আমরা সবাই জানি টেলিটক খুবই গুরুত্বপূর্ণ একটি সিম। বিভিন্ন সরকারি চাকরি বা পরীক্ষার আবেদন করতে আমাদের এই টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হয়, এই সিমটি সরকার কর্তৃক প্রদান করা হয় বলে অনেক সময় এটি আমাদের কাজে লাগে।
তাই এই সিমটি আমাদের প্রত্যেকের কাছে একটি রাখা খুবই গুরুত্বপূর্ণ, যেকোনো সময় প্রয়োজন হতে পারে।

এই সিমটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 100 টাকা রিচার্জ করে নিতে হবে।
এছাড়াও সিমটি নিলে আপনি পাবেন আকর্ষণীয় ইন্টারনেট, টকটাইম এবং এসএমএস।

এই সিমটি আপনারা টেলিটকের কাস্টমার কেয়ার অথবা টেলিটক সিম বিক্রি করে এমন কোন এজেন্টের কাছ থেকে আপনারা এই সিমটি নিতে পারবেন।


বিস্তারিত

নতুন সংযোগে মাত্র ১০০ টাকা রিচার্জে ১০০ টাকা ব্যালেন্সসহ সিম ফ্রি !

 

সিমটি ফ্রি পাবার জন্য গ্রাহককে ১০০ টাকা রিচার্জ করতে হবে।

এই ১০০ টাকা রিচার্জে রয়েছে-

১০০ মিনিট টকটাইম,

১০০ এসএমএস ও

১৭ জিবি ইন্টারনেট একদম ফ্রি! 

 


প্যাকেজ আরো থাকছে

⦿ স্পেশাল কলরেট অফার

– মাত্র ৩৪ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ১০ দিন এবং

– মাত্র ৭৯ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ৩০ দিন

– স্পেশাল কলরেটের ক্ষেত্রে রিচার্জকৃত ৩৪ টাকা ও ৭৯ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।

⦿ স্পেশাল ইন্টারনেট অফার

-২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন

 -অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ অথবা, ডায়াল করুন *১১১*১৭#

-স্পেশাল ইন্টারনেট অফারটি প্রতি ১৫ দিনে একবার, মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।

 


অন্যান্য তথ্যাবলীঃ

১) ফ্রি অফারটি সিম অ্যাক্টিভেশনের পর একবারই পাওয়া যাবে, যার মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।

২) ফ্রি মিনিট ও এসএমএস যেকোনো লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে।

৩) রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।

৪) পে-পার ইউজ একদিনে সর্বোচ্চ ৫ টাকা।

৫) শতবর্ষ প্যাকেজে মাইগ্রেট করতে আপনার টেলিটক সংযোগ থেকে ‘S100’ লিখে পাঠিয়ে দিন ৮৮৮ নম্বরে। (চার্জ প্রযোজ্য) 

গ্রাহক SMS প্রদানের ৭২ ঘন্টার মধ্যে প্যাকেজ মাইগ্রেশন সংক্রান্ত নোটিফিকেশন SMS পাবেন। যদি কোন কারনে মাইগ্রেশন সফল না হয় তবে, উক্ত SMS টি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

৬) টেলিটক-এর বিদ্যমান সকল গ্রাহক (১০০ টাকা রিচার্জ অফার ব্যাতীত) শতবর্ষ প্যাকেজের অন্যান্য সকল অফারসমূহ উপভোগ করতে পারবেন।

৭) স্পেশাল কলরেট ও  স্পেশাল ইন্টারনেট অফার শতবর্ষ  ও টেলিটক-এর সকল প্রিপেইড প্যাকেজের জন্যে প্রযোজ্য।

 


বিশেষ দ্রষ্টব্যঃ

স্পেশাল কলরেট এবং ইন্টারনেট অফার পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে।

সকল ট্যারিফে সম্পূরক  শুল্ক, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য হবে।

ফ্রি টকটাইম এবং  এসএমএস  যেকোনো অপারেটরে ব্যবহার করা যাবে, তবে শর্ট কোড যেমনঃ ১২১, ১৬২১৬ ইত্যাদি ছাড়া।

 


শতবর্ষ” সিমটি যারা নিতে পারবেনঃ

– ১৮ বছরের উর্ধ্বে বাংলাদেশের যে কোন নাগরিক যাদের NID কার্ড দিয়ে পূর্বে কোনো টেলিটক সিম নেওয়া হয়নি অথবা শুধু মাত্র একটি টেলিটক সিম নেওয়া আছে কেবল তারাই শতবর্ষ প্যাকেজের সিম নিতে পারবে।

একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কয়টা সিম নিতে পারবেন?

১. NID  দিয়ে টেলিটক সিম নিবন্ধন না থাকলে সর্বোচ্চ দুইটি সিম নিতে পারবেন।

২. NID  দিয়ে একটি সিম নিবন্ধন থাকলে একটি শতবর্ষ সিম নিতে পারবেন।

৩. NID-তে দুই বা ততোধিক সিম থাকলে  শতবর্ষ  সিম নিতে পারবেন না।

Source : Teletalk.com.bd

13 thoughts on "মুজিব শতবর্ষ পুর্তি উপলক্ষে টেলিটক সবাইকে দিচ্ছে ফ্রি টেলিটক সিমকার্ড, সাথে ১৭ জিবি এবং ১০০ মিনিট টকটাইম।"

  1. Avatar photo Masum billa Contributor says:
    Sim ta pabo kothay..local dokan gulay tw paoa jay na
  2. Avatar photo ShaRiar IMRAN Contributor says:
    ভাই রবি থেকে মাইগ্রেশন করে টেলিটক মুজিব শতবর্ষে আসতে পারবোনা?
  3. Avatar photo ShaRiar IMRAN Contributor says:
    এই পোস্ট টা মার্চ মাসে একবার করা হয়েছে।
    1. Avatar photo M.Rubel Author says:
      হে ভাই আপনি মনে রেখেছেন।
      আমি পোস্ট টি করে ছিলাম। কিন্তু কোরনা জন্য বিক্রি বন্ধ ছিলো।
      পোস্ট এর লিংক https://trickbd.com/operator-news/642549
    2. Avatar photo ShaRiar IMRAN Contributor says:
      জ্বি ভাই।এটা এখন আগামী ০৩ মাস পর্যন্ত চলবে। কাস্টমার কেয়ার থেকে জানিয়েছে।কালকে আমি একটা পারচেস করেছি। কিন্তু নেটওয়ার্ক সমস্যা
  4. মজিব বছর কত দিন থাকে ৷ 2019-2021 সাল প্রজুন্ত ৷ আর কত কপি করবেন
  5. Avatar photo ornob Contributor says:
    last koto tarik porjonto sim neya jabe
  6. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    Net speed kemon??

Leave a Reply