প্রথমে একটা স্ক্রিনশট শেয়ার করি, দেখুন আমি প্রতিনিয়ত যা বলি তার প্রমান , কিভাবে মানুষ অন্যের কাছ থেকে ২-১ টাকার জন্য বেইমানি করে, আপনার সাইটে কেউ কাজ করে দিবে কিন্তু নিজের সাইটের এড ঢুকিয়ে দিবে, টাকাও নিবে, আল্লাহকে তারা ভয় করেনা, কেয়ামতের দিন প্রতিটি কাজের হিসাব দিতে হবে , দেখুন (আমি নাম / ছবি প্রকাশ করে এই লোকের মান ক্ষুন্য করতে চাইনা)
তো দেখলেন, এবার দেখুন কিভাবে এস ই ও রিমুভ করাবেন, ধরুন আপনি আপনার সাইট এস ই ও রাখতে চান না, বা সার্স ইঞ্জিনে আপনার সাইটের কিছু রাখতে চান না। তখন ২ ভাবে (প্রধানত) রিমুভ করা যায়।
১। আপনি কারো কাছ থেকে করে নিয়েছেনঃ সে আপনার সাথে বেইমানি করেছে, এডিট করে সাইট এর এইস,টি,এম,এল কোড রিমুভ করা, সার্স ইঙ্গিন মাস্টারে আপনার সাইট লিংক থাক বা না থাক যায় আসেনা, গুগোল থেকে বা নেট জগত থেকে চলে যাবে।
২। আপনি অন্যের সাইট এ এস ই ও করে দিয়েছেনঃ সে আপনার সাথে বেইমানি করেছে, অর্থাৎ পেমেন্ট নিয়ে ঝামেলা করেছে, আপনি তার সাইটের এস ই ও রাখতে চান না। এখন যদিও তার সাইটে কোড থাকে, মেটা, ডীস, ইত্যাদি থাকে, দামি কিওয়ার্ড থাকে, নো প্রব্লেম্ম , আপনি সোজা সাইটের মাস্টার টুল থেকে তার আসিট রিমুভ করে দিন , কেল্লা ফতে , সাইটে কোড থাক বা না থাক যায় আসেনা, গুগোল থেকে বা নেট জগত থেকে চলে যাবে। দেখুন স্ক্রিণ শট
আরো পথ আছে, কিন্তু সিকিউরিটি গত কারণে সব কথা শেয়ার করতে পারছিনা তাই ক্ষমা চাচ্ছি।
- যদি কারোও উপকারে লাগে Subscribe to tutorial channel
- যোগাযোগ আমার ব্লগ সাইট এডিটেড কন্টাক্ট ফর্ম আছে
7 thoughts on "জেনে নিন ২ ভাবে সাইটের SEO রিমুভ করাবেন [প্রতারক থেকে সাবধান হওয়ার জন্য কাজে লাগবে]"