“শুভ সকাল”
আশা করি, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি । বেশি কথা বলব না, চলুন দেখে নেই জিপিতে নতুন সংযোগে কি আফার আছে।
নতুন সংযোগ ক্রয় করে প্রথম রিচার্জেই বোনাস উপভোগ করুন!
নতুন সংযোগ মূল্য হবে ২০০ টাকা।
প্রযোজ্য গ্রাহকগণ: গ্রামীণফোন-এর সকল নতুন প্রি-পেইড (নিশ্চিন্ত), ডিজুস, একতা ১,৩ এবং বিএস ১,৩,৪ (সফল), বন্ধু, জিপিপিপি এবং ভিপি সংযোগ যা ১৯ অক্টোবর বা এর পর চালু হয়েছে।
সিম চালু করলে বোনাস:
- ১৯ অক্টোবর ২০১৫ থেকে নতুন জিপি সিম-এ গ্রাহকগণ ৫ টাকা, ৫০টি জিপি-জিপি বোনাস SMS, ৫০MB বোনাস ইন্টারনেট উপভোগ করতে পারবেন
- প্রি-লোডেড টাকা যেকোনো ক্ষেত্রে ব্যবহারে করা যাবে
- ৫০MB ইন্টারনেট এবং ৫০টি জিপি-জিপি SMS-এর মেয়াদ ৩০ দিন (বোনাস বিতরনের দিন থেকে)
- ফ্রি ইন্টারনেট এবং SMS সিম অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে দেয়া হবে
- ডাটা প্যাকের মেয়াদ ৩০ দিন, মেয়াদ শেষ হবার পর গ্রাহক যদি কোনো ইন্টারনেট প্যাক চালু না করেন তবে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাবে
- প্রি-লোডেড টাকা চেক করতে ডায়াল *566# এবং SMS চেক করতে ডায়াল *566*2#
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
- মেয়াদ শেষ হবার আগে যদি নির্দিষ্ট ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যায় তবে বাড়তি ইন্টারনেট ব্যবহারে গ্রাহককে টাকা ০.০১/10KB হারে চার্জ করা হবে
- ইন্টারনেট অফারটি বন্ধ করতে গ্রাহককে STOP লিখে SMS করতে হবে 5000 নম্বরে (ফ্রি)
প্রথম রিচার্জে বোনাস এবং বিশেষ ট্যারিফ:
- শুধুমাত্র নতুন গ্রাহকগণ (১৯ অক্টোবর থেকে অ্যাক্টিভ সিম) প্রথম রিচার্জে বোনাস এবং লোয়ার ট্যারিফ উপভোগ করতে পারবেন
- গ্রাহক প্রথমবার ১৬ টাকা রিচার্জ করলে ২০ টাকা পাবেন (বোনাস সহ), প্রথমবার ৩৪ টাকা রিচার্জ করলে ৪৫ টাকা পাবেন (বোনাস সহ) এবং প্রথমবার ৫৪ টাকা রিচার্জ করলে ৭৫ টাকা পাবেন (বোনাস সহ)
- বোনাস অ্যামাউন্ট যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে
- স্পেশাল কল রেট শুধুমাত্র ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য
- গ্রাহকগণ প্রথমবার ৩৪ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট দিন রাত ২৪ ঘণ্টা ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
- গ্রাহকগণ প্রথমবার ৫৪ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট দিন রাত ২৪ ঘণ্টা ৬০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
- প্রথম রিচার্জে বোনাস এবং ট্যারিফ একবার প্রযোজ্য হবে। গ্রাহক একবার যেকোনো একটি রিচার্জ পয়েন্ট (১৬ টাকা, ৩৪ টাকা এবং ৫৪ টাকা) নিলে পরবর্তীতে এই অফারটি আবার নিতে পারবেন না এবং অফার চলাকালীন উল্লিখিত অ্যামাউন্টগুলো রিচার্জ তার জন্য বন্ধ থাকবে
- অফার চলাকালীন অন্য জিপি গ্রাহকগণ ১৬ টাকা, ৩৪ টাকা এবং ৫৪ টাকা রিচার্জ পয়েন্ট নিতে পারবেন না
- স্পেশাল ট্যারিফ মেয়াদ শেষ হবার পর গ্রাহকগণ তাদের মেইন প্যাকেজ কল রেট উপভোগ করবেন
- এছাড়া গ্রাহকগণ প্রথমবার ২৯ টাকা রিচার্জে বোনাসের সাথে জিপি-জিপি কলে আধা পয়সা/সেকেন্ড কল রেট এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কল রেট দিন রাত ২৪ ঘণ্টা ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন, ২৯ টাকা রিচার্জ করে এ অফার বার বার নেয়া যাবে
- স্পেশাল ট্যারিফ উপভোগ করলে লোয়ার ট্যারিফ (ডিজুস থেকে ডিজুস লোয়ার রেট, FnF, সুপার FnF, ২৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড লোয়ার ট্যারিফ, নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ, ৭ পয়সা লোয়ার ট্যারিফ এবং মাই জোন গ্রাহকগণ) প্রযোজ্য হবে না
- গ্রাহকগণ স্যাশে অফার, মিনি বান্ডল অথবা যেকোনো ক্রয়কৃত মিনিট যদি তার জন্য প্রযোজ্য হয় তবে সে তা উপভোগ করতে পারবেন
- বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট বা ইমার্জেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে লোয়ার ট্যারিফ প্রযোজ্য নয়
- এই অফার নিলে অন্যকোন কলরেট অফার প্রযোজ্য থাকবে না।
১০০MB প্যাকে ১০০% বোনাস এবং অন্য অফার সমূহ:
- ১০০MB ইন্টারনেট প্যাকে ১০০MB বোনাস (অফার চলাকালীন একবার)
- প্যাকটি অ্যাক্টিভ করতে গ্রাহকগণকে 100MB লিখে 5000 নম্বরে পাঠাতে হবে
- প্যাকেজটির মূল্য ৪৫ টাকা (৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য)
- গ্রাহকগণ ১০০MB বোনাস ইন্টারনেট অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে পাবেন
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *567#
- প্যাকেজটির মেয়াদ ৩০ দিন
- নতুন গ্রাহকগণ ঠিক ২৯ টাকা রিচার্জে ১ মাস ওয়েলকাম টিউন সাথে ১টি টিউন (জিপি টিউন) ফ্রি উপভোগ করতে পারবেন। সংযোগ চালুর ৭২ ঘণ্টার মধ্যে সার্ভিসটি চালু হবে
- ওয়েলকাম টিউন এর ১ মাস শেষ হবার পর গ্রাহকের কনফার্মেশন সাপেক্ষে ওয়েলকাম টিউন সার্ভিসটি নবায়নের ক্ষেত্রে মাসিক ৩০ টাকা/পাক্ষিক ১৫ টাকা/সাপ্তাহিক ৭.৫ টাকা/দৈনিক ১ টাকা প্রযোজ্য হবে
- ওয়েলকাম টিউন ডিঅ্যাক্টিভ করতে STOP লিখে 4000 নম্বরে পাঠিয়ে দিন
- ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
- সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।