..বিসমিল্লাহির রাহমানির রাহিম … আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।
…এবার কাজের কথায় আসি….
কেবল রবি বন্ধ সংযোগ গ্রাহকের জন্যে এই অফার প্রযোজ্য


৯ টাকায় ১ জিবি ডাটা
>এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে:
> প্যাকের মূল্য ৯ টাকা (এসডি ও ভ্যাট প্রযোজ্য)।
>এর মেয়াদ হবে কেনার দিন থেকে ৭ দিন ।
>গ্রাহক ৭ দিনের মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
>মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
> ডাটা ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।

আধা পয়সা এক পয়সা কলরেট​

এই কল রেট পেতে গ্রাহককে ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ করতে হবে

>যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড​
>অন্য যে কন নাম্বারে ১ পয়সা/সেকেন্ড​
>গ্রাহক ৯ টাকা রিচার্জ্ করলে ১০ দিনের মেয়াদ এবং ২৯ টাকা রিচার্জ্ করলে ৩০ দিনের মেয়াদ পাবেন।​
          
ডিফল্ট ট্যারিফ প্ল্যানঃ
​- গ্রাহক যদি ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ্ না করেন, তাহলে যে কোন অপারেটরে ১৮ পয়সা/১০ সেকেন্ড কথা বলা এবং ৫০ পয়সা/এসএমএস ট্যারিফ প্ল্যান উপভোগ করবেন। গ্রাহক যদি অন্য কোন ট্যারিফ প্ল্যানে মাইগ্রেশন করেন, তাহলে এই অফারটির আওতায় প্রদত্ত সুবিধাদি আর পাবেন না।

বায়োমেট্রিক প্রক্রিয়ায় মাধ্যমে বিনামূল্যে ৩ জিবি ফ্রি

গ্রাহক ৩ কিস্তিতে ৩ জিবি free ডাটা উপভোগ করতে পারেন (প্রতি মাসে পাবেন ১ জিবি করে ডাটা)।

নিচের শর্তাবলি প্রযোজ্য:

 > গ্রাহক ৯ টাকা কিংবা ২৯ টাকা রিচার্জ করে তার সিমটি আবার চালু করে বায়োমেট্রিক প্রক্রিয়ায় তার সিমটি নিশ্চিতকরণ করার ৭২ ঘন্টার মধ্যে ১ম কিস্তি (১ জিবি ডাটা) পাবেন
>পরবর্তী ২ মাসে গ্রাহক আরো ২ জিবি ডাটা বোনাস পাবেন (প্রতি মাসে ১ জিবি করে)। এজন্য গ্রাহককে প্রতি মাসে ন্যূনতম ২০ টাকা ব্যবহার করতে হবে।
>গ্রাহক তার কিস্তির ফ্রি ডাটা প্যাকটি বুঝে পাওয়ার ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ডাটা ব্যবহার কর যাবে।
>যেসব গ্রাহক ১ম কিস্তি পাওয়ার উপযুক্ত নন, তারা ২য় কিংবা ৩য় কিস্তি পাবেন না।

অন্যান্য শর্তাদি:
>(পোস্টপেইড, এসএমই, উদ্যোক্তা, কর্পোরেট, ইজিলোড বাদে) রবি প্রিপেইড গ্রাহকগণ যারা বিগত ৬০ দিন কিংবা আরো বেশি সময় ধরে তাদের সংযোগ ব্যবহার করেননি, তারা বন্ধ সংযোগ গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।

>বন্ধ সংযোগ গ্রাহক উপরে উল্লেখিত সুবিধা সমূহ উপভোগ করতে তার সিম থেকে যে কোন আউটগোয়িং কল, এসএমএস কিংবা যে কোন প্রকারে ব্যয় করে সিমটি চালু করার ৭২ ঘন্টার মধ্যে।
>কোন গ্রাহক এই অফারের জন্যে উপযুক্ত কিনা সেটা চেক করতে যে কোন রবি নম্বর থেকে বিনামূ্ল্যে এসএমএস পাঠাতে পারেন। এসএমএস এর ফরম্যাট হবে A 018XXXXXXXX, এবং পাঠাতে হবে ৮০৫০ নম্বরে।
> সকল চার্জের উপর এসডি ও ভ্যাট প্রযোজ্য হবে।

ক্যাম্পেইনের সময়সীমা:
পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত চালু থাকবে।  
 এই পোস্টটি প্রথমে এখানে হয়েছিল।

4 thoughts on "রবিতে ফিরে আসলেই বন্ধ সংযোগে পাচ্ছেন মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট।"

  1. mahmudul hasan Contributor says:
    ধন্যবাদ!
    1. Saifulp Contributor Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
  2. Junaed Author says:
    *8666*090# dial korle wrong keyword bole keno??? Code ta ki OK???
  3. A.A Noman Contributor says:
    vaia eta ki 2nd bar paoa jabena?

Leave a Reply