আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই ইউটিউব এর মত ওয়েবসাইট তৈরী করতে পারেন, তাহলে চলুন শুরু করা যাক।

শুরু করার আগে অবশ্যই আপনারা ডেমো দেখতে চাইবেন, নিচে ডেমো এর লিংক দেওয়া হলো: Live Demo ( সরাসরি ডেমো )

প্রথমে আমি আপনাদের এই স্ক্রিপ্ট এর পরিচিতি বর্ণনা করব।

Playtube কী?

Evimna.com

Playtube হল একটি PHP ভিডিও শেয়ারিং স্ক্রিপ্ট, এবং এটি আপনার নিজের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট শুরু করার সেরা উপায়। এছাড়াও, এটি দ্রুত, নিরাপদ এবং নিয়মিত আপডেট হয়।

 

Playtube হল ব্যবহারকারী-বান্ধব, প্রতিক্রিয়াশীল, সমস্ত ডিভাইস এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ স্ক্রিপ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি কাস্টমাইজ করা সহজ, দ্রুত এবং 1 মিলিয়ন ব্যবহারকারীকে পরিচালনা করতে পারে। Playtube সর্বশেষ প্রযুক্তির বুটস্ট্র্যাপ, CSS 3, HTML5, Jquery, PHP ব্যবহার করে।

 

এটিতে ইউটিউব এর চেয়েও অনেক বেশি ফিচার রয়েছে, ইউটিউব এর মত ব্যাবহারকারীরা ভিডিও মনেটাইজ করে টাকা ইনকাম করতে পারেন।

 

এটি ব্যাবহার করতে অবশ্যই আপনাদেরকে ভাল মানের হোস্টিং কিনে নিতে হবে, এবং এই স্ক্রিপ্ট এর রিকোয়ারমেন্ট হলো:

1) PHP 5.4 অতবা এর বেশি।

2) MySQLi

3) GD Library অন থাকতে হবে।

4) mbstring অন থাকতে হবে।

5) cURL অন থাকতে হবে।

6) Allow_url_fopen অন থাকতে হবে।

 

Playtube কী ফ্রী নাকি টাকা দিয়ে কিনতে হবে?

এটি একটি পেইড স্ক্রিপ্ট এবং আপনাকে Playtube কিনতে হবে। এর তিনটি প্ল্যান রয়েছে “বেসিক”, “অ্যাডভান্সড”, “এক্সটেন্ডেড”। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো প্ল্যান কিনতে পারেন।

 

যেভাবে Playtube সেটআপ করবেন:

ধাপ 1) স্ক্রিপ্ট কেনার পরে আপনি .zip ফাইল পাবেন এবং আপনাকে এটি বের করতে হবে। আপনি লাইসেন্স পিডিএফ এবং তিনটি ফোল্ডার পাবেন। আপনার সার্ভারে “স্ক্রিপ্ট” ফোল্ডারে অবস্থিত সমস্ত ফাইল/ফোল্ডার আপলোড করুন। আপনাকে ফোল্ডারটি খুলতে হবে এবং বিষয়বস্তু আপলোড করতে হবে এবং “স্ক্রিপ্ট” ফোল্ডারটি নয়। যে ফোল্ডারে আপনি Playtube সেটআপ করতে চান সেই ফোল্ডারে আপলোড করুন নিচের মত করে:

ধাপ 2) একবার আপনি স্ক্রিপ্ট ফাইলগুলি আপলোড করলে আপনি ব্রাউজারটি ওপেন করতে পারেন এবং আপনি যেখানে স্ক্রিপ্ট আপলোড করেছেন সেই URL টিতে ভিজিট করুন।

 

“I agree to the terms of use and privacy policy” পাশের চেকবক্সে ক্লিক করুন এবং “Next” বোতামটি সক্ষম হবে, বোতামটিতে ক্লিক করুন।

ধাপ ৩) পরবর্তী ধাপে এটি আপনার মৌলিক প্রয়োজনীয়তা বিশ্লেষণ করবে এবং এটি যাছাই করবে সকল php extension আপনার সার্ভার এ এনাবল আছে, যদি সকল extension এনাবল থাকে তাহলে সবুজ রঙ দেখতে পাবেন অতবা যদি extension এনাবল না থাকে তাহলে লাল রঙ দেখতে পাবেন।

Evimna.com

ধাপ ৪) এই ধাপটি হল প্রধান ধাপ যেখানে আপনাকে সমস্ত বিবরণ পূরণ করতে হবে। প্রথমে আপনার Envato ক্রয় কোড, ক্রয় কোড ছাড়া, আপনি স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন না।

 

