তি কামনা করে শুরু করছি আজকের এই পোস্ট।

পোস্টটির টপিক সম্পর্কে আপনারা ইতিমধ্যেই শিরোনাম দেখে বুঝতে পেরেছেন।
হ্যাঁ,ঠিকই বুঝেছেন।আজকের পোস্টটির মাধ্যমে আপনারা খুব সহজেই যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন।তবে সেটা মাত্র ৮ মিনিট! ??
মিনিট সংখ্যা কম হলে কি হবে! ☺
এই ফ্রি জিনিসটাই বা কে দেয় বলুনতো,ভাই? ?
জরুরি সময়ে হয়তো কাজে লাগতে পারে এই মিনিটটি।
ট্রিকবিডি খুঁজে দেখলাম,এই এপটি নিয়ে এখনো কোনো পোস্ট হয়নি।তাই এপ নিয়ে পোস্টটি করলাম।তবুও যদি আমার চোখের আড়ালে এই এপ নিয়ে কোনো পোস্ট থেকে থাকে।তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ???

যদি একজনও আমার এই পোস্টটির মাধ্যমে উপকৃত হয়,তাহলে সেটিই হবে আমার সার্থকতা। অনেকতো বকবক করে ফেললাম। ?
আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করছি না। ?
তাহলে কাজের কথায় আসা যাক! ?

নিচে কার্যপ্রণালী দেওয়া হলোঃ

১) প্রথমে এই লিংকে ক্লিক করে এপটি নামিয়ে নিন

২) এবার এপটি ওপেন করুন।

৩) এরপর

৪) এরপর…

৫) আপনার মোবাইল নাম্বার দিন।

৬) এরপর…

৭) যেকোনো একটি ই-মেইল দিন।

৮) এবার দেখুন আপনার দেওয়ার নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে।সেটি নিচের ঘরে প্রবেশ করান।কোড না আসলে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।তারপরেও না আসলে পুনরায় সেন্ড কোড লেখায় ক্লিক করে কোড পাঠান।

এরপরেও কোড না আসলে মনে করবেন,আপনার দেওয়া নাম্বারটি ভুল ??

৯) এবার নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

১০) এরপর

১১) এই দেখুন আপনার একাউন্টে কয়েন/সেন্ট যোগ হয়ে গেছে।এই কয়েন/সেন্ট দিয়ে আপনি যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন।

১২) এই দেখুন আমি ৮ মিনিট কথা বলতে পারবো।

যদি বুঝতে অসুবিধা হয়,তাহলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিও লিংকঃ এখানে ক্লিক করুন

বিভিন্ন ধরণের লেটেস্ট টেক নিউজ অথবা নিত্য নতুন টিপস & ট্রিকস পেতে BD Allrounder TV চ্যানেলটিকে Subscribe করুন।

চ্যানেল লিংকঃ BD Allrounder TV



আজ এ পর্যন্তই।পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।

আর,হ্যাঁ! স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুন। ??

15 thoughts on "টাকা ছাড়াই যেকোন নাম্বারে ফ্রিতে কথা বলুন। ??"

  1. shahadat722 Contributor says:
    কয়েন কিভাবে বাড়ানো যায় সেটা তো বললেন না।
  2. shahadat722 Contributor says:
    কয়েন কিভাবে বাড়ানো যায় সেটা তো বললেন না।
    1. M.T Author Post Creator says:
      ভাই,কয়েন বাড়ানোর উপায় মাত্র ১টাই আর সেটা হলো রেফার করা,ভাই। ?
  3. Error71 Contributor says:
    এপ থেকে কোনো নাম্বার দিবে নাকি একাউন্ট করার সময় দেওয়া নাম্বার থেকে কল যাবে?
    1. atikraz Contributor says:
      রেফার হ্যাক করা! যায়?
      আর প্রতি রেফারে কত করে দেয়?
      কোন টার্মস এন্ড কন্ডিশন আছে?
    2. Error71 Contributor says:
      @atikraz Rootet ফোন হলে সবই হ্যাক সম্ভব, তবে ট্রাই করে দেখা হয়নি।
  4. ShaRiar IMRAN Contributor says:
    এটা নিয়ে অলরেডি পোস্ট আছে।
  5. jbriyad Contributor says:
    Onek aager post
  6. NS Sabur Legend Author says:
    ডাইরেক্ট রেফার লিংক দিয়েছেন কেন
  7. MD Shakib Hasan Contributor says:
    রেফার ছাড়া কোন উপায় নাই ?
  8. swappnn Contributor says:
    যদি কারো দয়া হয় তবে একটু বলবেন রেফার লিংকটা app এর ভিতরে কোথায় থাকে
  9. Siyam Hossain Contributor says:
    ভালো।
  10. SPK Contributor says:
    এটা নিয়ে সাম্প্রতিক পোষ্ট করা আছে। এটা একবারই ৮ মিনিট কথা হয়, তারপর হয় না।

Leave a Reply