?আপনি কি একজন চাকরিপ্রার্থী কিন্তু ইংরেজির প্রসঙ্গ এলেই আত্মবিশ্বাসের অভাবে ভোগেন? অথবা, নতুন চাকরিতে ঢুকছেন কিন্তু ইংরেজিতে কথা বলতে হিমশিম খেতে হয়?

আজকেই এনরোল করুন: 

??‍?একাডেমিক বা চাকরির পরীক্ষায় ভালো করতে ইংরেজির গুরুত্ব তো আমরা সবাই কম-বেশি জানি। ক্যারিয়ারের ক্ষেত্রেও সঠিক উচ্চারণে ইংরেজি বলা বা কার্যকরভাবে ইংরেজি লিখতে পারা বেশ জরুরি। আর তাই প্রফেশনাল ক্যারিয়ারে আপনার ইংরেজি দক্ষতা বাড়াতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘English for Professionals’ কোর্সটি।

 

✅কোর্সটি থেকে যা শিখবেন:

  • জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা – ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার দক্ষতা।
  • চাকরিতে আবেদনের জন্য ইংরেজিতে কভার লেটার/ Resume লেখা এবং অফিসের বিভিন্ন প্রয়োজনে ইংরেজিতে ইমেইল বা রিপোর্ট লেখা।
  • অফিসে যোগাযোগ, মিটিং-এ সঠিক শব্দ ও উচ্চারণে ইংরেজিতে কথা বলার সহজ উপায়।

তাহলে দেরী কেন? আজই এনরোল করুন কোর্সটিতে এবং নিজের প্রফেশনাল ইংরেজি বলার দক্ষতাকে নিয়ে যান এক ধাপ উপরে!

Special Promo code for চাকরিজীবীদের জন্য English Course: EFP200 (31-12-2022 পর্যন্ত)

নিচের লিংকে গিয়ে কোর্স টি Enroll করো এবং উপরের স্পেশাল প্রোমো কোড টি দিয়ে জিতে নিন নিশ্চিত 10% ডিস্কাউন্ট!!

https://10ms.io/1rEvsD

7 thoughts on "চাকরিজীবীদের জন্য English Course promo codes – 10 minute school"

  1. Avatar photo Unlimited Fun Author says:
    Tnx share korar jonno..
  2. Avatar photo MD Shakib Hasan Author says:
    ট্রিকবিডিতে টেন মিনিট স্কুলের একাউন্টও আছে।
  3. Asif5 Contributor says:
    কত টাকা লাগবে এই কোর্সটি করতে?
  4. Asif5 Contributor says:
    কত টাকা লাগবে এই কোর্সটি করতে?
  5. Asif5 Contributor says:
    কত টাকা লাগবে এই কোর্সটি করতে?
  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এটা তো প্রিমিয়াম কিনতে হবে
  7. shohel tanvir Contributor says:
    Course fee koto?

Leave a Reply