ইথিক্যাল হ্যাকিং শেখার বাংলা পিডিএফ বই ইন্টারনেটে তেমন পাওয়া যায়না, অনেক খোঁজাখুঁজির পরে কিছু পিডিএফ পেয়েছি বাংলা ভাষায় ; তার মধ্যে থেকে সেরা ৭ টি বই শেয়ার করলাম।
তবে পোস্টের শুরুতেই বলে নেই, বইগুলো সবই পুরনো (ভালো না লাগলে দয়াকরে স্কিপ করুন পোস্ট টি)



১। মাইন্ড হ্যাকার পিডিএফ বই



Mind Hacker pdf > মাইন্ড হ্যাকার বই রিভিউঃ



মাইন্ড মানে মন আর হ্যাকিং মানে চুরি অর্থাৎ কারো অজান্তে তার মন নিজের করে স্বার্থসিদ্ধিই হলো মাইন্ড হ্যাকিং।

চুরি করা যে খারাপ কাজ তা সকলেই জানেন।
কারো মন চুরি করা বা মোহর চুরি করা উভয়ই খারাপ কাজ।
তাই কেউ মাইন্ড হ্যাকিংয়ের এ টেকনিকগুলো খারাপ কাজে ব্যবহার করবেননা।
(এটা উপদেশ নয় বরং কড়াজোড় অনুরোধ রইলো) 

শুধুমাত্র নিজের বিশেষ প্রয়োজনে ইথিক্যাল উদ্দেশ্যে, যখন আপনার কাছে এছাড়া কোনো পথ থাকবেনা তখনই শুধু এ টেকনিক প্রয়োগ করবেন।
মন জিনিসটা আদতে শরীরের কোথায় অবস্থান তা এখনো অজানা।

তবে আমরা ধারনা করি যে, মানু‌ষের ব্রেইন বা মস্তিস্কের বিভিন্ন কার্যকলাপই আসলে মানসিক উদ্দিপনা যেমনঃ মন খারাপ হওয়া, মন প্রফুল্ল থাকা, অভিমান করা, ভালবাসা ইত্যদির কারন।
সুতরাং মাইন্ড হ্যাকিং কথাটিকে ব্রেইন হ্যাকিং ও বলা যায় ।

যেহুতু আপনি আপনার নিজ ব্রেইন দ্বারা অন্যর ব্রেইনকে কন্ট্রোল করবেন, তাই অবশ্যই অবশ্যই একটু হলেও ব্রিলিয়ান্ট হতে হবে।

কেননা আপনার ব্রেইনই একমাত্র বড় হ্যাকিং গ্যাজেট।
(Mind hacker)মাইন্ড হ্যাকার বইটিতে ২২ টি অধ্যায় রয়েছে।
প্রতিটি অধ্যায়ের লেখা গুলো খুবই চমৎকার।

লেখক সম্পর্কেঃ 
মাইন্ড হ্যাকার বইটি লিখেছেন, Nishan Ahmed Neon > নিশান আহমেদ নিয়ন।



নিশান কে? কি তার পরিচয়?
আজও চেনা হয়নি, জানা হয়নি।
তার প্রতিটি আর্টিকেলই চমৎকার ছিলো, তার লেখার হাত এতো সুন্দর ছিলো যা বলে বোঝানো যাবেনা।
আপনি এ বইটি পড়লেই বুঝতে পারবেন, নিশান আহমেদ নিয়নের লেখনি যে কতোটা সুন্দর।

নিয়ন ভাই ও তার ফ্যামিলির সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ?
এবং আল্লাহ তায়ালা নিশান আহমেদ নিয়ন ভাইকে নেক হায়াত দান করুক।
আমার দেখা শ্রেষ্ঠ লেখক হলো নিয়ন ভাই ।


download


২। হ্যাকোলজি pdf


Hackology: হ্যাকিং বিশাল একটা ব্যপার, খুবই শক্ত একটা কাজ।



ইথ্যিকাল হ্যাকিং বলুন আর যে হ্যাকিং ই বলুননা কেনো আপনাকে কেউ এ টু জেড হাতে কলমে শিখাবে না।
আপনাকে শুধুমাত্র একটু টাইটেল টা ধরিয়ে দিবে।
বা বেসিক একটু শিখাবে কিন্তু আপনাকে প্রত্যেক টি বিষয় খুটিয়ে খুটিয়ে শিখতে হবে।

