যেকোনো অনাকাঙ্ক্ষিত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। যাক এবার কাজের কথায় আসি।

আমরা যারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট ব্যবহারের পর নোটিফিকেশন। তবে আপনি যদি চান তবে খুব সহজেই এ ঝামেলা হতে মুক্ত হতে পারেন।

এ জন্য আপনাকে যা করতে হবে তা হল, আপনার জিপি মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন “STOP E ” আর পাঁঠিয়ে দিন 5544 নম্বরে।

ব্যাস কাজ শেষ। কিছুক্ষণ পর কনফার্মেশন মেসেজ পাবেন যে সার্ভিসটি বন্ধ হয়ে গেছে :) :) :)

 

 

বি.দ্র. : মেসেজটি পাঠানোর পর আপনার End Call Notification (আউটগোয়িং কল করার পর যে নোটিফিকেশন আসে)-ও বন্ধ হয়ে যাবে।

তবে আপনি চাইলে নোটিফিকেশনটি আবার চালু করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে তা হল ;

মেসেজ অপশনে গিয়ে লিখুন “START E ” আর পাঁঠিয়ে দিন 5544 নম্বরে।

 

 

কিছুক্ষণ পর কনফার্মেশন মেসেজ পাবেন যে সার্ভিসটি চালু হয়ে গেছে। :) :)

মেসেজ পাঠানোর জন্য কোন চার্জ প্রযোজ্য নই।।

সম্পূর্ণ

ফ্রি ! ফ্রি ! ফ্রি !

সবাই ভাল থাকবেন,  সাথে থাকুন।। :)

বিশেষ ধন্যবাদঃ   ভাই কে।

[প্রথম প্রকাশিত]

2 thoughts on "গ্রামীনফোনে ইন্টারনেট ব্যবহারের পর বিরক্তির নোটিফিকেশন আসা বন্ধ করুন খুব সহজে।"

  1. raqibnur Author says:
    copyed techtunes.com.bd teke
  2. Shadhin Author Post Creator says:
    সেটা তো আমি বলেই দিয়েছি…যে এটা লিখেছে তার নাম ও দিয়ে দিয়েছে

Leave a Reply