বাক্স

লেখকঃ সৌরভ আহসান

পৃষ্ঠা সংখা: ১৩৮

অভ্র নামের ক্যান্সারে আক্রান্ত এক তরুনের দৈনন্দিন নানা জীবনের জটিলতা নিয়ে লিখা সাদামাটা একটি গল্প।

বাক্স গল্পটির প্রধান চরিত্র অভ্র। অভ্র নিজেই পুরো গল্পটিকে নেরেট করেছে। গল্প এগোনোর সাথে সাথে এই ক্যারেক্টারটি আরও ইন্টারেস্টিং হতে থাকে। তার অদ্ভুত কান্ডকারখানা পাঠকের মন জয় করবেই।
উপন্যাসে আমার সব থেকে প্রিয় ক্যারেক্টার ছিল মিমি। তার লেখা চিঠিটা পড়ে খানিকটা হলেও আবেগ আপ্লূত হয়ে পরেছিলাম।

অসাধারণ একটি বই বলায় যায়। আপনাদের বলে রাখি এটি লেখকের লেখা প্রথম বই। খুবই আন্ডাররেটেড একটি লিখা। আন্ডাররেটেড বলছি এই জন্য যে বর্তমানে সেলিব্রেটি ছাড়া অন্য কেউ বই বের করলে সেই বই দোকানের তলানিতে পড়ে থাকে৷ সেদিন কে জানি বলেছিলো লেখক হতে হলে আগে সেলিব্রেটি হতে হয়। কথাটা কতটুকু সত্য তা আমরা জানিই। তাছাড়া বই পাবলিকেশনেও থাকে নেপোটিজম। সে যাই হোক আসল কথায় আসি। সেটা হচ্ছে এই বইটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে। অসাধারণ একটি বই। বইপোকাদের অবশ্যই এটি চেকে দেখা উচিৎ। লেখায় মোটেও মনে হয় নি এটি প্রথম লেখা বই। গল্প কথন অসাধারণ ছিল।

সর্বপরি ইঞ্জয়এবল একটি বই। গল্পের শেষটা একদম মন ছুয়ে যাওয়ার মতন সুন্দর।

PDF Link: Download Link 1

Download Link 2
 

3 thoughts on "[বুক রিভিউ] বাক্স – সৌরভ আহসান। সাথে থাকছে ফ্রি পিডিএফ লিংক"

  1. S Contributor says:
    Motivational kiso ase ki ai golpe? janayen akto?
    1. Shishir Author Post Creator says:
      মোটিভেশনাল বলতে, খানিকটা ইন্সপাইরিং। এটি ড্রামা রোমান্টিক ধাচের।
    2. S Contributor says:
      Accha ?

Leave a Reply