আজকে শেয়ার করবো কিভাবে একজন সাধারণ পিসি ইউজারও (পাইথন কোডিং জ্ঞানবিহীন), ChatGPT  এর সাহায্যে নিজের প্রয়োজনমত টুলস বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক।


প্রাথমিক প্রস্তুতি

  • আপনার পিসিতে পাইথন ইনস্টল করুন। 64bit   32bit
  • Notepad ইনস্টল করুন। Install From here

Python কি?

Python হল একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, যা সহজবোধ্য এবং বহুমুখী। এটি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত হয়।

Python-এর সহজ সিনট্যাক্স থাকার কারণে নতুনদের জন্য এটি শেখা সহজ, এবং এটি ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটি ব্যবহার ও উন্নত করতে পারে।

Python এর ব্যবহার: 

  • Django, Flask-এর মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ তৈরি করা যায়।
  • Pandas, NumPy, Matplotlib-এর মতো লাইব্রেরি ব্যবহার করে Data analysis, Visualize এবং Forcasting করা যায়।
  • TensorFlow, Scikit-learn-এর মতো লাইব্রেরি ব্যবহার করে AI এবং মেশিন লার্নিং মডেল তৈরি করা যায়।
  • Pygame-এর মতো লাইব্রেরি ব্যবহার করে 2D গেম তৈরি করা যায়।
  • Tkinter, PyQt-এর মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা হয়।

ChatGPT এর মাধ্যমে Python Script তৈরি

  • ChatGPT ওপেন করুন।

  • এবার আপনার কি দরকার সেটা লিখুন,উদাহরণস্বরূপ ধরুন আমি একটি সাধারণ ক্যালকুলেটর বানাতে চাই Python কোডিং দিয়ে, সেক্ষেত্রে আমি আমি ChatGPT থেকে আমার যা দরকার সেটা আমি ওকে বুঝিয়ে বলব এবং সে আমার প্রয়োজন মত একটি Script দিয়ে দিবে। এরপর আমি Script টি কপি করব এবং কপি করে নিচের নিয়ম অনুসারে সেটিকে রান করব।

Note: GUI= Graphical User Interface, এটা না দিলে Script টি কমান্ড উইন্ডোতে রান হবে যা যা একজন সাধারন ইউজারের বোধগম্য নাও হতে পারে। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই GUI কথাটি উল্লেখ করতে হবে।


Script টি সেইভ এবং রান করার পদ্ধতি

  • আপনার ডেক্সটপের হোম পেজে যান অতঃপর মাউসের রাইট বাটন ক্লিক করে New অপশন select করুন সেখান থেকে New Text Documents সিলেক্ট করুন। 

  • Text Document টি নিজের মত Rename করুন এবং Extension এ ”py” or ”pyw” দিন।

  • এবার ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট (”Edit with notepad++ )করুন।

  • চ্যাট জিপিটি আপনার জন্য যে স্ক্রিপ্টটি তৈরি করেছে সেটি কপি করে এখানে পেস্ট করুন এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিন।

  • এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করলেই আপনার টুলস টি রান হয়ে যাবে এবং আপনি আপনার আরো কাস্টমাইজেশন দরকার হলে পুনরায় চ্যাটজিপিটি কে  ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে নতুন একটি স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারবেন উদাহরণস্বরূপ নিচে দেখুন আমার সেই বেসিক ক্যালকুলেটর।

  • প্রথম অবস্থায় আমার ক্যালকুলেটরটিতে  সিঙ্গেল স্ক্রিন শো করছিল যার ফলে আমি একই সাথে অঙ্কের সমস্যা এবং সমাধান দুটোই দেখতে পারছিলাম না।
  • পরে আমি চ্যাট জিপিটিকে ওই সমস্যাটির কথা বললে সে ওই সমস্যাটি ফিক্স করে দেয় এবং দেখা যায় পরবর্তীতে ক্যালকুলেটরটিতে ডাবল স্ক্রিন শো করছে যার ফল আমার সমস্যাটির সমাধান হয়ে যায়।

  • ঠিক এভাবেই আপনাদের কোন প্রকার পাইথন সম্পর্কে জ্ঞান না থাকার পরেও আপনারা চ্যাটজিপিটি কে ব্যবহার করে আপনাদের প্রয়োজন মত টুলস বানিয়ে নিতে পারবেন এবং সেটাতে প্রয়োজন মত কাস্টমাইজেশন করতে পারবেন।

 

নিচে আমার তৈরি করা কিছু টুলস এর লিংক দেওয়া হল:

 

Schedule Shutdown and Restart PC:

Usage: Restart or Shutdown Your PC  After the given time. Download Link


Convert any Video to mp3 (All device supported)

Usage: Convert multiple video to mp3 classic format which is supported in Every device. Download Link


Image to Icon

Usage: Convert any image (jpg,png,webp) to icon file to be use in Windows folder icon. Download Link

 

4 thoughts on "ChatGPT ব্যবহার করে Python Script বানিয়ে নিজের টুলস তৈরি করুন"

    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank you for your valuable comment. YOu can create as many as tools using python, then convert them to exe files so can run on any pc
  1. Avatar photo Random Contributor says:
    দারুণ আইডিয়া তো! শেআর করার জন্য ধন্যবাদ।
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।

Leave a Reply