airtel unlimited data

airtel unlimited data

আসসালামু আলাইকুম। ট্রিকবিডির সকল সদস্যগণ সবাই কেমন আছেন?

আশা করি আল্লহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

যারা এয়ারটেল সিম ব্যবহার করেন, তাদের জন্য দারুন সুখবর। মাত্র ২৭ টাকায় পাচ্ছেন নিরবিচ্ছিন ইন্টারনেট বা ডাটা প্যাক। তাও সাড়ে চার ঘন্টার জন্য। যেটা দিয়ে আপনি ডাউনলোড, ব্রাউজিং, ইউটুউব, ফেসবুকসহ সব কিছু ব্যবহার করতে পারবেন।

তাহলে চলুন শুরু করি।

এয়ারটেল দুইটি আনলিমিটেড প্যাকেজ ঘোষণা দিয়েছে

প্যাক দুইটির স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম।

প্যাকেজের বিস্তারিত আলোচনা

প্রথম প্যাকটির মূল্য ২৭টাকা। সর্বোচ্চ ১০ জিবি ব্যবহার করতে পারবেন। তবে রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যদি কিনেন তাহলে মেয়াদ পাবেন ৪.৫ ঘন্টা। আর যদি সকাল ৬টা থেকে রাত ১১ঃ৫৯ এর মধ্যে কিনেন তাহলে মেয়াদ ৩ঘন্টা। (২৭ টাকায় ৩ঘন্টাই বা কম কি!)

দ্বিতীয় প্যাকটির মূল্য ১৫টাকা। সর্বোচ্চ ৫ জিবি ব্যবহার করতে পারবেন। তবে রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যদি কিনেন তাহলে মেয়াদ পাবেন ১.৫ ঘন্টা। আর যদি সকাল ৬টা থেকে রাত ১১ঃ৫৯ এর মধ্যে কিনেন তাহলে মেয়াদ ১ঘন্টা।

ভাই, অন্যান্য সিমের প্যাকগুলোর তুলনায় প্রথম প্যাকটি আমার কাছে বেটার মনে হয়েছে। কার কেমন লাগলো বলতে পারছি না।

কিভাবে আনলিমিটেড প্যাক কিনবো

বস। চাপ নিবেন না। একদম সিম্পল। জাস্ট মাই এয়ারটেল এপে যাবেন। Internet Packs লেখায় ক্লিক করবেন। তাহলে অনেক অফারের মধ্যেও এই প্যাক ২টি পেয়ে যাবেন। আশা করি পুরো ব্যাপার টা বুঝাতে পেরেছি।

 

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।

26 thoughts on "এবার এয়ারটেল সিমে সাড়ে চার ঘণ্টার জন্য আনলিমিটেড ইন্টারেনট (10 Gb Limited)"

  1. Levi Author says:
    সিম অপারেটর দের একটা ব্যাপার বুঝি না,লিমিট দেয়ার পরেও টাইটেল দেয় আনলিমিটেড।
    1. Farhan Author Post Creator says:
      ঠিক বলেছেন ভাই।
  2. Uzzal Mahamud Pro Author says:
    জনগণকে বাশ দিয়া সিস্টেম একটা
    1. Farhan Author Post Creator says:
      হু। খারাপ বলেন নাই ভাই।
  3. MD FAYSAL Contributor says:
    নতুন সিস্টেমে unlimited নাম দিয়ে জনগণকে বাশ দেয়
  4. MD FAYSAL Contributor says:
    নতুন সিস্টেমে unlimited নাম দিয়ে জনগণকে বাশ দেয়
  5. AnOn Contributor says:
    ভাই কিছু মনে করবেন না একটা পরামর্শ দিচ্ছি টাইটেল হতে হয় আনলিমিটেড আর না হয় ১০ জিবি লিমিটেড সরিয়ে ফেলুন। 2 টা এক সাথে যায় না।
    1. Farhan Author Post Creator says:
      বস। কম্পানি যেমন দিছে তেমনই বললাম।
  6. Faruq+Ahmed Contributor says:
    এটা কোন ধরনের আনলিমিটেড অফার আমার মাথায় আসলো না!
  7. SR Shoruv Author says:
    একদিনে সিম কোম্পানিগুলো ভুলভাল টাইটেল দিয়ে নিজেরদেরই রেপুটেশন খারাপ করতেছে আরেকদিকে আপনার মতো ট্রিকবিডির অথোররাও একই পথে হাঁটতেছে।
    1. Farhan Author Post Creator says:
      বস, ব্যাপারটা জানালাম আরকি!
  8. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    Speed limit করে দেই। 2/3 gb এর বেশি ডাউনলোড করতে পারবেন নাম
    1. Md Himul Contributor says:
      ami gp sim a nicilam, 8gb use korar jaygay 6gb dawonload korte parcilam,
  9. Aniktips Contributor says:
    সবাই মিলে চলেন অদের নামে মামলা করি, আনলিমিটেড বলে ১০ জিবি দেয় ভুল্ভাল তথ্য দিয়ে মার্কেটিং করে
    1. Farhan Author Post Creator says:
      বাদ দেন। ভাই।
  10. Md Himul Contributor says:
    অন্য অপারেটরের থেকে এয়ারটেল সবছেয়ে বেশী সুবিধা দিচ্ছে।

    অন্যরা ৮জিবি সর্বোচ্চ, দাম আরো বেশী এখানে এএয়ারটেল দামে কম জিবি বেশী ১০ জিবি দিচ্ছে, আর রাত ১২ টার পরে এয়ারটেলের ডাউনলোড স্পিড অনেক বেশী থাাে, ৪.৫ ঘন্টায় ১০ জিবি খুব সহজেই শেষ করা যাবে।

    1. Farhan Author Post Creator says:
      জ্বি। ভাইয়া। ধন্যবাদ।
    2. M M kiyum uddin Contributor says:
      1gonTai sob ses kore peli
  11. TAHER Author says:
    Vablam abar o free net ?
    1. Farhan Author Post Creator says:
      না। ভাই।
  12. proloy Contributor says:
    কেউ কি নিসেন?স্পীড কি রেগুলার এমবি এর মতই?নাকি স্পীড লিমিট করে দেওয়া? কেউ কিনে থাকলে জানাবেন।?
    1. M M kiyum uddin Contributor says:
      ami 4 te sob somoy 3-4 mb speed paice vai
  13. Ashraful Author says:
    Airtel valo but net pai na elakai.

Leave a Reply