SQL Host name: আপনার MySQL এর হোস্ট নেইম লিখবেন।

SQL Username: আপনার MySQL এর ইউজারনেম লিখবেন।

SQL Password: আপনার MySQL এর ইউজার পাসয়ার্ড লিখবেন।

SQL Database: আপনার MySQL এর ডাটাবেজ নেইম লিখবেন।

Site URL: আপনি স্ক্রিপ্ট কোন যায়গায় বা কোন ডোমেইন এ ইনস্টল করবেন তার ইউআরএল দিবেন: “http://www.siteurl.com”

Site Name: ওয়েবসাইট এর নাম দিবেন।

Site Title: ওয়েবসাইট এর টাইটেল দিবেন।

Site E-mail: ওয়েবসাইট এর ইমেইল দিবেন ex: info@yourdomain.com.

Admin Username: এডমিন নেইম দিবেন.

Admin Password: এডমিন এর পাসওয়ার্ড দিবেন, খুবি গুরুত্ব সহকারে দিবেন, না হলে এডমিন প্যানেল এ লগিন করতে পারবেন নাহ।

Evimna.com

একবার আপনি সমস্ত বক্স পূরণ করবেন তারপর “ইনস্টল” বোতামে ক্লিক করবেন এবং সবকিছু টিকটাক তাকলে স্ক্রীপ্ট ইনস্টল হয়ে যাবে।

 

ধাপ ৫) আপনি যদি উপরের ধাপগুলি সাবধানে অনুসরণ করেন, তাহলে আপনার জন্য স্ক্রিপ্টটি ইনস্টল হবে, এটি 2-3 মিনিট সময় নেবে এবং তার পরে, আপনি “Playtube সফলভাবে ইনস্টল হয়েছে” বার্তাটি দেখতে পাবেন। এখন আপনি এটি ব্যবহার করার জন্য প্রস্তুত!

 

Hurray, আপনি সফলভাবে আপনার ওয়েবসাইট এ Playtube ইনস্টল করেছেন এখন আপনি যে ফোল্ডারে বা যে ডোমেইন এ এটি ইনস্টল করেছেন সেটিতে ভিজিট করুন এবং আপনার নিজের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এর আনন্দ নিন।

23 thoughts on "মাত্র ৫ মিনিটে নিজেই তৈরি করে ফেলুন ইউটিউব এর মত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট"

    1. Avatar photo MD Zakaria Contributor says:
      Yeah, it was good post
  1. Avatar photo Najmul Nazu Author says:
    গুগল ট্রান্সলেটর ইউস করছেন নাকি ভাই?
    1. Avatar photo Amit Baidya Author says:
      Kn Mone hocea
    2. Avatar photo Najmul Nazu Author says:
      লেখাগুলো পড়েন ভালোমতো। খাপছাড়া বাক্য যা সচরাচর ব্যবহার হয় না!
    3. Avatar photo Xein Ahmed Author says:
      amr o tmn ee mone holo
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ ইউনিক ছিল
  3. Avatar photo MD Zakaria Contributor says:
    তবে আমার কাছে ওয়ার্ডপ্রেস বরাবর বেস্ট মনে হয়।
  4. Avatar photo INFINITY Contributor Post Creator says:
    পোস্ট এডিট করতে পারতেছি না, কিছু বানান ভুল আছে, কোনো অথর মডারেটর কে বলুন বানান গুলো টিক করে দিতে।
    1. Aubdulla Al Muhit Contributor says:
      আপনি কনট্রিবিউটর । এজন্য এডিট করতে পারবেন না । অথোর হওয়ার পরে এডিট করতে পারবেন ।
  5. Avatar photo Nishat Contributor says:
    Valo cilo.. ?
  6. Avatar photo amer mahmod Contributor says:
    ব্লগারে কি এই রকম সাইট বানানো যায়
    1. Avatar photo INFINITY Contributor Post Creator says:
      Nah.
  7. Aubdulla Al Muhit Contributor says:
    ট্রিকবিডিতে আপনাকে স্বাগতম । এটি সেরা পোস্টের ভিতরে একটি হতে পারে । চালিয়ে যান ।
    1. Avatar photo INFINITY Contributor Post Creator says:
      Donnobad.
  8. Avatar photo Sajid Blue Author says:
    Demo দিলেন না
    1. Avatar photo INFINITY Contributor Post Creator says:
  9. Avatar photo Najmul Nazu Author says:
    লাভ কী এটা বানিয়ে?
  10. Avatar photo Najmul Nazu Author says:
    এড বসানো যাবে?
    1. Avatar photo INFINITY Contributor Post Creator says:
      Jabey.

Leave a Reply