সকল রবি প্রিপেইড গ্রাহক (উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট বাদে) জরুরী অবস্থায় ১০০ টাকা পর্যন্ত চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। গ্রাহকের ব্যালেন্স ০ থেকে ৫ টাকার মধ্যে আসলে এই ব্যালেন্স পাওয়া যাবে।

ব্যতিক্রম:
উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট বাদে।

যাদের ঝটপট ব্যালেন্সে বকেয়া ছিল তারা বাদে।

যারা ইতোমধ্যে পুরনো ঝটপট ব্যালেন্স সুবিধা পেয়েছেন তারা বাদে।

অফারের বিবরণ:
সাবস্ক্রিপশন: START O লিখে ৮৮১১ নম্বরে এসএমএস পাঠিয়ে কিংবা *১২৩*০০৭# ডায়াল করে সাবস্ক্রিপশন করতে পারেন।

সকল রবি প্রিপেইড গ্রাহকণ তাদের পূর্ববর্তী ব্যবহারের ভিত্তিতে ১২ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্স পাবেন।

গ্রাহকের ব্যবহার ও রিচার্জ প্যাটার্ন অনুযায়ী ঝটপট ব্যালেন্স ক্রেডিটের পরিমাণ নির্ভর করবে।

চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্স নিতে গ্রাহক নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
উএসএসডি: *১২৩*০০৭# ডায়াল করুন (চার্জ নেই)।

এসএসএস: START O লিখে ৮৮১১ নম্বরে এসএমএস পাঠিয়ে দিন।

চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্সের নিবন্ধন বাতিল করতে গ্রাহককে কোন নম্বর ডায়ালের দরকার হবে না। ঝটপট ব্যালেন্সের দরকার হলে গ্রাহককে উপরে উল্লেখিত নম্বর ডায়াল করতে হবে।

গ্রাহক চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্সের জন্যে উপযুক্ত কিনা সেটা জানতে নিম্নরূপ পদক্ষেপ নিবেন:
STATUS লিখে ৮৮১১ নম্বরে ডায়াল করুন।

যে কোন লোকাল ভয়েস কল, লোকাল এসএমএস ও যে কোন ভয়েস এবং/অথবা এসএমএস বান্ডল কেনার ক্ষেত্রে এই ব্যালেন্স ব্যবহার করা যাবে।

চাহিদা ভিত্তিক জরুরী ব্যালেন্স; ফ্যাক্ট ও জিজ্ঞাসা:
গ্রাহকের পরবর্তী রিচার্জ থেকে চাহিদা ভিত্তিক জরুরী ব্যালেন্সের টাকা (রিচার্জকৃত টাকার ৭০% কিংবা ব্যবহৃত টাকার পুরোটা – যে পরিমাণটি কম হয়) কেটে নেওয়া হবে।

গ্রাহক চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্সের সর্বোচ্চ/পুরোটাই উপভোগ করতে পারবেন। ক্রেডিটের টাকা ব্যবহার করা হলে, লোন (আংশিকভাবে/পুরোপুরি) শোধ না করা পর্যন্ত নতুন ক্রেডিট পাওয়া যাবে না।

চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্স নেওয়ার সময় বিদ্যমান প্যাকেজ কল চার্জ ও পালস্ অপরিবর্তিত থাকবে।

চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্স উপভোগ করতে হলে গ্রাহকের মূল অ্যাকাউন্টের মেয়াদ থাকতে হবে।

চাহিদা ভিত্তিক ঝটপট ব্যালেন্সের ক্ষেত্রে কোন আইডিডি/রোমিং ব্যবহার অনুমোদিত না।

ক্যাম্পেইনের মেয়াদ:পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত।

TrickJagat.Com

3 thoughts on "রবিতে চাহিদা অনুযায়ী ঝটপট ব্যালেন্স নিন।"

  1. SahriaR Contributor says:
    Don’t Spam…Gyse….tomake na bigowap theke ban karchi shodho spamper jonnn. …..Gyse Ei Id Ta Rana Vai bazeupto karbe…..Sabdhn….Gyse….
  2. hafijur111 Contributor says:
    জিপি ফ্রি নেট চলে না আজ ২ টার পর থেকে

Leave a Reply