গার্লফ্রেন্ড এর জন্মদিনটা তো ঠিক
মনেই ছিল, কিন্তু বিপত্তি বাঁধাল কি
সময় মত মোবাইলের ব্যালেন্স রিচার্জ
করতে ভুলে গিয়ে? আপনার কি মাথায়
হাত দেওয়ার অবস্থা এই ভেবে যে
প্রিয়তমা আপনাকে ভুল বুঝে না বসে?
রাত ১২ টার সময় রিচার্জই বা করবেন
কিভাবে? এসব অদ্ভুতুরে সমস্যা থেকে
রবি গ্রাহকদেরকে নিশ্চিন্ত করতেই
‘ব্যালেন্স ট্রান্সফার ও রিকোয়েস্ট’
সার্ভিস।
তবে জেনে নিন কীভাবে হবেন
নিশ্চিন্তঃ
বেছে নিন আপনার প্রিয় রবি
গ্রাহককে, যাকে আপনি ব্যালেন্স

রিকোয়েস্ট করতে স্বাচ্ছন্দ বোধ
করবেন। এরপর-
১) মোবাইলের মেসেজ অপশন এ যান।
২) আপনার কাঙ্ক্ষিত টাকার
পরিমাণটি লিখুন (যেমন- ২৫)।
৩) ১২১১ এর সাথে একটি স্পেস দিয়ে
আপনার প্রদানকারীর নম্বর টাইপ করুন
(যেমন- ১২১১ ০১৮yyyyyyyy) এবং প্রেরণ
করুন।
৪) একটা ফিরতি কনফার্মেশন মেসেজ
পাবেন।
আপনার প্রিয় ওই রবি গ্রাহক যখন
রিকোয়েস্টের জন্য একটি মেসেজ
পাবেন, Y লিখে একটি ফিরতি
মেসেজ পাঠিয়ে দিলেই আপনার
কাছে আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স
চলে আসবে।
এছাড়া, রিকোয়েস্ট না পেয়ে
সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করতে
চাইলে-
১) মোবাইলের মেসেজ অপশন এ যান।
২) প্রেরণ করার জন্য টাকার পরিমাণটি
লিখুন (যেমন- ২৫)।
৩) ১২১২ এর সাথে একটি স্পেস দিয়ে
যাকে প্রেরণ করবেন তার নম্বর টাইপ
করুন (যেমন- ১২১১ ০১৮xxxxxxxx) এবং প্রেরণ
করুন।
৪) একটা ফিরতি কনফার্মেশন মেসেজ
পাবেন।

Trickbd.com এর সাথেই থাকুন।।।

2 thoughts on "আপনার রবি সিমের ব্যালেন্স শেষ, কোন চিন্তা নেই রবি নিয়ে এলো, ‘ব্যালেন্স ট্রান্সফার ও রিকোয়েস্ট’ সার্ভিস।"

  1. ehmorshed Contributor says:
    ONLINE EARNING & Free Gift .যে যে পেতে চান ei linkএ গিয়ে Account খুলেন. কোন প্রবলেম হলে Sms এ জানাবেন http:// goo.gl/iFJbCI
    ###rmv space
  2. kuwait Contributor says:
    khankir polara .5 poysa paile massege dite dite rater ghom haram koira falibo

Leave a Reply