আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভবিষ্যতেও যেন ভালো থাকেন আমি সর্বদা এই কামনায় করি। তো চলুন আজকের টপিক শুরু করা যাক।

আজকের এই পোস্ট টা মুলত একটা রিকুইশটেড পোস্ট। আমাকে এই পোস্ট করতে দুইজন বার বার রিকুইশট করছে তাই এই বিষয়ে পোস্ট আর না দিয়ে পারলাম না। এই পোস্ট টা বিশেষ জাভা ব্যবহার কারিদের অনেক কাজে লাগবে। আমার এই পোস্ট এ উপকৃত হলে একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তো প্রথমে আমরা শিখব কিভাবে স্কিপ্ট আপলোড করতে হয়। তো শুরু করি।

অনলাইনে বিভিন্ন ধরণের FTP সার্ভার সাইট রয়েছে। আপনার যে টা পছন্দ হয় ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার আগে জেনে নিবেন সাইট টা সেফ কি না। তাছাড়া আপনার একাউন্ট হ্যাক হতে পারে।

আপনারা চাইলে Waper.In এই সাইট টা ব্যবহার করতে পারেন। এই সাইট টা একদম সেফ। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনারা FTP সার্ভার সাইটে প্রবেশ করুন। তারপর নিচের অপশন গুলো লক্ষ্য করুন।

এখানে প্রথম বক্সে আপনার সাইটের হোস্টিং কোথায় থেকে নিছেন সেটার নাম লিখুন। যেমন আমি 0fees.Us থেকে Hosting নিছি তাই আমি Ftp.0fees.Us দিলাম। তারপর দ্বিতীয় বক্স যেমন আছে তেমন রাখুন। তারপর তৃতীয় বক্সে Hosting এর ইউজার নেম এবং চতুর্থ বক্সে পাসওয়ার্ড দিন। তারপর সবচেয়ে শেষের অপশন টাতে মার্ক করে দিন। আর বাকি অপশন গুলো যেমন আছে তেমন রেখে Connect এ ক্লিক করুন।

সবকিছু ঠিক ঠাক হলে নিচের মতো দেখতে পারবেন। আমার ফ্রি হোস্টিং তাই Htdocs এ যাবো। আপনাদের পেইড হোস্টিং হলে Public Html এ যাবেন।

এখন আপনারা নিচের Upload অপশন এ ক্লিক করবেন।


এখন আপনারা ফাইল সিলেক্ট করুন। আপনারা একসাথে পাঁচটা ফাইল আপলোড করতে পারবেন। আমি একটা স্কিপ্ট আপলোড করবো তাই আমি স্কিপ্ট সিলেক্ট করলাম। তারপর আপনারা Upload লেখাতে ক্লিক করুন।

কিছুক্ষণ পর আপলোড হয়ে গেলে নিচের মতো সাকশেস দেখতে পারবেন। এবার আপনি নিচের মতো Htdocs এ ক্লিক করলাম।

আপলোড করা হয়ে গেছে। এবার আমরা Script Unzip করা শিখবো। এবার আপনি আপলোড করা স্কিপ্ট এ ক্লিক করুন।

এবার আপনি নিচের মতো Extract Archive এ ক্লিক করুন।

এবার আপনি নিচের মতো Unzip এ ক্লিক করুন।

একটু অপেক্ষা করুন। একটু পর দেখবেন স্কিপ্ট টা আনজিপ হয়ে গেছে।

আশা করছি এখন থেকে আপনারা খুব সহজেই Script Upload ও Unzip করতে পারবেন।

আশা করি আপনারা সবকিছু বুজতে পারছেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে অথবা কমেন্টে যোগাযোগ করবেন। আপনারা পরবর্তিতে কি নিয়ে পোস্ট চান তা অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ।

22 thoughts on "[Requested Post] দেখে নিন যেভাবে FTP সার্ভার সাইট দিয়ে আপনার PHP এর ফাইল ম্যানাজার এ Script আপলোড ও Unzip করবেন [Must See]"

  1. mr. X Contributor says:
    ধন্যবাদ ভাই। এই পোস্টটি অনেকদিন ধরে খুজছিলাম।
    1. Mr. Perfect Author Post Creator says:
      Apnar Jonnoi Ai Post
  2. Trickbd Member Subscriber says:
    ata dile main domain e hoy. Subdomain e kivabe set korbo seta add koren post e
    1. Mr. Perfect Author Post Creator says:
      Vaiya Apni Amake Facebook A Inbox Korun.. Akhane Ato Bola Somvob Na. Fb.Me/Rmrabbykhan7792
  3. Trickbd Member Subscriber says:
    ai hosting e ami onekgula domain rakte pari. Akek domain e akek script instal dibo kivabe?
  4. mr. X Contributor says:
    ভাই ঐ ভাইয়ের কমেন্টটা দেখুন।
    আমি বা অনেকে নতুন তাই এই সমস্যা হচ্ছে…
    1. Mr. Perfect Author Post Creator says:
      Ok Bro
  5. Shakib Hasan Subscriber says:
    আমি ট্রিক বিডিতে নতুন তাই পোষ্টে Screenshort দিতে পারছি না Help Plz
    1. mr. X Contributor says:
      প্রথমে স্কিনসট আপলোড দিন। আপলোড হয়ে গেলে স্কিনসটের উপর একটি কোড পাবেন।
      পোস্টে যে জায়গায় স্কিনসট দিবেন ঐখান কোডটা দিন তাহলে দেখা যাবে।
      কোডের কিছুই বাদ দিবেন না। কোডটা এরকম হবে [img=2222]।
  6. Jone Ka Done Contributor says:
    ধন্যবাদ।
    1. Mr. Perfect Author Post Creator says:
      Welcome
  7. Md Omar Shawon Contributor says:
    Vi Android phone e trusted devices lock tr somporke aktu bistarito bolben,
  8. S M Hasib Hasnain Contributor says:
    অ-অ-অনেক অ-অ-অনেক ধন্যবাদ আপনাকে! বহুদিন ধরে এই জিনিষটা শেখার চেষ্টা করছি। কিন্তু পাইনি।
    1. Mr. Perfect Author Post Creator says:
      Welcome
    2. MDOMOR Contributor says:
      Free Host A Teo Ak Niom?
  9. Shakib Hasan Subscriber says:
    ভাই tittle এর সাথে যে image টা থাকে ওটা কিভাবে দিব
  10. S M Hasib Hasnain Contributor says:
    স্কিপ্ট আপলোড কোথায় করতে হয়, এটা নিয়ে একটা পোষ্ট করবেন প্লিজ
  11. MrPsycho Contributor says:
    Extract Archive option টা আসে না ভাই। কি করব?
  12. Shariar R. Arif Contributor says:
    Mr perfect vai..

    Please help…??

  13. Shariar R. Arif Contributor says:
    Vai…

    Unzip korar por visit korlei ki php site start hoye jabe….naki r o kichu kora lagbe???

Leave a Reply