আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা জিপি সিমের মালিকানা পরিবর্তন করবেন ঘরে বসেই।
সিমের মালিকানা পরিবর্তন করতে আপনার কোনো টাকা খরচ হবেনা তবে ডেলিভারি চার্জের জন্য আপনার ৮০ টাকা খরচ হবে।
মূলত ঘরে বসে সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে অর্ডার করতে হবে।
অর্ডার করার পর একজন প্রামীণফোন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাসায় এসে সিমের মালিকানা পরিবর্তন করে দিবে।
আর হ্যা এ সুবিধাটি বর্তমানে শুধু শহরাঞ্চলে রয়েছে গ্রামে এ সুবিধাটি এখন পাবেন না তাই যারা শহরে রয়েছেন তারাই কেবল করতে পারবেন।
আর সিমের মালিকানা পরিবর্তন করতে আগের মালিক এবং তার আইডি কার্ড সাথে থাকতে হবে তাছাড়া নতুন যে মালিক হবে তাকেসহ তার আইডি কার্ড ও ফিঙ্গার প্রয়োজন পড়বে।
তারপর বাকি কাজ গ্রামীণফোনের প্রতিনিধি করবে।
তো কিভাবে অর্ডার করবেন দেখুন।
প্রথমে যেকোনো একটি ব্রাউজারে যান।













পেমেন্ট করে দিলেই আপনার অর্ডার সম্পূর্ণ হয়ে যাবে এবং অর্ডার করার সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে আপনার কাজটি গ্রামীণফোনের প্রতিনিধি এসে করে দিবে।
আশাকরি বুঝতে পেরেছেন । না বুঝলে আরো তথ্যসংবলিত বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★বিভিন্ন টেকনোলজি ও টিপস রিলেটেড পোষ্ট দেখতে ভিজিট করুনঃ
WWW.MATCHYTECHWORLD.XYZ
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

15 thoughts on "জিপি সিমের মালিকানা পরিবর্তন করুন ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে"

  1. Aubdulla Al Muhit Contributor says:
    Needy post for everyone.
  2. Ifran Ahamed Contributor says:
    nice post….
  3. mdmamunrahman Contributor says:
    Bollen free tahole 80tk keno dite hobe.
    Good
  4. IMRAN GAZI Contributor says:
    তাছাড়া নতুন যে মালিক হবে তাকেসহ তার আইডি কার্ড ও ফিঙ্গার প্রয়োজন পড়বে
    এটা বুজলাম না?
    আগে যে মালিক ছিলো তাকে না হলে ও কি রিপ্লেজ করা যাবে?
    1. Mdshakilhasan Author Post Creator says:
      2 joner e nid + finger print need
  5. AtikeHK Contributor says:
    সিম কি ৪জি হয়ে আসবে?
    নতুন যে মালিক হবে সিমটির তার নাম্বার এটা বুঝায়া বলুন
    1. Mdshakilhasan Author Post Creator says:
      Ji..4g R Amniteu 3-4g replace korte parben free te
  6. mehedi.2 Contributor says:
    Skitto sim ki vabe korbo?
  7. tariq Contributor says:
    Skitto Sim এর ক্ষেত্রে কি এই সুবিধাটা আছে?
  8. sazib Killer Author says:
    Sim khi replace kore dibe eta korle jemon amar 3g ta 4 g kore dibe?
  9. ibrahim kardi Contributor says:
    Nice post but sob location a delivery daye na

Leave a Reply