রবি বন্ধ সংযোগে ফিরে আসলেই পাচ্ছেন ১০ জিবি ইন্টারনেট ১০১ টাকায় যার মেয়াদ ৩০ দিন আর ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা । কিন্তু ১০ জিবির মধ্যে ৫ জিবি হলো যেকোনো কিছু চালানো যাবে আর বাকি ৫ জিবি ৪জি ইন্টারনেট ।
আরেকটা কথা, আপনি তো প্রথমবার ১০১ টাকায় ১০ জিবি নিলেন ।
এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখানেই কী শেষ?
উত্তরে আমি বলবো, না শেষ নয় । আপনার এই মেগাবাইট শেষ হলে আপনি আবার ১০১ টাকা রিচার্জ করে অফারটি নিতে পারবেন । শুধু এখানেই শেষ নয় ।
আপনি যদি দ্বিতীয়বার ১০১ টাকায় ১০ জিবি না নিতে চান তাহলে আপনি কম টাকায় ১জিবি মেগাবাইট নিতে পারেন । আর তার জন্যে আপনাকে যা করতে হবে, ১০ জিবি নেট শেষ হওয়ার পর আপনি আপনার বন্ধ সিমে রিচার্জ করুন ডাটা কার্ড/ইজিলোড প্যাক । তাহলে আপনাকে দেওয়া হবে ৭ দিন মেয়াদী ১জিবি ইন্টারনেট ।
খুশির খবর আরেকটি রয়েছে আর সেটি হলো, আপনি আগামী ০৭ (সাত) দিনের মধ্যে আপনি সিমটি ফ্রি তে রিপ্লেস করে নিতে পারেন আপনার নিকটস্থ রবি কেয়ার অথবা বায়োমেট্রিক পয়েন্টে ।
–
চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি ১০১ টাকায় ১০ জিবি ইন্টারনেট নিবেন ।
–
এই অফারটি নিতে হলে আপনার রবি সিমটি বন্ধ সিমের আওতাভুক্ত হতে হবে । আপনার রবি সিমটি বন্ধ সিমের আওতাভুক্ত কী না তা জানতে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *৮০৫০# লিখে ডায়াল করুন তারপর এরকমটা (ছবি-০১) দেখতে পাবেন, সেখানে আপনার রবি সিমটির (যে সিমটি বন্ধ সিমের আওতাভুক্ত কী না) নাম্বার
উক্ত বক্সে প্রদান করুন ।
–
এখন একটা ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার সিমটি বন্ধ সিমের আওতাধীন কী না । আওতাভুক্ত হলে (ছবি-০২) ম্যাসেজটি আপনাকে পাঠানো হবে ।
–
এখন আপনি আপনার রবি সিমে (যে সিম বন্ধ সিম অফারের আওতাভুক্ত) ১০১ টাকা রিচার্জ করুন । তাহলে আপনাকে দেওয়া হবে (ছবি-০3) ১০জিবি ইন্টারনেট যা ব্যবহার করা যাবে ৩০ দিন, দিনরাত ২৪ ঘন্টা ।
–
[বিঃদ্রঃ এই দেখুন আমি গতকালই ১০জিবি ইন্টারনেট নিলাম (ছবি-০৪) ]
–
ধন্যবাদ সবাইকে । যাদের কাছে আমার টিউনটি ভালো লাগবে না তাঁরা দয়া করে খারাপ মন্তব্য করবেন না ।
যে কেউ নিতে পারবে SMS আসলে
ধন্যবাদ
থাকলে জানাবেন প্লিজ?
৩ মাস দরে এই ওপার পাইতেছি তাহলে বন্ধ সিমের ওপার হল কি করে