আসসালামু আলাইকুম,আজ আমাদের পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সের প্রথম পর্ব। আজ আমরা শিখব কিভাবে পাইথন ইন্সটল করতে হয় এবং কিভাবে প্রোগ্রাম রান করতে।

তো শুরু করার আগে কিছু কথা আমরা প্রোগ্রামিং কোথায় করব?  প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ভাষার উপর ভিত্তি করে কিছু সফটওয়্যার তৈরী করা আছে যেগুলো আপনি কোড লিখে তা রান করাতে পারবেন ঐ সফটওয়্যার গুলোকেই কোড ইডিটর বলে। তো আমাদের ঐ সফটওয়্যার টি ডাউনলোড করে ঐখানে কোড করতে হবে এবং পাইথনের জন্য পাইথন তার কোড ইডিটর বানিয়ে রাখছে ওটা ব্যবহার করে আমরা কোড লিখব ও রান করব ।

পাইথন কোড ইডিটর ইন্সটলেশন পদ্ধতিঃ

আমি দেখাবো কিভাবে Windows 10 এ পাইথন ইন্সটল করতে হয়।

প্রথমে https://python.org/downloadsএ প্রবেশ করুন তারপর  আপনি এখানে অনেকগুুুলো ভার্সন দেখতে পারবেন পাইথনেে দুটি ভার্সন আছে 2.X এবং 3.X আমরা পাইথন ব্যবহার করে কোড লিখব এজজন্য আপনরা কম্পিউটার ভিত্তি করে Excuteable ভার্সন টি ডাউনলোড করবেন।

স্ক্রিনশট গুলো ফলো করুনঃ


ডাউনলোড হবার পরে নিচের স্টেপ গুলো ফলো করুন।


এখানে অবশ্যই Add Python 3.7 to PATH এ টিক চিহ্ন দিয়ে দিন। ২ নম্বর এর মত করে এবং তারপর Install Now এ ক্লিক করুন।


এবার Close এ ক্লিক করলেই ইন্সটল শেষ!!


কোন সমস্যা হলে কমেন্ট অথবা ফেসবুকে মেসেজ দিন।।

এবারে নিচের স্টেপ ফলো করে পাইথন IDLE চালু করে শুরু করুন পাইথন প্রোগ্রামিং।

এবারে, প্রস্তুত প্রোগ্রামিং এর জন্য।

প্রথম পাইথন প্রোগ্রামঃ—-

চলুন জীবনের প্রথম পাইথন প্রোগ্রাম লেখা শুরু করি। এখন পাইথন চালু করে নিচের মত লিখে এন্টার চাপুন।

print(‘Hello, Python!!’)

কি দেখতে পেলেন?? নিচের লাইনেই Hello, Python!! লেখা তো?? এই তো হুররেহ!!

আপনি আপনার প্রথম পাইথন প্রোগ্রাম লিখে ফেলেছেন। এখানে print() মানে হল কম্পিউটারের স্ক্রিনে কোন কিছু দেখানো বা আউটপুট দেয়া।

print লিখে একটা ব্র্যাকেট দিয়ে তারপর “ বা ‘ দিয়ে কোন কিছু লিখতে হয় এবং শেষে আবার “ বা ‘ দিয়ে শেষ করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়।

স্ট্রিং চ্যাপ্টারে  আরো শিখতে পারবে।

এখানে আরো মজার কিছু কাজ করা যায় যেমন ক্যাল্কুলেটর এর মত হিসাব করতে পারবেন।


>>> 2 + 6

8

>>> 5 + 4 - 3

6

যোগ বিয়োগের মতই গুন ভাগের কাজও এখানে সহজেই করা যায়। ব্রাকেট ব্যবহার করে নির্ধারণ করে দেয়া যায় যে, কোন পার্ট টুকুর অপারেশন আগে করা হবে।


>>> 2 * (2 + 2)

8

>>> 20/2

10.0

একটি সিঙ্গেল / ব্যবহার করে ভাগ করলে রেজাল্ট আসে float টাইপের ডেসিম্যাল।


>>> -7 + 2

-5

নাম্বারের আগে মাইনাস (-) সাইন দিয়ে নেগেটিভ নাম্বার নির্ধারণ করে দেয়া হয়।

সাধারণ গণিতের মতই পাইথনে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করতে গেলে এরর আসবে,


>>> 44/0

Traceback (most recent call last):

File "<stdin>", line 1, in <module>

ZeroDivisionError: division by zero

আজকে আর লিখবো না। আজকের মত এই পর্যন্তই। পরবর্তী পোস্ট এ থাকবে পাইথন ভ্যারিয়েবল এবং ইউজার ইনপুট ও টাইপ কনভার্সন।



কোন প্রশ্ন বা গালি দেয়ার জন্য কমেন্ট বক্স উন্মক্ত। আর প্রাইভেটলি গালি দিতে চাইলে জানান ফেসবুকে। আর, যদি কমেন্ট এর রিপ্লে পেতে দেরি হয় তাহলে ফেসবুকে মেসেজ দিন । ধন্যবাদ!! আল্লাহ হাফেজ।

পোস্ট টি আগে nanoblog.net এ আমিই পোস্ট করেছিলাম। তাই, কপি পোস্ট বলে কাউকে বিভ্রান্ত করবেন না।

আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz

18 thoughts on "পাইথন সফটওয়্যার ইন্সটলেশন এবং প্রথম প্রোগ্রাম তৈরি। পাইথন প্রোগ্রামিংঃ-০১"

    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks ??
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks ??
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks ?
  1. mdriaz.rs Contributor says:
    খুভ ভাল।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      Thanks ??
  2. Md Alalhossain Contributor says:
    vai mobile diye hobe na….
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      জী ভাই হবে। শুধু প্লে স্টোর থেকে Pydroid 3 ডাউনলোড করে নেন। তাহলেই কাজ শেষ। অনেক ভালো একটা এপ এটা।।
      ধন্যবাদ, সাথেই থাকুন।
  3. Jahid Hassan5360 Contributor says:
    ভাই অনেক ভালো হয়ছে!
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      অনেক ধন্যবাদ ভাই। সাথেই থাকুন!!
  4. minhazislam9945 Author says:
    আসাধারন।।।।।।।মোট কয়টা পর্ব দিবেন???
  5. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    ইনশাআল্লাহ, পাইথন ব্যাসিক শেষ করে তারপর এডভান্সড এবং তারপর প্রফেশনাল কোন বিষয়ের উপর পোস্ট করব। তাই, ঠিক বলতে পারছি না কতটা। তবে, ব্যাসিক মোট 15 টা পোস্ট এ শেষ করব।
  6. Khairul Islam Contributor says:
    যোগ বিয়োগের কোড টা কিভাবে লিখে রান করব
  7. SOJIB MiA Contributor says:
    মোবাইল ফোন দিয়ে কি শেখা যাবে
  8. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
    জ্বী, ভাই করা যাবে। শুধু Pydroid 3 এপ ইন্সটল করে নেন

Leave a Reply