SEO TUTORIAL BY NIHAN

আপনি একটা সাইট তৈরী করলেন যেটা
অনেক তথ্যবহুল এবং আশা করেছিলেন যে
হাজার হাজার ভিজিটর পাবেন,কিন্ত
তা পাচ্ছেন না।কারন এখনও একটা
গুরত্বপূর্ন কাজ বাকি আছে যেটা আপনার
সাইটকে হাজারো ভিজিটর দেবে তা
হল সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)
সার্চ ইন্জিন অপটিমাইজেশন
(SEO ) কি
পূথিবীতে অনেক সার্চ ইন্জিন আছে
যেমন সবচেয়ে বিখ্যাত হল গুগল,এরপর
আছে ইয়াহু,বিং ইত্যাদি।কেউ যদি
বাংলায় এইচটিএমএল শিখতে চায়
তাহলে হয়ত সে “এইচটিএমএল
টিউটোরিয়াল” লিখে গুগলে সার্চ
দেবে কারন সে হয়ত বাংলায়
এইচটিএমএল টিউটোরিয়াল আছে এমন
কোন ওয়েবসাইটরে ঠিকানা জানেনা।
এখন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে
যেখানে বাংলায় এইচটিএমএল
টিউটোরিয়াল আছে।এখন যদি
“এইচটিএমএল টিউটোরিয়াল” লিখে
গুগলে সার্চ দিলে গুগলের প্রথম পেজে

আরও ভাল হবে যদি প্রথম পেজের প্রথম
লিংকটাই আপনার সাইটের হয় তাহলে
নিশ্চিত থাকতে পারেন যে ঐ ইউজার
যে “এইচটিএমএল টিউটোরিয়াল” দিয়ে
খুজছিল সে অবশ্যই আপনার সাইটে
যাবেই।এই যে একজনের সাইট গুগলে সবার
আগে দেখাল অথচ বাংলায় এইচটিএমএল
টিউটোরিয়াল আছে এমন বহু
সাইট,ব্লগ,ফোরাম ইত্যাদি থাকার
পরেও,যে সাইট আগে দেখালো সে
সাইটে কিছু কৌশল অবলম্বন করা
হয়েছিল
এসব কৌশলকে বলা হয় সার্চ ইন্জিন
অপটিমাইজেশন (SEO)
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)
প্রধানত ২ ধরনের

১. অন পেজ (যেটা সাইটের ভিতরেই করা
হয় যেমন টাইটেল
ট্যাগ,কনটেন্ট,কিওয়ার্ড
ইত্যাদি প্রাসঙ্গিক হওয়া )

২. অফ পেজ (যেটা সাইটের বাইরে করা
হয় যেমন ব্লগ,ফোরাম পোস্টিং)
এখানে শুধু অর্গানিক সার্চ ইন্জিন
অপটিমাইজেশন (Organic SEO) এর
টিউটোরিয়াল থাকবে,পেইড সার্চ
ইন্জিন অপটিমাইজেশন (Paid SEO) নয়।
পেইড সার্চ ইন্জিন অপটিমাইজেশনbr />গুগলে সার্চ
দিলে মাঝে মাঝে

দেখবেন সার্চ রেজাল্টের ডানে বা
উপরে ভিন্ন রং (সাধারনত হালকা
খয়েরি) কিছু লিংক থাকে (যে শব্দ
দিয়ে সার্চ দিয়েছেন সেটা
সংশ্লিষ্ট)।এগুলি পেইড লিংক অর্থ্যাৎ
এর জন্য গুগলকে অর্থ দিতে হয়েছে।এই
ধরনের অপটিমাইজেশনকে পেইড এসইও
(Paid SEO) বলে।
অর্গানিক সার্চ ইন্জিন অপটিমাইজেশনbr />যে
লিংকগুলি সার্চ রেজাল্ট পেজে
সাধারনভাবে প্রদর্শিত হয় মানে গুগল
এগুলি কোন বিশেষ রং দিয়ে হাইলাইট
করেনা এগুলি অর্গানিক লিংক।এই
ধরনের অপটিমাইজেশনকে অর্গানিক
এসইও (Organic SEO) বলে। এটাকে
এলগরিদমিক SEO ও বলে।

আগে বলে রাখি আপনা রা যদি comment বাকি part চান তাইলে দিব। আর না চাইলে দিব না এখানে শেষ

সৌজন্য

আমার সাইট

7 thoughts on "[ SEO পর্ব – ১ ] সকল ধারনা সহ SEo সিখুন।Part-1 BY Nihan"

  1. Mostahed Contributor says:
    Next Part Plz
  2. Nihan Author Post Creator says:
    okkk.Bro dekhi আরো comment পাইলে দিব কাল।
  3. Rakib Raihan Contributor says:
    ভাই প্লিজ কেউ বলুন যে মডেম বাদে আমি কিভাবে কম্পিউটারে ইন্টারনেট চালাবো।
    1. Rivu007 Contributor says:
      আপনি প্রথমে Android ফোন এর Setting>More>Tethering & Portable hotspot এ গিয়ে USB Tethering এ টিক চিহ্ন দিবেন,,,তারপর ডাটা ওপেন করে কম্পিউটার এ কেবল দিয়ে সংযোগ দিন কাহিনী শেষ অথবা নোকিয়া মোবাইল দিয়ে Pc suite চালাতে পারেন।
      আর আপনি এরকম কমেন্ট পোস্টে দিবেন না,,,এর জন্য আলাদা বিভাগ আছে।।
  4. Rivu007 Contributor says:
    ভাইয়া পরবর্তী টিউটোরিয়াল গুলো দিন…..
    আমরা শিখতে চাই।।
  5. BloggerBoy Contributor says:
    এইগুলা সব একটা App থেকে কপি করা!!
    1. Shishir Contributor says:
      u r8

Leave a Reply