আসসালামু আলাইকুম !


Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !



আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


•••

•••


আজকের এই পোস্টে আমি Data Roaming সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো।
ডেটা রোমিং কি ? ডেটা রোমিং এর কাজ কি ? কেন এবং কিভাবে এই ডেটা রোমিং ব্যবহার করবেন সেই বিষয়ে সামান্য কিছু কথা বলবো।

অধিকাংশ স্মার্টফোনের সেটিংস এ গিয়ে সিম এর অপশনে গেলে Data Roaming অপশনটা পাওয়া যায়।

অথবা আপনি আপনার ফোনের Settings এ গিয়ে Roaming লিখে Search করলেই পেয়ে যাবেন।

Data Roaming কি?

Data Roaming এ দুইটা শব্দ আপনার নজরে পড়বে।
∆ Data
∆ Roaming

প্রথমে Roaming এর বিষয়ে কথা বলি। রোমিং এমন একটা প্রোসেস, যেটাতে আপনি আপনার ফোনে অন্য কোনো নেটওয়ার্ক অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। যার মানে হলো আপনার ফোনে যে সিম কার্ড আছে, আপনি সেই সিম‌ই ব্যবহার করছেন, কিন্তু নেটওয়ার্ক অন্য কোনো কোম্পানির ব্যবহার করছেন। এটাকেই বলা হয় রোমিং।

উদাহরণ: ↓↓↓
আপনার কোনো বন্ধু মালয়েশিয়া তে থাকে। এখন সে আপনার সাথে দেখা করতে আপনার দেশে/এলাকায়/বাড়িতে আসলো। অথবা আপনি মালয়েশিয়া তে গেলেন, বিষয়টা এক‌ই! আপনি থাকেন বাংলাদেশে, আপনার বন্ধু থাকে মালয়েশিয়াতে।

তো যখন আপনার বন্ধু আপনার কাছে আসবে বা আপনার দেশে/এলাকায়/বাড়িতে আসবে, তখন যদি সে তার ফোনে কাউকে কল করতে চায়, কাউকে এস‌এম‌এস করতে চায়, তো যখন‌ই সে Data On করবে তখন তার ফোনে Signal/Network থাকবে না।

তখন যদি সে তার ফোনে Data Roaming অপশন অন করে তখন কিছু টাকা তার সিম থেকে কেটে নিবে, কিন্তু তখন তার মালয়েশিয়ার সিমে Signal/Network আসতে শুরু করবে।

মানে তার মালয়েশিয়ার সিম যখন আপনার দেশে অন করবে তখন অন্য কোনো নেটওয়ার্ক কানেক্ট হবে‌- যেমন এয়ারটেল, গ্ৰামীনফোন। সিম মালয়েশিয়ার‌ই থাকবে কিন্তু নেটওয়ার্ক অন্য কোনো অপারেটরের হবে যেটা আপনার বর্তমান এলাকা তে সেই সময় থাকবে। এই Process কেই বলা হয় রোমিং।

এবার আসি ডেটা রোমিং এর বিষয়ে।
ডেটা বলতে মনে করুন যে, আপনি আপনার ফোনে কি ব্যবহার করছেন, SMS ব্যবহার করছেন নাকি কল করছেন, নাকি ইন্টারনেট ব্যবহার করছেন! এগুলো হলো ডেটা।

আপনি আপনার ফোনে অন্য কোনো নেটওয়ার্ক অপারেটরের নেটওয়ার্ক বা সিগন্যাল কে ব্যবহার করার মাধ্যমে- SMS, Call, Internet ব্যবহার করাকে বলে Data Roaming.

এটাই ছিলো আজকে টপিক‌। আর ডেটা রোমিং সম্পর্কে অল্প কিছু কথা‌। আশা করছি এখন হয়তো বুঝতে পেরেছেন যে Roaming বা Data Roaming কি ? এটাকে কেন? কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন।


°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?


8 thoughts on "Data Roaming কি? কেন, কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন?"

  1. Avatar photo Rifat Author says:
    Onk din theke janar issa cilo ❤️❤️
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      Oh, asa kori kichuta holeo roaming er bisoy e jenecchen.
  2. Avatar photo Rifat Author says:
    Yes brother… ?
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      ??
  3. Nayeem24 Author says:
    Jokhon amar ghorer vitore Robi sim no service dekhai.tokhon jodi ami data roaming on kori.tahole ki ei process ta kaje dibe
  4. Avatar photo MD FAYSAL Contributor says:
    এসব বিষয়ে অনেক আগে থেকেই জানি
    1. Avatar photo Sohag21 Author Post Creator says:
      O accha.
  5. Avatar photo TrickBD Member Subscriber says:
    আজকে বিষয়টা ক্লিয়ার হলো, ধন্যবাদ ভাই

Leave a Reply