টেলিটক হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধিন মোবাইল অপারেটর। এটি দেশের “ডাক ও টেলিযোগাযোগ” মন্ত্রনালয়ের অধীনে রযেছে এবং তারাই এটাকে নিয়ন্ত্রণ করছে। দেশের নিজস্ব অপারেটর হওয়ায় অনেকে বলে থাকে যে_’দেশের জনগনই এটার প্রকৃত মালিক’,,। এই দেশের মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে এই সিমটি চালু করা হয়েছে। এটি অন্যান্য সিম কার্ডগুলোর মতোই স্বাভাবিকভাবে মিনিট,এস এম এস এবং ডাটা প্যাক ইত্যাদি সুবিধা দিয়ে থাকে। টেলিটক এর উদ্দেশ্য শুধু মুনাফা অর্জনই নয় বরং দেশের সকল জনগনকে প্রযুক্তির আওতায় নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য। তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে দেশের দূর্গম এলাগুলোতে তাদের সেবা পৌছে দিতে পারে। টেলিটকে সাধারন সকল সুবিধা তো থাকছেই এছাড়াও থাকছে সর্বনিম্ন কলরেট ও সাশ্রয়ী ডাটা প্যাকেজ সুবিধা।
টেলিটক কেন ব্যবহার করবেন?
টেলিটক হচ্ছে আমাদের দেশের নিজস্ব মালিকানাধিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের আওতাধীন। টেলিটক ব্যবহার করলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে এবং আমাদের দেশেরই উন্নয়ন হবে। এই সিমে ভালো ভালো কিছু সাশ্রয়ী দামের প্যাকেজ পাবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ডাটা ও মিনিটের অফার পাবেন, তাছাড়া এটাতে স্টুডেন্ট প্যাকও রয়েছে।
টেলিটক সিম কিভাবে কিনবেন?
শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট আইডি(এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ফর্মের যাবতীয় তথ্য) টেলিটকের ওয়েবসাইটে আবেদন করে বা এসএমএস এর মাধ্যমে আবেদন করে টেলিটক সিম সংগ্রহ করতে পারবেন। একটি নির্দিষ্ট সময়ের পর নিকটবর্তী টেলিটক কাস্টমার কেয়ারে আপনার সিমটি ওরা পাঠিয়ে দেবে। সেখান থেকে সিমটি সংগ্রহ করতে পারবেন।
আর,,,
যাদের আইডি কার্ড আছে তারা সরাসরি কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে পছন্দের প্যাকেজের সিমটি কিনতে পারবেন।
সিম-এর মূল্যঃ ২০০-২৫০ টাকা, ভিন্ন প্যাকেজের জন্য ভিন্ন ভিন্ন দাম রাখা হয়। সিম এর কোনো অফার থাকলে আরো কম দামেও পেতে পারেন।
টেলিটকের চলমান কিছু প্যাকেজঃ
ভয়েস প্যাকেজ
[ ৫ টি ক্যাটাগরির প্যাকেজ দিয়ে সাজানো হয়েছে ]
১. প্রি-পেইড _সিমঃ
★_শতবর্ষ –> (১ সেকেন্ড পালস, ৪৭ পয়সা প্রতি মিনিট, ২৫ পয়সা এস.এম.এস)
★_টেলিটক_আগামী –> (১ সেকেন্ড পালস, ৪৫ পয়সা প্রতি মিনিট)
★_অপরাজিতা –> (৪৭ পয়সা প্রতি মিনিট,৯৯ টি এফ.এন.এফ)
★_স্বাগতম –> (১ সেকেন্ড পালস, ৪৭ পয়সা প্রতি মিনিট, ২৫ পয়সা এস.এম.এস)
★_বর্ণমালা –> (১ সেকেন্ড পালস, ৪৫ পয়সা প্রতি মিনিট)
★_মায়ের হাসি –> (১ সেকেন্ড পালস, ৪৭ পয়সা প্রতি মিনিট এবং ১০ টি এফ.এন.এফ)
২. পোস্ট-পেইডঃ
৩. কর্পোরেটঃ
★_CORPORATE –> (১ সেকেন্ড পালস, ৪৫ পয়সা ফ্ল্যাট রেট এবং ৩০ পয়সা এস.এম.এস)
