এখন থেকে আপনি চাইলে আপনার ফোনে বিরক্তিকর এসএমএস আসা বন্ধ করেতে পারেন। অনেক সময় আমাদের ফোনে না চাইতেও অনেক এসএমএস আসে, যেগুলোতে আমরা অনেক বিরক্ত হই। এমনকি এমন সব এসএমএস আসে যেগুলো আমাদের প্রয়োজন নেই। বিশেষ করে এয়ারটেল এবং রবি, বাংলালিংক এ সমস্যাগুলো বেশি হয়। যদিও গ্রামীণফোন সিম গুলোতে প্রমোশনাল এসএমএস কমই পাওয়া আসে। তারপরও যদি আপনি আপনার ফোনে বেশি পরিমাণে প্রমোশনাল এসএমএস আশায় বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেগুলো বন্ধ করতে পারেন খুব সহজেই নিচের কোডগুলো ডায়াল করে।

গ্রামিনফোন *১২১*১১০১#
বাংলালিংক *১২১*৮*৬#
এয়ারটেল এবং রবি *৭#

5 thoughts on "আপনার ফোনে বারবার অপ্রয়োজনীয় এসএমএস আশায় আপনি বিরক্ত? আজও বন্ধ করুন বিরক্তিকর প্রমোশনাল এসএমএস।"

  1. Avatar photo Random Contributor says:
    Thank you for sharing… <3 জিপি সিমে অফ হয় কিন্তু অন্যান্য অপারেটরে স্ট্যাটাস অফ দেখালেও এসএমএস আসতেই থাকে -_-
    1. Nayeem Khan Contributor says:
      জি, ঠিক বলছেন ভাই।
  2. Avatar photo Error:// Contributor says:
    Thanks vaiya.. Upokar hoilo
  3. Avatar photo SR Shoruv Author says:
    teletalk er ta paile janaiyen vai

Leave a Reply