সবাই কেমন আছেন। আশা করি আল্লহর রহমতে
ভাল আছেন। আজ আপনাদেরকে দেব আমার
প্রিয় একজন লেখক হুয়ায়ূন আহমেদ এর লেখা
একটি বই আয়না ঘর।
তাহেরের বিদেশিনী স্ত্রী লিলিয়ান অবাক
হয়ে চারদিকে তাকাচ্ছে। তাহের বলল,
লিলি!এই দেখ এই ঘরটার নাম আয়নাঘর।
জানালাবিহীন ছোট্ট একটা কামরা, যার
আমার পূর্বপুরুষদের রূপবতী তরুণী বধূরা দরজা
বন্ধ করে এই ঘরে সাজ করতো।
‘যারা রূপবতী নয় তারা কি করতো?’
‘আমি কথার কথা বললাম! যারা রূপবতী নয়
তারাও নিশ্চয়ই যেত।’
’ঘরটাতো অন্ধকার। জানালা নেই। দরজা বন্ধ
করলে আলো আসবে না।’
‘এই ঘরে ঢুকতে হোত প্রদীপ নিয়ে। চারদিকে
আয়ানাতো প্রদীপ জ্বাললেই অন্যরকম
এফেক্ট হয়। তুমি মোমবাতী জ্বালাও, দেখ
কেমন লাগে।’
‘তুমি অন্যঘরে যাও। আমি একা একা
মোমবাতী জ্বালাব।’
তাহের চলে গেল। লিলিয়ান দরজা বন্ধ করে,
মোমবাতী জ্বারাল। সঙ্গে সঙ্গে ঘরটা যে
ভেতর থেকে কে যেন তাকে দেখছে। অবাক
হয়ে দেখেছে!
Chrome বা default browser দিয়ে download করবেন।
আশা করি নির্ভয়ে বইটি পড়বেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন। এই কামনায় আজকের পোস্ট টি শেষ করলাম।
TrickBD তে Author হতে গেলে কি করতে হয়।
কত দিন লাগে।
জানালে উপকৃত হতাম।
TrickBD তে Author হতে গেলে কি করতে হয়?
কত দিন লাগে?
জানালে উপকৃত হতাম।