পেন্সিলে আঁকা পরী বই রিভিউঃ
বইটির নাম নিয়েই প্রথমে বলি, পেন্সিল ও পরী এই ২ টা শব্দ দেখে অনেকে এই বইটিকে শিশুতোষ বই মনে করতে পারেন। শিশুদের জন্য যদি কিনে ফেলেন তাহলে চরম ভুল হবে। এই বইটির বিষয়বস্তু পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে শুধু প্রাপ্তবয়স্ক হওয়াই যথেষ্ট নয়; পাঠককে হতে হবে প্রাপ্তমনস্কও।
পেন্সিলে আকা পরী নাম দেখে আরও একটা বিভ্রান্তি পাঠকের মনে তৈরী হতে পারে। পেন্সিল, ফাউন্টেনপেন, বলপয়েন্ট এরকম নানা নামে হুমায়ুন আহমেদ নিজের আত্মজীবনী লিখেছেন। তাই এই বইয়ের নাম পেন্সিল শব্দটা দেখে যদি কেউ মনে করে থাকেন এটিও আত্মজীবনী টাইপের বই তাহলেও চরম ভুল হবে। এটি সম্পূর্ণরূপে একটি সমকালীন ও জীবনঘনিষ্ঠ সামাজিক উপন্যাস।
শুরুতে প্রাপ্তবয়স্কতা ও প্রাপ্তমনস্কতার কথা বলায় অনেকে মনে করতে পারেন, এই বইতে যৌনতা আছে কিনা। লেখক হুমায়ুন আহমেদের লেখায় যৌনতার দুই একটি ইঙ্গিত মাঝেমধ্যে আসলেও সরাসরি তিনি যৌনতাকে হাইলাইট করে কোন লেখা কোনদিন লেখেননি। তেমনি পেন্সিলে আকা পরী এই উপন্যাসেও যৌনতার বিষয়টি কাহিনীর সাথে সম্পূর্ণ প্রাসঙ্গিকভাবেই চলে এসেছে কিন্তু হুমায়ুন আহমেদের তার লেখার ওপর এতটাই নিয়ন্ত্রন যে তিনি এই যৌনতার বিষয়টিকে কখনোই মাত্রাছাড়া হতে দেন নি।
পেন্সিলে আকা পরি উপন্যাসটির মুল নায়িকা হলো মিতু। মিতু একটি গরীব পরিবারে জন্ম গ্রহন করে, তার পরিবারে সদস্য সংখ্যা তাকে নিয়ে ৪ জন। মিতু এবং তার বড় ভাই এবং মিতুর পিতা মাতা, মিতু যখন কিশোরী বয়সে পরে তখনই মিতুর বাবা মৃত্যুবরন করেন। কিছুদিন পরেই মেয়েটির ভাইকে পুলিশ নিয়ে যায় এবং তার ভাই জেলবন্দি হয়ে যায়।
তাই এই গরিব মিতু বা রেশমাকে মাঝে মাঝে নতুন চরিত্রের কাজ করতে হয়। সেই চরিত্রে এই মিতুর নাম হলো টেপি, টেপি বড়লোকদের বিছানায় রাতে কিছুটা সময় দেয়। এইভাবেই ১ টি মেয়েকে ৩ টি চরিত্রের অভিনয় চালিয়ে যেতে হয় টাকার জন্য। এই মেয়েটিরই একজন ভালোবাসার মানুষ রয়েছে যার নাম মবিন, মিতু এই দুঃখ কষ্টের মধ্যেও স্বপ্ন দেখে সুন্দর একটি জীবনের। কিন্তু মবিন যখন তার এই রেশমা ও টেপি পরিচয় জানতে পারবে তখন কি মিতুকে বিবাহ করার জন্য রাজী হবে?
খুবই চমৎকার একটি বই, এছাড়াও এই বইয়ে আরেকটি চরিত্র রয়েছে মোবারক নামের এক ধনী ব্যাক্তিকে নিয়ে তার সবকিছু রয়েছে কিন্তু শুধুমাত্র সুখ নেই, তিনি দিন দিন রোবটে পরিনত হয়ে যাচ্ছে তার প্রতিদিনই আত্বহত্যা করতে ইচ্ছে হয়। বইটি পড়লেই সব ঘটনার রহস্য জানতে পারবেন।
বইয়ের নামঃ পেন্সিলে আঁকা পরী
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ টি।
বইয়ের ধরনঃ উপন্যাস বই
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com