একটি বই পড়েই ইথিক্যাল হ্যাকিং শিখে ফেলবেন এমন ভাবা বোকামী।
একটি বই পড়ে কেউ কখনো এই হ্যাকিং বিশাল জগতের এক কেনিও শিখতে পারবেনা।

হ্যাকোলজি বই রিভিউঃ 

হ্যাকোলজি বইটি ইথিক্যাল  হ্যাকিং শেখার জন্য আমার দেখা শ্রেষ্ঠ একটি বই।
বইটিতে ৯ টি অধ্যায় রয়েছে।
বইটিতে খুবই মূল্যবান বিষয়গুলো সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছেন।

আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে বইটি পড়তে পারেন, ভালো লাগার মতো একটি বই। 

download


৩। innominate hacktivism bangla pdf


পিডিএফ বইটিতে লেখক রাজিব হাসান ভাই খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে শিখিয়েছন ইথ্যিক্যাল হ্যাকিং।

বইটি খুব বড় নয় তবে, একেবারে ছোট ও নয়।
বইটিতে প্রায় ৯০ টি পৃষ্ঠা রয়েছে।
আমি এখন প্রযন্ত ইথিক্যাল হ্যাকিং শেখার এমন কোনো পিডিএফ বই দেখি নাই যে বইয়ে, স্কিনসট দিয়ে দিয়ে সুন্দর করে টিউন লেখার মতো করে বুঝিয়ে দিয়ে শেখায়।

ইথিক্যাল হ্যাকিং বলুন আর যা ই বলুন না কেনো কোনো বইতেই এভাবে হাতে ধরে ধরে বুঝিয়ে শেখাবে না।
তাই এ বইটিকে সেরা বই বলা যায়, ইথিক্যাল হ্যাকিং শেখার।

innominate hacktivism বইটি নতুনদের জন্য খুবই উপকারী একটি বই, নতুনরা এ বইটি পড়লে তাড়াতাড়ি শিখতে পারবে, তাদের কোনোকিছু বুঝতে অসুবিধা হবেনা।
download


৪। হ্যাক ইউর সিস্টেম Pdf


হ্যাক ইউর সিস্টেম বই রিভিউঃ 

বইটি অন্যান্য ইথিক্যাল পিডিএফ বই থেকে সম্পুর্নই আলাদা একটি বই।
অন্যান্য সব বইয়ে যেমন বেসিক এবং সংক্ষিপ্ত আলোচনা করেছে কিন্তু হ্যাক ইউর সিস্টেম বইটিতে লেখক অনেক সুন্দর লিখেছেন।
প্রতিটা টপিক বা বিষয় গল্পের মতো সুন্দর করে সহজ ভাষায় লিখেছেন।

যারা নতুন তাদের জন্য হ্যাক ইউর সিস্টেম বইটি অনেক দরকারী, তাদের বুঝতে অনেক সহজ হবে।
বইটিতে পৃষ্ঠা সংখ্যা কম।
আরো পৃষ্ঠা থাকলে ভালো হতো।

download


৫। বেসিক হ্যাকিং pdf


বেসিক হ্যাকিং পিডিএফ বইটিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছেন বইয়ের লেখক।
বইটি পৃষ্ঠার দিক থেকে বড় না হলেও বইয়ের প্রতিটা লেখার মূল্যে অনেক।

Basic hacking pdf বইটি সবার পড়া উচিৎ, কেনো সবার পড়া উচিৎ তা একটু পড়েই জানতে পারবেন।
আমি এ বইটি নিয়ে যেহুতু দুইলাইন আপনাদের জন্য লিখে তারপরে পোস্ট টি পাবলিশ করবো তাই বেসিক হ্যাকিং পিডিএফ  বইটি খুললাম।

