Welcome to my 50th post.

ব্যাকলিংক একটি ওয়েবসাইট রেংকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । ব্যাক লিংক এর মাধ্যমে ওয়েবসাইটের ডোমাইন অথোরিটি খুব সহজেই বৃদ্ধি পায়। তাই নতুন ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে এমন একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়ার সিস্টেম দেখাবো। সেই ওয়েবসাইটে ডোমেইন অথোরিটি ৯০/১০০। এবং এর বর্তমান ব্যাকলিংক সংখ্যা ৪১ মিলিয়ন।

তাই এই ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করা ওয়েবসাইটের জন্য খুবই ভালো।  এই ওয়েবসাইট থেকে কিভাবে ব্যাক লিংক নিবেন তা নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হলো।
প্রথমে about.me ওয়েবসাইটে ভিজিট করুন।

উপরের দেখানো স্কিনশট এর মত Get started for free অপশনে ক্লিক করুন।

এবার যে কোন মাধ্যমে কন্টিনিউ করুন। অর্থাৎ আপনাকে একটা একাউন্ট করতে হবে। google account অথবা ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমে কন্টিনিউ করুন।

ফাস্ট নাম এবং শেষের নাম লিখে Next অপশনে ক্লিক করুন।

আপনার লোকেশন লিখুন এবং next অপশনে ক্লিক করুন।

আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরির পোস্ট পাবলিস্ট হয় সেই রকম পাঁচটি ক্যাটাগরি সিলেক্ট করুন। এবং next অপশনে ক্লিক করুন।


আপনি কি করেন সেটা সিলেক্ট করুন(সর্বোচ্চ তিনটি)।

যে কোন একটি সিলেক্ট করুন। যেহেতু আমাদের আর্টিকেল সম্পর্কিত ব্লগ তাই read my article সিলেক্ট করুন।

এবার ওয়েবসাইটের লিংক দিয়ে next অপশনে ক্লিক করুন।

একটি প্রোফাইল পিকচার আপলোড করুন। ওয়েবসাইটের লোগো ও দিতে পারেন। Looks good ওখানে ক্লিক করুন।

যে কোন একটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন।

Next ওখানে ক্লিক করুন।

I went to connect an exciting domain লেখায় ক্লিক করুন।

এখানে আবারো আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে continue with a free page অপশন এ ক্লিক করুন।

সুন্দর একটি ইউজার নেম দিয়ে next অপশনে ক্লিক করুন।

ক্যাপচা পূরণ করুন। Next অপশনে ক্লিক করুন

ব্যাস কাজ কমপ্লিট। এখন show me my page অপশনে ক্লিক করুন।

এখান থেকে আপনি আপনার তৈরিতে পেজের প্রিভিউ দেখতে পারবেন। Next অপশনে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসবে।

ব্যাস হয়ে গেলে আপনার ওয়েবসাইটের স্ট্রং ব্যাক লিংক তৈরি।

Please visit- Trickmi.com

One thought on "সম্পূর্ণ ফ্রিতে হাই কোয়ালিটির ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিন।"

  1. utpolra Contributor says:
    no index this backlinks

Leave a Reply