আমরা প্রায় আমাদের মোবাইল ফোনের এফ এন এফ সেট করা নিয়ে ঝামেলায় পড়ি।যেমন ধরুন গ্রামীন ফোন।আজকে আমরা দেখব জিপি বা গ্রামীনফোনে কিভাবে এফ এন এফ করবেন।গ্রামীনফোনে এফ এন এফ এবং সুপার এফ এন এফ ২ ধরনের এফ এন এফ এর সুযোগ রয়েছে।
এফ এন এফ এ্যক্টিভেশনের জন্যঃ
newnumber <space>newnumber<space>newnumber
Example: 017XXXXXXXX 017YYYYYYYY 017ZZZZZZZZ
পরিবর্তন করার জন্যঃ
oldnumber<space>newnumber
Example: 017XXXXXXXX 017NNNNNNNN
দেখার জন্যঃ
FF
সাহায্যের জন্যঃ
Help
সুপার এফ এন এফঃ
আমরা জানি,সুপার এফ এন এফ শুধুমাত্র বন্ধু এবং এক্সপ্লরার প্যাকেজের জন্য।
এ্যক্টিভেশনের জন্যঃ
SF <space>Mobile Number
পরিবর্তন করার জন্যঃ
SFC <space>Old Number<space>New Number
কোথায় পাঠাবেনঃ
[ Post-paid ] | 2800 |
[GP Pre-paid] | 2888 |
[ djuice ] | 2888 |
[BS Pre-paid | 7777 |
[Ekota Pre-paid] | 7777 |
১৫ দিন পর আপনি এফ এন এফ পরিবর্তন করতে পারেন।