হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দারুন একটা দারুন রোমান্টিক বইএর সাথে পরিচয় করিয়ে দেব। বইটার নাম হাফ গার্লফ্রেন্ড।
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আজকে আমি আপনাদেরকে দারুণ একটা বই সম্পর্কে বলব l রোমান্টিক বইগুলোর মধ্যে এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে l আমার প্রিয় বইয়ের মধ্যে এইটা একটা l
book name: Half girlfriend
writer: Chetan vagat
personal rating: 9.9/10
বইটা দারুণ, প্রথমত হয়তো মনে হবে বইয়ের শেষ পরিণতি আপনি জানেন, বা হয়তো happy ending হবে না l কিন্তু আপনার ধারণা ভূল । আসলেই cheton vogot এর বেস্ট বইগুলোর মধ্যে এইটা একটা l এইটা একটা সাধারণ ছেলে আর একটি অসাধারণ মেয়ের প্রেমের গল্প l দুইজনই একই সাথে পড়তো, এবং কলেজে তাদের প্রথম পরিচয় হয় l তাদের দুইজনই ভালো busket ball খেলত l তাই তাদের বন্ধুত্ব আরো বড়ো হয়, এবং ছেলেটি প্রথম দেখায় প্রেমে পড়ে যায় l মাধ্বের একটা বড় ভূলের জন্য তাদের সম্পর্কটা ভেঙে যায় l তারপরেই শুরু হয় কাহিনী l
বইয়ের মাঝামাঝি sad fillings থাকায় বইটি আমার কাছে আরো আকর্ষণীয় হয়েছে । প্রেমিক প্রেমিকা 2 জনের ই কিছু ভূল কাজের জন্যে সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু অসীম ভালোবাসার টানে তারা আবার মিলিত হয় । বইটা অনুবাদ করা হলেও অনেক সুন্দর l আসলেই লেখক অনেক ভালো একটি কাহিনী ফুটিয়ে তুলেছেনl রিয়া এবং মাধব নামের 2 জনের ভালোবাসা দিয়েই এই কাহিনী l গল্পের খুব ভালো বিষয়টা হলো, romantic ভালোবাসার কাহিনী আর বাস্তব জীবনটাকে অনেক ভালোভাবে মিলিয়েছেন লেখক l আমার কাছে খুব ভালো লেগেছে বইটি l ♥ বইটার উপর একটা মুভিও আছে l যদিও আমার কাছে সেটা ভালো লাগেনি l বইয়ের মজা মুভিতে আমি পাই না, পাবার চেষ্টাও করি না l
আর রোমান্টিক বইগুলা সাধারনত ১৮+ হয়। তাই নিজ দায়িত্বে পড়বেন।
যাই হোক, আশা করি সবাই বইটা পড়বেন l আমি নিচে link দিয়ে দিচ্ছি, আপনারা download করে নিন l
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে এবং আপনার বিসিএস প্রস্তুতিকে আরো শক্ত করে তুলতে ফেসবুকে আমাদের গ্রুপে জয়েন করুণ।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
janben e ba kmne? post to ektaw করেননি