এরপরে প্রথমে দেখি আসলেই অনেক বেসিক আলোচনা এরপরে আর কয়েকটি পৃষ্ঠায় যাওয়ার পরে দেখি, আয়হায় এতো চমৎকার বই।
বইটিতে কি কি নিয়ে আলোচনা করেছেন লেখক তার কয়েকটি একটু লেখার চেষ্টা করি …………

১।   হ্যাকিং কি?
২। হ্যাকার কাকে বলে?
৩। হ্যাকিং থেকে বাচার উপায়?
৪।ফেসবুক হ্যাকিং থেকে বাচার উপায়?
৫। ইমেইল হ্যাকিং থেকে বাচার উপায়?
৬। ওয়েবসাইট হ্যাকিং থেকে বাচার উপায়?
৭। ফিশিং কি?
ইত্যাদি ইত্যাদি।

নিজেকে হ্যাকারদের থেকে রক্ষা করতে আপনাকে মোটামুটি হ্যাকিং সম্পর্কে ধারনা রাখতে হবে।
নাহলে আপনি অনলাইন লাইফে অনেক সমস্যায় পড়তে পারেন।
এজন্যই মুলত ইথিক্যাল হ্যাকিং ক্যাটেগরির পিডিএফ বই পাবলিশ করি ইন্টারনেট থেকে সংগ্রহ করে।
এছাড়া আর কিছু নয়। 

download


৬। হ্যাকিং জগৎ pdf


Hacking jogot    pdf > হ্যাকিং জগৎ পর্ব ১ pdf বইটির রিভিউঃ 

হ্যাকিং শব্দটি একটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ হলো চুরি।
হোক মোন চুরি কিছু গহনা চুরি কিংবা কোরো কম্পিউটারের ফাইল চুরি সবই দন্ডনীয় অপরাধ।
তবুও কেন শিখবেন হ্যাকিং?
আমার কাছে মনে হয়, প্রত্যেকটি লোকেরই হ্যাকিং শেখা উচিৎ।
হ্যাকিং শিখলেই আপনি যে খারাপ কাজে ব্যবহার করবেন এমনটা নয়।

আপনি তো হাটতে জানেন, মারতে জানেন!
কজনকে হেটে গিয়ে পিটাইছেন বা তার সাথে আপনাআপনি মার দিয়েছেন?
একজনকেও না তাইতো?
কারন আপনি জানেন গায়ে জোর থাকলেই বা কিছু করতে পারলেই সেটা করা উচিৎ নয়।

আপনার মধ্যে একটা বিবেক আছে তাই আপনি চাইলেই যা কিছু করেননা।
তেমনই আপনি যদি হ্যাকিং শিখেন তাহলে যে অন্যর ক্ষতি করবেন এমনটা নয়।
নিজের আত্বরক্ষার জন্য ও তো ব্যবহার করতে পারেন।

হ্যাকিং জগত ১ম পর্ব বইটি পড়ে আপনি আহামরি সব শিখে যাবেননা।
আপনি বইটিতে বেসিক হ্যাকিং নলেজ গুলো শিখতে পারবেন। 

download


৭। বাংলা হ্যাকিং টিউটোরিয়াল pdf

বাংলা হ্যাকিং টিউটোরিয়াল (Bangla Hacking tutorial pdf book)  পিডিএফ বইটিতে হ্যাকিংয়ের বেসিক জিনিস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

এই বইটির দুটি নাম হলোঃ
১। বাংলা হ্যাকিং টিউটোরিয়াল বই 
২। বেসিক হ্যাকিং বই 

আমি টাইটেলে দুটি নামই ব্যবহার করেছি, অনেকেই আবার বলতে পারেন যে, বেসিক হ্যাকিং পিডিএফ টি কোথায় ? পেলামতো বাংলা হ্যাকিং টিউটোরিয়াল পিডিএফ টি।
তাই বলে রাখলাম যে, এই বইটিরই দুটি নাম।
বইটিতে ৮ টি অধ্যায় রয়েছে আর ৭১ টি পৃষ্ঠা।

কেনো পড়বেন ইথিক্যাল হ্যাকিং পিডিএফ বইটি?

