আসসালামু আলাইকুম।

আজকে রিভিউ লিখতে বসলাম একটা ব্লগস্পট /ব্লগার শেখার পিডিএফ বই নিয়ে।

যারা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরী করবেন ভাবছেন, কিন্তু কিছুই পারেন না, তাদের জন্য এই বইটি ।

এই বইতে যা যা আছেঃ

কিভাবে একটা ব্লগার সাইট নতুন খুলবেন স্কিনসটসহ দেওয়া আছে স্টেপ বা স্টেপ।

কিভাবে পোস্ট করবেন, স্কিনসটসহ দেওয়া আছে ।
তবে উনি বইটিতে কিভাবে ক্যাটেগরি তৈরি করবেন তা দেখান নি।
আপনি যদি ক্যাটাগরি তৈরি না করতে পারেন জানাবেন, স্কিনসট সহ দেখিয়ে দিবো।

কিভাবে ডেস্কটপ ভার্সনে রাখবেন, স্কিনসটসহ দেওয়া আছে।

কিভাবে টেমপ্লেট ইনস্টল করবেন, স্কিনসটসহ দেওয়া আছে।

কিভাবে গ্যাজেট যুক্ত করবেন, স্কিনসটসহ দেওয়া আছে।

এবং সেটিংশের বিভিন্ন কাজগুলি, স্কিনসটসহ দেখানো আছে।
বইটির কিছু স্কিনসট দেখুন




বইটি নতুনদের জন্য একটি হেল্পফুল বই হবে ।
বইটি সাইজঃ ৩মেগাবাইট প্রায়।
বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ২৪ টি।
বইটির ডাউনলোড করুন
Esho Blogging Sikhi Pdf Book


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

10 thoughts on "ব্লগস্পটের এ টু জেট শেখার জন্য (এসো ব্লগার শিখি) পিডিএফ বইটি পড়ুন"

  1. ভাই ক্যাটেগরি তৈরির জন্য স্ক্রিনশট দিয়ে দিন আপনি এই পোস্টেই
  2. আর হ্যা।

    যেটা নিয়েই রিভিউ পোস্ট করেন না কেন?

    সেটার স্ক্রিনশট দিবেন কম করে হলেও ৩ টা।

  3. S M Amir Hamja Contributor says:
    ভাইয়া আপনার ফেসবুক আইডি লিং টা দেওয়া যাবে?
  4. আপনাকে অনেক ধন্যবাদ ভাই
  5. All Razik Subscriber says:
    good bro,,,,,letest all sim offer visit now:https://www.httpsletestallsimoffer.xyz/
  6. Sajib Deb Contributor says:
    please visit my site… to know about tips and tricks…Click here
  7. Sajib Deb Contributor says:
    ei book ta to MD Faruk khan vai er…

Leave a Reply