সবার জন্য Vocabulary pdf : free download লেখকঃ মুনজেরিন শহীদ । মুখস্থ করা ছাড়াই Vocabulary শিখুন pdf

আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় Vocabulary কম জানা। পাশাপাশি না বুঝে মুখস্থ করার চেষ্টা থেকে Vocabulary শেখার প্রক্রিয়াটাই আমাদের কাছে পরিণত হয় এক গোলকধাঁধায়।

ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলার স্বপ্ন আমরা কে না দেখি? -নিশ্চয়ই। আর সাবলীল ইংলিশে কথা বলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার জন্য প্রয়োজন হয় প্রচুর শব্দ জানা এবং সেগুলোর যথাপোযুক্ত ব্যবহার। আর তাই তো আমাদের Vocabulary শেখার কোনো বিকল্প নেই৷ সেক্ষেত্রে বলব, বইটি দারুণ ভুমিকা রাখবে।

বিশেষ করে স্পোকেন ইংলিশ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা, IELTS পরীক্ষা অথবা ফ্রি হ্যান্ড রাইটিং – Vocabulary এর দরকার পড়ে প্রতিটি ক্ষেত্রে। আর আমরাও Vocabulary শিখতে উঠে পড়ে লেগে যাই মুখস্থ করতে। ফলাফল, অল্পদিনেই ত্যাক্ত বিরক্ত হয়ে আমরা Vocabulary শেখার হাল ছেড়ে দিই। অথচ আমাদের Vocabulary শেখার পদ্ধতিটিই হয়তো ভুল!

আর এ ক্ষেত্রে মুনজেরিন আপুর বইটি আমাদের দারুণ সহয়তা করেছে। Vocabulary শেখাকে আরও মজার ও প্রাণবন্ত করে তুলতে সহয়তা করছে বইটি আর তাই তো, Vocabulary শেখাকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে পড়ুন বইটি।


বইটিতে থাকছেঃ

১. মুখস্থ না করে বুঝে বুঝে Vocabulary শেখার দুর্দান্ত সব টেকনিক।
২. ছবির মাধ্যমে নতুন শব্দের অর্থ ও ব্যবহার শেখার সুযোগ।
৩. বাস্তব পরিস্থিতিতে Vocabulary ব্যবহারের উপায়।৪. বাংলা অনুবাদের মাধ্যমে Vocabulary মনে রাখার শর্টকাট সব টেকনিক।
৫. বহুল ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ ১৮০০ শব্দ।
Vocabulary শিখে নিজের ইংরেজির দক্ষতাকে বাড়িয়ে নিতে পড়ুন pdf বইটি।

লেখক পরিচিতিঃ

মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম 10 Minute School এর একজন শিক্ষক এবং তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। এছাড়াও তিনি 10 Minute School – এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

বইয়ের নামঃ সবার জন্য Vocabulary
বইয়ের লেখকঃ মুনজেরিন শহীদ
পৃষ্ঠা সংখ্যাঃ ২০৩ টি।
বইয়ের ধরনঃ ইংরেজী শেখার বই, ১০ মিনিট স্কুলের বই
পিডিএফ সাইজঃ ৩৪ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ
সবার জন্য Vocabulary pdf

( বর্তমান যান্ত্রিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলতে চাইলে ইংরেজি ভাষা চর্চার কোনো বিকল্প নেই।)
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

15 thoughts on "সবার জন্য ভোকাবুলারি pdf by মুনজেরিন শহীদ | Sobar Jonno Vocabulary pdf"

  1. Trickbd Support Moderator says:
    কপিরাইট ফ্রি?
    1. স্বপ্ন Author Post Creator says:
      না ভাই, তবে অনেক ওয়েবসাইটেই বইটি ফ্রিতে পাওয়া যায়।
  2. Trickbd Support Moderator says:
    দেশি কোনো কন্টেন্ট ফ্রি না হলে সেগুলোতে অরিজিনাল লিংক শেয়ার করবেন।
    1. স্বপ্ন Author Post Creator says:
      অরিজিনাল লিঙ্ক থেকে তো পে করে ডাউনলোড করতে হবে ভাই। আমি বইটি শেয়ার করেছি কারন অনেক জায়গাতেই এটি ছড়িয়ে রয়েছে যা যেকেউ ফ্রিতে ডাউনলোড করতে পারবে একটু সার্চ করেই। আমি প্রতিটা বইয়ের রিভিউর সাথে সাথে হার্ডকপির লিংক যুক্ত করে দেই এবং পাঠকদের সবসময় হার্ডকপি কেনার অনুরোধ করি।
      আপনি যা ভালো মনে করেন তা ই করবো ভাই।
    2. Trickbd Support Moderator says:
      যেসব লোকাল কন্টেন্টে কপিরাইটসত্ব রয়েছে সেগুলোর রিভিউর ক্ষেত্রে অরিজিনাল লিংক ইউজ করুন।
    3. স্বপ্ন Author Post Creator says:
      ঠিকআছে ভাই।
    4. স্বপ্ন Author Post Creator says:
      ভাই একটু মেইল চেক করুন প্লিজ, সাবজেক্ট Trickbd Author Dream1122
  3. দুর্গম পথের যাত্রী ?
    1. স্বপ্ন Author Post Creator says:
      জ্বী আছে।
    2. থাকলে ভাই , অপেক্ষায় রেখেছেন কেন ?
  4. Astar TECH Author says:
    Vaii plz 10minte scooll hsc preparation course ta dew
    1. স্বপ্ন Author Post Creator says:
      আচ্ছা চেষ্টা করবো ভাই
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply