আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..?
আশা করি সবাই ভালো আছেন ।
আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।
আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।
তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
আশা করি আমার এই পোস্ট থেকে সবাই উপকৃত হবেন।
আমাদের আজকের টপিক হচ্ছে
বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আর কেনই বা হবে না৷
নগদে বিভিন্ন সুবিধার সাথে সাথে তারা দিচ্ছে প্রতি বছরে মুনাফার সুবিধা মানে।
আপনি নগদে যে পরিমাণ টাকা রাখবেন তা থেকে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন।
তো অনেকেই জানেন না যে এই মুনাফা আসলে কিভাবে হিসাব করে?
এটি কি প্রতি বছরে দেয় নাকি প্রতি মাসে? এবিষয়ে আজ আপনাদের বিস্তারিত বলব।
তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে।
প্রথমেই নগদে একাউন্ট খোলার সময় মুনাফার অপশনটি হ্যা করে দিতে হবে।
কত টাকা রাখলে কত মুনাফা পাবেন
নগদে আপনার টাকার পরিমানের উপর মুনাফা পাবেন যেমন
০ থেকে ১০০০.৯৯ টাকা থাকলে মুনাফা ০%
১০০১ টাকা থেকে ৫০০০.৯৯ টাকা থাকলে মুনাফা পাবেন ৫%
৫০০১ টাকা থেকে ৩০০০০০ টাকা থাকলে মুনাফা পাবেন ৭.৫%
এটি বাৎসরিক হিসাব কিন্তু তারা আপনার প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দিবে এখন আসি কিভাবে হিসাব করবেন ধরুন আপনার নগদ একাউন্টে ১০০০০ টাকা আছে তার মানে আপনি প্রতি বছর ৭.৫% পাবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী তাহলে
১০০ টাকায় আপনি পাবেন সতকরা ৭.৫ টাকা বছরে
তাহলে ১ টাকায় আপনি পাবেন (৭.৫÷১০০) = ০.০৭৫ টাকা
এখন ক্লিয়ার ১০ হাজার টাকায় আপনি প্রতি বছর মুনাফা পাবেন ৭৫০ টাকা এখন আপনি প্রতি মাসে কত টাকা পাবেন? ১২ মাসে ৭৫০ টাকা হলে ১ মাসে কত টাকা হবে? (৭৫০÷১২) = ৬২.৫ টাকা
মানে ১০ হাজার টাকা আপনার নগদে থাকলে আপনি প্রতি মাসে পাবেন ৬২.৫ টাকা করে মুনাফা এভাবে আপনি যত টাকা রাখবেন উপরের পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে আপনাকে প্রতি মাসের মুনাফা প্রতি মাসে দেয়া হবে।
3 thoughts on "নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার মুনাফা লাভ।"