আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর রবি ভবিষ্যত কল্যাণে কাজ করবে


বাংলাদেশে বর্তমানে অনেক গুলো মোবাইল অপারেটর রয়েছে। বর্তমানে মোবাইল ফোন অপারেটর রবির সিইও রাজীব শেঠি বলেছেন→ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রায় ৩৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে রবি অপারেশন।

বর্তমানে সারা বাংলায় ব্যবসায়িক কার্যক্রমের ফলে ১ লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশের ভবিষ্যত কল্যাণের সাথে আমাদের ভবিষ্যত ওতপ্রোতভাবে জড়িত।

রাজীব শেঠি ১৪ নভেম্বর, রোববার রবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন→কোম্পানির অগ্রগতি নির্ভর করবে উন্নত সেবা প্রদানের মাধ্যমে আমরা গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারছি কি না।

বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে অনুষ্ঠানে রবি ভেঞ্চর ৩.০ ঘোষণা করেছে। এই প্লাটফর্ম থেকে নির্বাচিত শীর্ষ ডিজিটাল উদ্যোক্তাদের আড়াই কোটি টাকা বিনিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন।

ঐ অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন→ প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায় অগ্রগতির জন্য রবির অন্যতম প্রধান কৌশল হিসেবে কাজ করছে ভবিষ্যত পরিকল্পনা। যার ফলে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই খাতে এক ধাপ এগিয়ে রয়েছে রবি অপারেটর।

উল্লেখ্য যে অক্টোবরে রাজীব শেঠিকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ।

মিয়ানমারের শীর্ষ অপারেটর উরিডুতে সিইও হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর রবিতে যোগ দিয়েছেন তিনি। এর আগে তিনি এয়ারটেল আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

রবি অপারেটর সব সময় নেটওয়ার্কের দিক দিয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশে সব অপারেটর যখন 4G চালু করে তখন রবি 4.5G সার্ভিস দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

14 thoughts on "বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর রবি ভবিষ্যত কল্যাণে কাজ করবে"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    যাক অন্তত রবি আজিয়াটা লিমিটেড একটা ভালো কাজ করেছে
    1. Unlimited Fun Contributor says:
      ঠিকি বলছেন।
    2. MD Shakib Hasan Author Post Creator says:
      Hmmm
  2. banglatribune er report copy paste korlen? ?‍♀️
    1. Unlimited Fun Contributor says:
      আমারো এটা মনে হয়।
    2. MD Shakib Hasan Author Post Creator says:
      Na vai
    3. Bangla Tribune er report:

      https://www.banglatribune.com/tech-and-gadget/tech-news/772661/

      Ebar Bolun vai, ami ki mittha / andajei bolsi?

    4. MD Shakib Hasan Author Post Creator says:
      কিন্তু ভাই দেখেন আমার আর ঐ লেখা সম্পন্ন মিলবে না। একই ধরনের পোস্ট আলাদা সাইটে থাকতেই পারে। ধরেনঃ Symphony নতুন একটা ফোন এই ফোনের রিভিউ কি একটা সাইটেই থাকবে আর অন্য সাইটে রিভিউ থাকলে কি সেটা কপি ধরা যাবে।
  3. Unlimited Fun Contributor says:
    আপনি এতো তাড়াতারি পোষ্ট করছেন তার মানে হলো আপনি অবশ্যাই কপি পোষ্ট করছেন।
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Na
    2. Unlimited Fun Contributor says:
      না বললেই তো আর কপি পোষ্ট থেকে বেচে যাবেন না।
  4. Sakibur Rahman Contributor says:
    হুম সবথেকে বেষ্ট নেটওয়ার্ক তাই ২০২২সালে এসেও বাসার শহরে থেকেও বাসার ভিতরে নেটওয়ার্ক নাই।অথচ জিপি ফুল ৪জি???
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Hmmm
  5. Dr...... Contributor says:
    Kotha bolte jeye atke jai abar Robi 4.5 g baba re baba

    Sudhu name 4.5G faltu network

Leave a Reply