আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
বাংলাদেশের যখন মোবাইল টেলিকম সিস্টেমটা যখন চালু হয়,, তখন সর্বপ্রথম বাংলাদেশের সিটিসেল প্রথম মোবাইল সিম সার্ভিসটি চালু করে।
এবং এটি হলো বাংলাদেশের প্রথম সিম যেটি মানুষ অনেক আস্থার সাথে ব্যবহার করতো,, বাংলাদেশের প্রথম সিম হওয়ার জন্য আজও এর চাহিদা আছে গ্রাহকের কাছে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো বিটিআরসি এর নির্দেশনা অনুযায়ী সিটিসেল বাংলাদেশের তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয় প্রায় অনেক আগে।
জেডি নিয়ে এখনো গ্রাহকরা অনেক ক্ষোভ প্রকাশ করে কেন বন্ধ হলো সিটি সেল।
আগে সিটি সেল এর সমস্ত সেবা বন্ধ হয়েছিল শুধুমাত্র গ্রাহকদের জন্য,, এবং শুধুমাত্র বিটিআরসি থেকে সিটিসেলের লাইসেন্সটা ছিল।
কিন্তু গত তিন থেকে চারদিন আগে বিটিআরসি লাইসেন্স বাতিল করে দেয় সিটি সেলের। এর ফলে সিটি সেল এর সমস্ত আশা নিভে গেল।
বাংলাদেশ থেকে চিরতরে সিটিসেল তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিল আর কখনোই সিটি সেল বাংলাদেশে আসতে পারবে না তার কার্যক্রম নিয়ে।
বিটিআরসি অপারেটরটির কাছে ২১৮ কোটি ৪০ লাখ ২০ হাজার ৬৫৯ টাকা পাবে। যেটি সিটি সেল পরিশোধ করেনি এইজন্য তাদের লাইসেন্স বাতিল করা হয়।
এবং সিটিসেলের লাইসেন্স বাতিল করেই বিটিআরসি ক্ষান্ত হয়নি,, সিটিসেলকে বিটিআরসির পাওনা টাকা পরিশোধ করতে হবে।
আর কখনো সিটিসেল গ্রাহক সেবা প্রদান করতে পারবে না বাংলাদেশের গ্রাহকদের যা রীতিমতো একটি দুঃখজনক বিষয়।
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন
One thought on "তবে কি এইবার বাংলাদেশে সিটিসেল সিম এর দিন শেষ হলো !!"