অাসসালামু অলাইকুম__
কেমন অাছেন অাপনারা ? অাশা করছি ভালো যাইহোক কাজে লেগে পড়ি।
অাজকে অাপনাদের সাথে যে App টি শেয়ার করব সেটি হলো :
Php Basic In Bangla
ডাউনলোড করুন
#নেক্সট টাইম এড ক্লিক টাইপ লিংক দিলে আজীবনের জন্য সরাসরি ব্যান।
এই App টির মাধ্যমে অাপনি অনেক কিছু শিখতে পারবেন। চলুন এর কিছু বৈশিষ্টও বিবরন জেনে নিই ।
বর্তমান সময়ে ৪০% ওয়েব সাইট পি.এইচ.পি তে প্রোগ্রামিং করে তৈরি করা হয়েছে, যেমন ফেইসবুক। এই কোড দিয়ে যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। ই-কমার্স, ক্লাসিফাইড বা যে কোন ধরনের ডায়নামিক এন্টারপ্রাইজ ওয়েব সাইট তৈরা করা যায় পি.এইচ.পি দিয়ে। আবার পি.এস.পি শিখে ওয়ার্ডপ্রেস ও থিম ডেভলপ করে অনেকেই আউটসোসিং এর মাধ্যমে গড়ে নিয়েছে নিজেদের ক্যারিয়ার। এই অ্যাপটি সহজ ভাবে বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। নতুন যারা সময়ের অভাবে ট্রেনিং সেন্টারে গিয়ে পি.এইচ.পি শিখতে পারছেন না তাদের জন্য এই অ্যাপ টি সহায়ক হবে বলে আশা রাখি।
এই অ্যাপটির বৈশিষ্ট্য:
*** অফলাইন এ কাজ করার সুবিধা
*** সহজ ভাষায় রচিত
*** ছবি সহ উদাহরন
*** নতুনদের জন্য উপযোগি
*** ইনপুট কোড এবং আউটপুট উদাহরন
*** কোড সহ বিবরন
*** অাপনি নিজেও কোড তৈরি করতে পারবেন
চলুন App টির কিছু Screenshoot দেখে নিই
তাহলে অাজ এই পযন্তই ভালো থাকেন সবাই । অার নিয়মিত ভিজিট করবেন সবাই এই সাইটি ।
অাল্লাহ হাফেজ
13 thoughts on "Php সমন্ধ এ জানেন না তাহলে জেনে নিন Php Basic সহ সবকিছু একটি মাএ App থেকে"