আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?
বর্তমান সময় মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, খোঁজ নিয়ে দেখা যায় প্রায় প্রতিটি পরিবারে কারো না কারো একটি হলেও মোবাইল রয়েছে।
মোবাইল ফোন আমাদের যোগাযোগ ব্যবস্থা কে করেছে অনেক বেশি উন্নত এবং খুব সহজেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে।
আর মোবাইল ফোনের জন্য অবশ্যই সিমের দরকার পড়ে। আমরা বাংলাদেশের বিভিন্ন অপারেটরের সিম কার্ড ব্যবহার করে থাকি যোগাযোগের ক্ষেত্রে একে অপরের সাথে।
তবে মাঝে মাঝে এই সিম কোম্পানির এসএমএস গুলো আমাদের অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বলতে গেলে একসাথে অনেকগুলো প্রমোশনাল এসএমএস আসতে থাকে যা খুবই বিরক্তকর।
বিশেষ করে বাংলাদেশের এক নাম্বার অপারেটর গ্রামীণফোন থেকে প্রমোশনাল এসএমএস যখন আসতেই থাকে তখন একসাথে দশ বারোটার নিচে আসে না। এছাড়াও অন্যান্য অপারেটর গুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এই প্রমোশনাল এসএমএস এর ভোগান্তি দূর করার জন্য বিটিআরসি শুরু করেছে নতুন একটি উদ্যোগ। “Do not disturb”সেবা চালু করেছে বিটিআরসি।
যার মাধ্যমে গ্রাহক চাইলে কোন ডালের মাধ্যমে সিম কোম্পানিগুলো থেকে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করতে পারবেন। এবং গ্রাহক ভোগান্তি অনেক ক্ষেত্রেই দূর হবে।
যদি আপনি গ্রামীণফোন অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি ডায়াল করবেন *১২১*১১০১#
যদি আপনি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে *১২১*৭*১*২*১# ডায়াল করবেন।
যদি আপনি রবি অথবা এয়ারটেল অপারেটরের সিম ব্যবহার করে থাকেন তাহলে *৭# ডায়াল করবেন।
তাহলে কখনোই আপনার ফোনে প্রমোশনাল এসএমএস গুলো আসবে না বন্ধ হয়ে যাবে প্রমোশনাল এসএমএসগুলো শুধুমাত্র দরকারি যেসব এসএমএস সেগুলো আসতে পারে।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ট্রিকবিডি এর সাথেই থাকুন
call center call koreo promotional sms off kora jay
?