তিমি শিকারে যাবে বলে ন্যানটাকেট বন্দরে এলো ইসমাইল। বন্দরে এসে পরিচয় হলো বর্বর ও নরখাদক কুইকেগের সাথে। পেকোডো নামক জাহাজে নাম লিখিয়ে বেরিয়ে পরলো তিমি শিকারে। তারা তখনও জানতাে না যে পেকোডো এর ক্যাপ্টেন কোন সাধারণ তিমি নয় বরং ভয়ংকর এক সাদা তিমি ধরার জন্য বেরিয়েছেন।
আরো পড়ুনঃ মিলক গ্রহে মানুষ
ভয়ংকর সেই সাদা তিমির নাম মবি ডিক। বন্ধুরা এরপর ইসলামইলের সাথে কি হলো, সেটা জানতে হলে পুরো বইটা পড়তে হবে। রহস্যময় সেই গল্পটি পড়তে নিচের লিংক থেকে বইটার PDF ডাউনলোড করে নিন। অথবা আপনি ইচ্ছা করলে অনলাইনেও পড়তে পারেন।
Book Name: মবি ডিক
Writer: হারমান মেলভিল
Translator: খসরু চৌধুরী
Released: 2006