এখন প্রতি নতুন রবি সংযোগ এর সাথে আপনি পেতে পারেন দুর্দান্ত ইন্টারনেট। মাত্র ৳৭৯ রিচার্জে পাচ্ছেন ১০ জিবি ফ্রি ইন্টারনেট, সব নম্বরে ( প্রতি ঘণ্টা ) ১ প./ সেকেন্ড এবং ১টি ইন্টারনেট প্যাক কিনলে ১টি ফ্রি।

One thought on "রবিতে মাত্র ৳৭৯ রিচার্জে পাচ্ছেন ১০ জিবি ফ্রি ইন্টারনেট,"

  1. Avatar photo Tamanna Angel Author Post Creator says:
    মন তুই কি, আজ ও বুঝিনী
    সুখ তুই কি, কভু খুঁজিনী
    প্রেম হয় কি, করে জানি না
    রংহীন মন তো মানে না
    তবু ও যে মন, খুঁজে শিহরন
    যদি তোর কাছে পায় সুখ
    তবু ও যে মন, করে বিচরণ
    যদি দেখা পায়, তোর প্রিয় মুখ
    জানা হলো না, ভালবাসা মানে কি
    বুঝা হলো না, সুখ পেতে
    মন জানে কি –?
    শোনা হলো না –!
    কে ডাকে হাত বাড়িয়ে
    দেখা হলো না –!
    কে যে থাকে, পথ দাড়িয়ে —#

Leave a Reply