কারন নিজেকে সুরক্ষার জন্য।
আপনি যদি হ্যাকিং সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে আপনি হ্যাকারদের দ্বারা অনেক ক্ষতি হতে পারে।
আমার নিজেরই, ৫ -৭ বছর আগে একটা ফেসবুক একাউন্ট নিয়ে গেছে হ্যাকাররা।

এবং আমার কাছে টাকা দাবি করেছিলো, তাহলেই ফিরিয়ে দিবে।
তখন কিছু না জানার কারনেই আমার একাউন্ট টি হারাতে হয়েছিলো।
এই বইটি পড়ে আপনি অনেক ভালো আইডিয়া পাবেন ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে।

download

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

13 thoughts on "বাংলা ভাষায় – ইথিক্যাল হ্যাকিং শেখার সেরা ৭ টি pdf বই"

  1. Zed Contributor says:
    ভালো পোস্ট, ভালো বই, আর আপনার ওয়েবসাইটটাও ভালো। অনেক দরকারি বই আছে।
    >
    একটা প্রশ্নঃ
    নিশান ভাইয়ের বইটা কি উনি নিজে লিখেছেন নাকি আপনি ওনার পোস্ট থেকে সংকলন করে pdf বানিয়েছেন?
    1. স্বপ্ন Author Post Creator says:
      উনি নিজে লিখেছেন, বইটি ট্রিকবিডিতে উনিই প্রথম প্রকাশ করেছিলেন।
      ধন্যবাদ ভাই ।
    2. A M Contributor says:
      নিজেই লিখেছিলেন তারপন নিজেই সেয়ার করছিলেন 🙂
  2. A M Contributor says:
    gd post 🙂
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  3. >>>MAIDUL<<< Contributor says:
    এরকম বই গুলোই অনেকদিন থেকে খুজতেছিলাম, পাই নি। আপনার মাধ্যমে পেলাম। ধন্যবাদ আপনাকে, আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর পিডিএফ বই নিয়ে পোষ্ট করবেন।
    1. স্বপ্ন Author Post Creator says:
      ইনশাআল্লাহ ভাই ।
      ধন্যবাদ ?
  4. Md Jion Contributor says:
    Vai Akon to Ramjan mas tai parlle namaj shikkar amon kono boi j boi e namzer protiti jinis ullekh ache, sob dhoroner namezer niyom ache thakle share korben. Tahole onekei hoyoto upokrito hobe.amio tader ee ekjon dhore nin…
    1. Sa G Or Contributor says:
      লেখক: ড. মুহাম্মাদ সাদুল্লাহ আল-গালিব
      https://drive.google.com/file/d/13FVFj4Igbt7VjxyVCEuMQcuAmZRjb03X/view?usp=drivesdk

      লেখক: ড. মুযাফফর বিন মুহসিন
      https://drive.google.com/file/d/13Cykhh9UVoPGyeusK1_flCwaxE_fW4et/view?usp=drivesdk

  5. Md Jion Contributor says:
    Link doesn’t work
    1. Sa G Or Contributor says:
      বই: ছালাতুর রাসূল (ছাঃ)
      লেখক: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
      https://drive.google.com/file/d/13FVFj4Igbt7VjxyVCEuMQcuAmZRjb03X/view?usp=drivesdk

      বই: জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ ( ছাঃ)-এর ছালাত
      লেখক: মুযাফফর বিন মুহসিন
      https://drive.google.com/file/d/13Cykhh9UVoPGyeusK1_flCwaxE_fW4et/view?usp=drivesdk

      link update করা হয়েছে,,, ইং-শা-আল্লাহ।।। এই link কাজ করবে।
      ধন্যবাদ

  6. Abdus Sobhan Author says:
    post e download link deoya trickbdr niyom vai

Leave a Reply