শিরোনাম দেখে চমকে গেছেন? হুম চমকে যাওয়ারই কথা। আপনার রবি সিমে ফ্রিতে নিতে পারবেন ২৫০ এমবি। যার মেয়াদ ৩ দিন এবং ব্যবহার করতে পারবেন ২৪ ঘন্টা। তাই এই সুযোগ আর হাতছাড়া করবেন কেন। রবি সিমে এই ফ্রি ২৫০ এমবি নিতে আপনাকে একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সফটওয়্যারটির নাম হলো “রবি ক্যাশ।” এটি রবির বিভিন্ন সেবার মধ্যে একটি সেবা। এটির মাধ্যমে বিদ্যুতের বিলসহ ইত্যাদি বিল পরিশোধ করতে পারবেন। যা ব্রাউজিং খরচ একদম ফ্রি কোনো টাকা বা এমবি কাটবেনা। তো রবি তাদের সকল গ্রাহককে এই সফটওয়্যারটির ব্যবহারের আওতায় আনার জন্যই এই ফ্রি অফারের আয়োজন করেছে। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আর যদি ডাউনলোড ছাড়া কারো কাছ থেকে সফটওয়্যার নিতে চান, তাও পারবেন। তারপর সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করুন। তারপর অপেন করুন। তারপর নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন।
উপরের স্ক্রিনশটের মত (১) বক্সে আপনার রবি নাম্বারটি টাইপ করুন। (২) Proceed বাটনে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মত আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন করতে Create Wallet বাটনে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মত ok বাটনে ক্লিক করুন। এইবার আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে।
তারপর উপরের স্ক্রিনশটের মত আবার Proceed বাটনে ক্লিক করুন। অটোমেটিক লগ ইন হয়ে যাবে।
এইবার আপনার কাজ শেষ। ফ্রি এমবির জন্য আপনাকে ৫ দিন বা তার কম সময় অপেক্ষা করতে হবে। ৫ দিনের মধ্যে আপনার রবি সিমে ২৫০ এমবির ফ্রি ম্যাসেজ আসবে। যা ব্যবহার করতে পারবেন ২৪ ঘন্টা এবং এর মেয়াদ ৩ দিন। বিশ্বাস না হলে উপরের স্ক্রিনশটটি দেখুন। আমি আমার রবি নাম্বার রেজিস্ট্রেশন করার ৩ দিন পর ২৫০ এমবির ম্যাসেজ এসেছে। এমবি আসার পর এমবির ব্যালেন্স চ্যাক করতে *৮৪৪৪*৮৮# ডায়াল করুন দেখুন আপনার ২৫০ এমবি শো করতেছে।
ami age reg kori nai.
হা হা হা