আল্লাহু আকবার


আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। ট্রিকবিডিতে অনেকদিন ধরে দেখছি ট্রেইনার ভাইয়েরা হুমায়ূন আহমেদ স্যারের একটা-দুইটা বই নিয়ে পোস্ট করছেন। তাই আমি ভাবলাম গুগল মামা তো অনেককিছু পারে। তাহলে নিশ্চয়ই হুমায়ূন আহমেদ স্যারের সকল বই একসাথে ডাউনলোড করার কোনো উপায়ও বলে দিতে পারবে। যা ভাবা তাই কাজ। অনেক খুঁজাখুঁজি করে পেয়ে গেলাম স্যারের সকল বই একসাথে একটা Rar ফাইলে। ব্যাস ডাউনলোড করে নিলাম যদিও সাইজ একটু বেশি মাত্র ১.৭ জিবি। তো চলুন শুরু করা যাক।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর
তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার মোহনগঞ্জে তাঁর মাতামহের(নানাবাড়ি) বাড়িতে জন্মগ্রহণ করেন। যদিও তাঁর পাসপোর্ট এবং সার্টিফিকেটে লেখা ১০ এপ্রিল ১৯৫০ সাল, কেন এই ভুল এটা তিঁনি নিজেও জানেন মা। তাঁর পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। বাবা-মা দু’জনই লেখালেখি করতেন।

হুমায়ূন আহমেদ বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি পরে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই বিজ্ঞানে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে
অধ্যয়ন করেন এবং প্রথম শ্রেণীতে বিএসসি (সম্মান) ও

এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে তিনি মার্কিন
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি
থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি
লাভ করেন।

হুমায়ূন আহমেদ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালে তিঁনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়ায় একসময় তিনি
অধ্যাপনা ছেড়ে দেন৷ শিক্ষক হিসেবে ছাত্র-
ছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই
অধ্যাপক৷ ২০১১-এর সেপ্টেম্বের মাসে সিঙ্গাপুরে ডাক্তারী চিকিৎসার সময় তাঁর দেহে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে। মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই-এ স্থানীয় সময় ১১:২০ মিনিটে নিউ ইয়র্কের বেলেভ্যু হসপিটালে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। তাঁকে নুহাশ পল্লীতে দাফন করা হয়।

অনেক কথা হল এবার ডাউনলোড করুন নিচের লিংক থেকে
হুমায়ূন আহমেদ স্যারের সকল বই একটি ফাইলে ১.৭ জিবি

বিঃদ্রঃ অনেকে ভাবতে পারেন হুমায়ূন আহমেদ স্যারের বইয়ের লিংক দিতে গিয়ে কেন এত কথা বললাম! একটাই কারণ- তিঁনি একজন শিক্ষক। এবং একজন সনামধন্য ব্যক্তিত্ব। তাই তাঁর সম্মানার্থে দু’টো কথা বলতেই হয়। অনেক ভাই আছেন যারা তাঁকে শুধু হুমায়ূন আহমেদ বলে সম্বোধন করে, এটা করবেন না ভাই। একজন শিক্ষককে সম্মান দিতে শিখুন।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহ্‌র ওয়াস্তে মাফ করে দেবেন।

আল্লাহ হাফেজ

13 thoughts on "[Mega Post] বই পাগল এবং হুমায়ূন আহমেদ স্যারের ভক্তরা কোথায়? নিয়ে নিন হুমায়ূন আহমেদ স্যারের সকল বই একটি ফাইলে"

  1. Ferdous Ahmed Author says:
    এইসব বিষয় নিয়ে পোস্ট করতে মানা করার পরও কেন করছেন।এটা কোন ট্রিক হলো।ট্রিকবিডি হচ্ছে ট্রিক সেয়ার করার জায়গা।
    1. Anik Contributor Post Creator says:
      কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনার কথার উত্তর আমার দেওয়া লাগে নাই rootedboyadib দিয়ে দিসে। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে একজন contributor এর যে জ্ঞান আছে author হয়ে আপনার তা নেই।
  2. rootedboyadib Contributor says:
    অসাধারণ পোষ্ট ভাই। আর ফেরদৌস শুন,তুই হয়তো trickbd তে PDF book catagory টা দেখসনি তাই খারাপ কমেন্ট করছিস।
    1. Trickbd Support Moderator says:
      রিভিউ ছাড়া সরাসরি বই শেয়ার করা যাবেনা।
      এভাবে শুধু ডাউনলোড লিংক দিলে সারাজীবনেও শেষ করা যাবেনা।
      https://trickbd.com/apps-review/299195
      এই পোষ্টটির মত হলে মন্দ হয়না।
      এখানে অনেকগুলো ডাউনলোড সাইট দিয়েছেন লেখক।
      হয়তো আপনার উপকারে আসবে।
    2. Anik Contributor Post Creator says:
      এভাবে শুধু ডাউনলোড লিংক দিলে সারাজীবনেও শেষ করা যাবেনা। এই কথাটা ঠিক বুঝলাম না ভাই।
    3. Anik Contributor Post Creator says:
      ভাই ট্রেইনাররা হুমায়ূন আহমেদ স্যারের দুই-একটা বইয়ের বিশেষ করে হিমু সিরিজের বই নিয়ে পোস্ট করেছেন। তাই আমি ভাবলাম স্যারের সকল বইয়ের কালেকশন একসাথে পাওয়া যাবে এমন কিছু শেয়ার করি যেন নানা ওয়েবসাইট ঘাটাঘাটি না করা লাগে। আমার এটাই উদ্দেশ্য ছিল ভাই। আপনি ঠিকই বলেছেন রিভিউ দেওয়া তো সম্ভব না
    4. Trickbd Support Moderator says:
      গুগলসার্চ করলেই পিডিএফ লিংক পাওয়া যায়।
      তাই এরকম শুধু ডাউনলোড লিংক দিয়ে পোষ্ট করতে নিষেধ করেছি।
      কোটি কোটি বইয়ের মধ্য থেকে প্রতিদিন দুয়েকটা করে লিংক দিয়ে তো আর শেষ করা যাবেনা।
      আর এভাবে ডাউনলোড লিংক দিয়ে কোনো লাভ ও নেই।
      বই পড়ার জন্য আগ্রহ সৃষ্টি হবেনা।
      রিভিউ দিলে পড়ার আগ্রহ সৃষ্টি হবে।
      তখন ডাউনলোড লিংক দিলে লাভ আছে।
    5. Anik Contributor Post Creator says:
      বুঝেছি ভাই।
    6. Anik Contributor Post Creator says:
      কমেন্ট এবং আমার হয়ে প্রতিবাদ করার জন্য ধন্যবাদ ভাই।
  3. Muzzammil Hossain Author says:
    Hmm…Kajer posT vai..Tbe Size Ta onk beshi e hye gelO.Tnx for share.
    1. Anik Contributor Post Creator says:
      ঠিকই বলেছেন ভাই। কিন্তু কিছু করার নাই। সকল বই তো এজন্য সাইজ এত বেশি
  4. MD Sayan Khan Author says:
    হিমু ও মিসির আলীর বইয়ের Pdf Downlald Link দেন
    1. Anik Contributor Post Creator says:
      হিমু সমগ্র https://userscloud.com/qt5qrquahb1q
      মিসির আলী সমগ্র https://userscloud.com/mensveicbijl
      Password: doridro.com or doridro.net

Leave a Reply