“One piece” (ওয়ান পিস) নামক 21 হাজার 450 পাতার বই। এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উঁচু বই এটি। এই বইটি এতটাই উঁচু যে, এটিকে দেখে একটা বইয়ের চেয়ে ভাস্কর্য বেশি মনে হয়।
“The guardian” জানিয়েছে এই বইটির মূল্য 1900 ইউরো। যদি সেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করা হয় — 1,900.00 Euros =193,683.22 Bangladeshi Taka। দাম শুনে অবাক লাগলো?
এর লিমিটেড এডিশনের 50 কপি বই প্রকাশের পর কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে।
ওয়ান পিস গল্পের লেখক “Eiichiro Oda” তবে ওয়ান পিস বইটির গায়ে নাম লেখা আছে “ইলান মানুয়াচের” । ওদা ১৯৯৭ সাল থেকে প্রতি সপ্তাহে এই গল্পের একটি “পর্ব শোনেন জাম্পে” প্রকাশ করেন। এবং ইলান সেগুলো সংগ্রহ করে একটি বইয়ের রূপ দিয়েছেন।
বইয়ের প্রকাশনা সংস্থা জেবিই জানিয়েছে,
“এই বই এত বড় যে এটি পড়ার উপযোগী নয়। তারপরেও এই বইয়ের বেশ ভাল চাহিদা লক্ষ্য করা গেছে। এর লিমিটেড এডিশনের ৫০ কপি বই প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেছে।”
গত ৭ ই সেপ্টেম্বর এই বইটিকে মুক্তি দেওয়া হয়।
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন, কন্টেন্টের শুরুতে ই আপনাদের ভালো কামনা করতে পারিনি এজন্য দুঃখিত। আর এটা না করার কারণ হচ্ছে, অনলাইন থেকে যখন কেউ সার্চ করে দেখবে, তখন সে মূল অংশটাই জানতে চাইবে। কারণ এটি এখন বিশ্বে, সারা ফেলে দিয়েছে। তাই আমি বইটি সম্পর্কে কনটেন্টের শুরুতেই তুলে ধরেছি। তাহলে চলুন ওয়ান পিস সম্পর্কে কথা বলা যাক।
- ওয়ান পিস কি?
ওয়ান পিস একটি মাঙ্গা অ্যানিমে সিরিজ। প্রত্যেক অ্যানিমে লাভারই এটা জানে। এই অ্যানিমে সিরিজটি Oct 20, 1999 থেকে শুরু করা হয়।এটি ২০ অক্টোবর ১৯৯৯ সালে শুরু এবং বর্তমানে চলতেছে। বর্তমানে এটির ১ হাজার ৩৩ টি এপিসোড রয়েছে, এবং আরো আসবে।
- ওয়ান পিস সম্পর্কে তথ্য:
English: One Piece
Japanese: ONE PIECE
Synonyms: OP
Type: TV
Status: Currently Airing
Aired: Oct 20, 1999 to ?
Premiered: Fall 1999
Episode: 1-1033(running)
Broadcast: Sundays at 09:30 (JST)
Producers: Shueisha, TAP, Fuji TV
Licensors: 4Kids Entertainment, Funimation
Studios: Toei Animation
Source: Manga
Genres: Fantasy, Drama, Comedy, Adventure, Action
Duration: 24 min
Rating: PG-13 – Teens 13 or older
Resolution: 480p, 720p, 1080p
Type: Eng Sub
(সংগ্রহকৃত)
- ওয়ান পিস কাহিনী:
ওয়ান পিচ মূলত একটি অ্যাডভেঞ্চার অ্যানিমেশন সিরিজ। ওয়ান পিস গল্পটি তৈরি হয়েছে কিংবদন্তি সমুদ্রে ডাকাত লুফিকে নিয়ে। তার নাম অনুসারে ওয়ান পিস অ্যানিমে সিরিজের মেইন ক্যারিয়ারের নাম দেওয়া হয়েছে “Monkey D. Luffy” তারা মূলত একটা জলদস্যুর গ্যাং। আর লুফি জলদস্যুদের রাজা হতে চায়। এই নিয়েই এই কাহিনী শুরু হয়।
তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা যদি এপিসোড গুলো দেখতে চান তাহলে কমেন্ট করে বলতে পারেন। সবগুলোর লিংক দিয়ে দিব। জাপানিজ এবং ইংলিশ ডাব।
- Monkey D. Luffy image :
Thanks for support
Visit trick BD all time
মানুষ পড়বে কীভাবে এটা ভাবতেছে, যেই লোকটা (এইচিরো ওডা) প্রতিটা পেইজ তৈরি করছে তার কথাই ভাবুন! একজন সত্যিকারের লিজেন্ড সে।