এটা কোন হ্যাকিং বা অবৈধ পন্থা নয়। কেউবা মনে
করেন যে এটা একটি কৌশল বা চুরি করে ২০ টাকা
নেওয়া হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। এটি একটি
সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র
গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য
প্রযোজ্য। এই অফারের আওতায় একজন গ্রাহক
সর্বোচ্চ একবারে ২০ টাকা ফ্রি নিতে পারবে। আর
ফ্রি ২০ টাকা দিয়ে সে তার নিজের নম্বর কিংবা অন্য
যেকোন জিপি প্রি-পেইড নাম্বারে FlexiLoad
করতে পারবেন। তবে একাধিক MobiCash একাউন্ট
তৈরী করে (ভিন্ন ভিন্ন নাম্বার থেকে) যতবার ইচ্ছা
একই নাম্বারে কিংবা আলাদা নাম্বারে রিচার্জ করা যাবে।
তবে একই নাম্বারে দ্বিতীয়বার বা পরবর্তী বার

রিচার্জের জন্য নুন্যতম ১০ মিনিট অপেক্ষা করতে
হবে। কেননা FlexiLoad এর নিয়ন অনুযায়ীে একই
নাম্বারে দ্বিতীয়বার রিচার্জের জন্য অন্তত ১০
মিনিট দেরি করতে হয়। যাইহোক এবার দেখে নিন
কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন এবং
২০ টাকা রিচার্জ করবেনঃ-

*

*

*

১।প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

২। ফিরতি বার্তার অপশন থেকে Create MobiCash Wallet অপশন বেছে নিতে 1 চাপুন।

৩।আপনার প্রছন্দমত ৪ ডিজিটের পিন নাম্বার দিন ।

৪।আবার ঐ একই পিন নাম্বার দিন ।

৫।কিছুক্ষন পর আপনার মোবাইলে একটা ম্যাসেজ আসবে, Congratulations! Bonus Amaount 20.00 BDT credited your wallet……।

এখন আপনার একাউন্ট থেকে টাকা তোলার পালা,

১। প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#

২। ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।

৩। পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।

৪।এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।

৫। তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড  দিন।  (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)

বিঃ দ্রঃ  সব সিমে হচ্ছেনা, আপনি ট্রাই করে দেখুন, আপনি পান কিনা। আশা করি পাবেন।

কোনো সমস্যা হলে……… কমেন্টে জানাবেন।

ধন্যবাদ।

26 thoughts on "গ্রামীণফোনের MobiCash এ রেজিস্ট্রেশন করে ফ্রী ২০ টাকা ফ্লেক্সিলোড নিন।"

  1. Rafi66 Contributor says:
    কপি করা পোষ্ট

    আমি এই post টা প্রথম করেিছ
    Tipsfo.Tk

  2. Shadhin Author Post Creator says:
    দূর বেটা এতো কষ্ট করে লিখলাম।
  3. Rafi66 Contributor says:
    এই কারনে তোমার id হ্যাক হয়

    কপি করা post

    1. Ft Farhad Subscriber says:
      ঠিক বলছেন। টেকটিউন্সে আছে।
  4. Niloy112 Contributor says:
    kj hoina 5 sim a try korsi
  5. TrickBD Pr says:
    Unkown error dakhale abar try korben..
  6. ridoyidiot Contributor says:
    me paichi….thank you
  7. Rony Boss Contributor says:
    আমি পাইছি ভাই। সামান্য একটু সমস্যা করে। কিন্তু কাজ হয়।
  8. anupamray Contributor says:
    Many many thanks for good advice
  9. rcbiddut Contributor says:
    koto bar lao-a jaba?
    pls ans
  10. Dipto222 Author says:
    maximam koto kata neya jai????
  11. MD SOTON Author says:
    Thanks পাইছি ভাই। একটু সমস্যা হয় পাইতে।
  12. Rasel bolci Contributor says:
    ধন্যবাদ ভাই পাইছি। এভাবে কয়বার নেওয়া যাবে এবং কয় ঘন্টা পর????
  13. TH Rahi Contributor says:
    ধন্যবাদ আমি পাইছি।।।।
  14. TrickBD Pr says:
    1Sim a 1bar e neya jabe…..
  15. Ft Farhad Subscriber says:
    প্রথম প্রকাশঃ
    www. techtune s.c om.bd/mobileo/tune-id/394782
  16. Dipto222 Author says:
    একাউন্ট ওপেন হয়েছে কিন্তু বোনাস এমাউন্টের মেসেজ তো আসেনি।
  17. anandams Subscriber says:
    Ami tin sime try korci create account kono option e ase na…. *777# dial korle sudhu insurance service registration nam e ekta option ase….
    Mone hocce offer bondo hoye gese…
    ar karo jodi hoy plz janaben…
  18. arizul370 Contributor says:
    Ha mone hoy offer to bondho hoye gace. ami kal 3 ta sim e paici but aj amon kono option nai.
  19. Shadhin Author Post Creator says:
    akhon bondho hoye gese
  20. riponmix Contributor says:
    amar sob sim a paici

Leave a Reply