৪. রেট কাটার ।
৫. ইন্টারন্যাশনাল রোমিং ।
[ খুঁটিনাটি সবকিছু দেখানোর কারণ হচ্ছে _আপনারা যাতে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ’টা বাচাই কটে নিতে পারেন ]
ডাটা প্যাকেজঃ
রেগুলার ডাটাঃ
★_৬ জিবি ১২৭ টাকা (আনলিমিটেড মেয়াদ) কোডঃ *১১১*১২৭#
★_২৬ জিবি ৩০৯ টাকা (আনলিমিটেড মেয়াদ) কোডঃ *১১১*৩০৯#
★_১০০ এমবি ৯ টাকা (৩ দিন) কোডঃ *১১১*৫০১#
★_৫০০ এমবি ৩৯ টাকা (৩০ দিন) কোডঃ *১১১*৫০৩#
★_১ জিবি ২৭ টাকা (৭ দিন) কোডঃ *১১১*২৭#
★_ ১ জিবি ২১ টাকা (৩ দিন) কোডঃ *১১১*৫৩৪#
আরো অনেক অনেক প্যাকেজ রয়েছে। প্রয়োজন অনুযায়ী যার যেটা পছন্দ হয় সেটা নেবেন।
আগামী (ডাটা প্যাকঃ)
★_১ জিবি ২২ টাকা (৭ দিন) কোডঃ *১১১*৬০০#
★_১ জিবি ৪৫ টাকা (৩০ দিন) কোডঃ *১১১*৬০১#
★_২ জিবি ৮১ টাকা (৩০ দিন) কোডঃ *১১১*৬০২#
★_১০ জিবি ১৭৭ টাকা (৩০ দিন) কোডঃ ১১১১*৬১০#
আরো কিছু প্যাকেজ আছে যেগুলো আপনারা বাচাই করে কিনতে নিতে পারবেন।
বর্নমালা (ডাটা প্যাক)
★_১ জিবি ২৪ টাকা (৭ দিন) কোডঃ **১১১*৬১১#
★_৫ জিবি ৯৬ টাকা (১৫ দিন) কোডঃ *১১১*৬১৫#
★_১০ জিবি ১৮৬ টাকা (৩০ দিন) কোডঃ *১১১*৬১৬#
আরো অনেক…….
অপরাজিতা (ডাটা প্যাক)
★_১ জিবি ৮ টাকা (৭দিন) কোডঃ *১২১*৮#
★_২ জিবি ৩৮ টাকা (৭ দিন)
আরো কয়েকটি রয়েছে….
[আপনাদেরকে সাধারণ কিছু ধারণা দেওয়ার জন্যেই প্যাকেজগুলো লিখে দিয়েছি। এখান থেকে দেখেই বুঝতে পারবেন কতোটা সাশ্রয় করে আপনি প্যাকগুলো কিনতে পারবেন! এবং কোনো অফার ছাড়াই ]
কিছু সরকারি সেবাঃ
টেলিটকের সবচাইতে ভালো একটি দিক হচ্ছে পেমেন্ট পদ্ধতি। যেকোনো সরকারি চারকরির জন্য আবেদন করার ক্ষেত্রে, যাবতীয় কাগজপত্রের সাথে কিছু টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হয়। এই টাকা আপনি আপনার টেলিটক সিম থেকে পাঠাতে পারবেন। তাছাড়া টেলিটকে এস.এম.এস এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ফলাফল জানতে পারবেন সবার আগে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিও জমা দিতে পারবেব এখান থেকে। টোল প্রি (১০৯০) জরুরী সেবা ও বিদ্যুৎ বিল দেওয়া।
তো ভিউয়ার্স আপনারা যদি সম্পূর্ণ আর্টিকেল পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই পুরোটা বুঝতে পেরেছেন। আপনাদের’কে সহজে বোঝানোর জন্য পোস্ট অনেকটা বড় করে লিখেছি। তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে আমাকে কমেন্ট করে জানান।
ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন , আজকে বিদায় নিচ্ছি। আগাামী’তে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই_ আল্লাহ হাফেজ..!
আমি টেলিটক ইউজ করি ডাটা প্যাকের সুবিধার জন্য, কিন্তু নেটওয়ার্কের খুবই খারাপ অবস্থা।
তবে ওদের প্যাকেজগুলো যে কারো পছন্দ হবে,,
এই নিয়মে স্টুডেন্টরা কিনতে পারবে,,
And kotha bolar jonno?
আগে মনে হয় আমাদের এখানের টাওয়ারে ওদের নিজস্ব বিদ্যুৎ ছিলো না