আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভাল আছেন।

যারা ইংরেজি ভাষা শিখতে অনেক আগ্রহী তাদের জন্য আজকের এই পোস্ট।

আমাদের অনেকেরই ইংরেজি ভাষা শিখার ইচ্ছা থাকে। কিন্তু ক’জন শিখতে পারি বলুন। শিখতে না পারার কারণ গুলো হচ্ছে আমরা ভালোভাবে চর্চা করি না। এবং ইংরেজির প্রতি তেমন একটা সময় দিতে পারি না।

আজকে আমি আপনাদের সাথে যে পি ডি এফ বইটি শেয়ার করছি। এই বই ৫০০ টির মতো গুরুত্বপূর্ণ অনুবাদ দেওয়া আছে। যে অনুবাদ গুলোর কিছু অংশ যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ইংরেজী আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে।

সব থেকে ভালো কথা, এখানে যে অনুবাদগুলো দিয়েছে সেগুলো আমরা প্রায় সময় কথার মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারছেন এ অনুবাদগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

নিচে পিডিএফ ফাইলকে কিছু স্ক্রীনশট দেওয়া হলো। স্ক্রীনশট গুলো দেখলে আপনি আরো এই ফাইল সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।

প্রথম স্ক্রিনশট


দ্বিতীয় স্ক্রিনশট

তৃতীয় স্ক্রীনশট

চতুর্থ স্ক্রিনশট দেখুন

সরাসরি গুগল ড্রাইভ থেকে ফাইল টি ডাউনলোড করুন।

আশা করি আপনারা পোষ্টে সম্পন্ন বুঝতে পারছেন।

আপনাদের কথা ভেবেই আজকে আমার এই পোস্ট করা। তাই পোস্টটি কেমন লাগলো এবং পিডিএফ ফাইলটি কেমন আমাকে কমেন্ট করে জানাবেন।
ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

বিশেষ দ্রষ্টব্য: বইটি ইন্টারনেট থেকে সংগ্রহকৃত। তানভীর নামের এক ব্যক্তি এ বইটি তৈরি করেছে। সম্পূর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। কিন্তু ইংরেজি শেখার জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের। তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ফাইলটি ডাউনলোড করলে তারা ভিতরে গেলে তার পরিচয় পেয়ে যাবে।

নতুন নতুন এমাজিং ভিডিও পেতে চেনেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।

27 thoughts on "সব থেকে বেশি ব্যবহৃত ৫০০ টি ইংরেজি অনুবাদ। যে কথাগুলো আমরা প্রায় সময় বলে থাকি। যারা ইংরেজি ভাষা শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পি ডি এফ বই। (সাইজ মাত্র ৩ এমবি)"

  1. Mehedi Hasan Ariyan Subscriber says:
    ভালো পোষ্ট। কাজে লাগবে।
    1. Gangster Contributor Post Creator says:
      Thank you brother..
  2. Gangster Contributor Post Creator says:
    Post ti porar jonno.
  3. Skp2 Contributor says:
    The earth is round-কেন indefinite Tense ,বলো তো বাবু।
    1. Gangster Contributor Post Creator says:
      এই যে ভাইয়া, আমি আপনার প্রাইভেটমাস্টার না। যেটা বলবেন আমি সেটাই করে দিব। সব থেকে ভাল হয় বইটি ডাউনলোড করুন এবং নিজেই নিজেই শিখন। আমি এর আগেও একটি পোস্ট করেছি আমার প্রোফাইল থেকে দেখে নিবেন। তাহলে মনে হয় এভাবে question করার করা দরকার পড়বে না।
    2. Gangster Contributor Post Creator says:
      এটা পাবলিক প্লেস আপনি আমাকে বাবু, তুমি, বলতে পারেন না।বা আমি আপনার পরিচিত কেউ না। যেযে আপনি আমার সাথে এভাবে উল্টা-পাল্টা কথা বলবেন। সো বি কেয়ারফুল ম‍্যান।??
    3. Skp2 Contributor says:
      ???বাবু ,উল্টা-পাল্টা কথা!!!!!
    4. Skp2 Contributor says:
      Tense কোনোদিন Words দেখে শেখা যায়???

      আমি যেটার প্রশ্ন করেছি সেটার উত্তর দেও,,

      The earth is round–কেনো present indefinite tense হলো ,Present Continuous না হয়ে!!
      নিজে কতোটুকু বোঝো??অন্যকে শেখাতে নিজেকে তো একটু জানতে হবে??

    5. Gangster Contributor Post Creator says:
      Ja janar apni janen…. Apni hoilen so janta.??????
    1. Gangster Contributor Post Creator says:
      ??
    1. Gangster Contributor Post Creator says:
      যা দেওয়ার দিয়েছি। আমার মনে হয়না আরো বিস্তারিত দেয়া দরকার ছিল। তথ্যবহুল কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
  4. Sabbir Hossain Author says:
    এগুলো যে তানভীর ভাইয়ের বই তা কোথায়ও লিখেছেন। তিনি অনেক কষ্ট করে বই গুলো তৈরি অথবা সংগ্রহ করেছেন, একটা ক্রেডিটতো তার প্রাপ্য।
    1. Gangster Contributor Post Creator says:
      সুন্দর কথা ভাইয়া, আসলে তিনি তার প্রাপ্য। কিন্তু আমিতো তার বইটি ইডিট করে নিজের ক্রেডিট বসেনি। যারা পিডিএফটি পড়বে তারা সবাই তাকে পাবে। এর পরও দেখুন পোস্টটি আপডেট করেছি।
    1. Gangster Contributor Post Creator says:
      Tnx
  5. Absiddik8815 Contributor says:
    onk valo laglo bro
    1. Gangster Contributor Post Creator says:
      Oh tnx brother
  6. Md. Alamin Author says:
    এই ভাবে ইংলিশ শিখা যাবে না
    1. Gangster Contributor Post Creator says:
      ঠিক কথা বলছেন।
  7. Bdnk Contributor says:
    একদম সম্পুর্ন সার্চ ইংলিশ গ্রুপের যাবতীয় এরকম গুরুত্বপুর্ন পোস্ট পাবেন এখানে http://learnenglishstore.blogspot.com/2018/04/blog-post.html
  8. Azizur Rahman Contributor says:
    dharun…
    ????

Leave a Reply