বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক কালেকশন করুন। যেমন:
- social bookmarking
- social networking
- rss
- article directory
- forum
- press release
- video
- web 2.0 profiles
- directory submitter
- podcast etc.
১. Be a true source অর্থাৎ আপনার সাইট এর কন্টেন্ট গুলো এত ভাল করুন যে, যেন যে কেউ আপনার সাইটের সাথে লিঙ্ক করতে বাধ্য হয়। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ।
২. লক্ষ রাখবেন আপনার সাইটের সব ব্যাকলিঙ্ক যেন comment থেকে না আসে তাহলে সার্চ ইঞ্জিন সহজেই বুঝে ফেলবে এগুলো আপনারই কারসাজি ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য। আর অধিকাংশ কমেন্ট No follow করা থাকে।
৩. অথরিটি ব্যাকলিঙ্ক কালেক্ট করার চেষ্টা করুন, যেগুলোকে সার্চ ইঞ্জিন অনেক বেশি প্রাধান্য দেয়। ১০০টা নতুন ০ পেজর্যাঙ্ক সাইটের ব্যাকলিঙ্ক এর চেয়ে একটা ৭-৮ পেজর্যাঙ্কযুক্ত ১টা সাইটের ব্যাকলিঙ্ক এর বেশি মূল্য। আরো অনেক কিছুর মাধ্যমে ন্যাচারাল ব্যাকলিঙ্ক কিনা তা মেজার করা হয়। আশা করি কিভাবে ন্যাচরাল ব্যাকলিঙ্ক করতে হয় সে সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি। বাকিটুকু ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সবচেয়ে বড় উপায় হল আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যে কাজটা করছেন সেটা ন্যাচারাল কিনা- দেখবেন তাহলেই উত্তর পেয়ে যাবেন। আর ভুল ত্রুটিতো হবেই।
লিঙ্ক বিল্ড আপ করার অনেক পদ্ধতি আছে। সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন অবশ্য আগের অনেক পদ্ধতি আছে যেগুলো কোন কাজ করে না। তাই খুবই বুঝেশুনে Linkbuild up করবেন।
Link Popularity
লিঙ্ক পপুলারিটি বলতে বোঝায় আপনার সাইটের কত গুলো ব্যাকলিঙ্ক আছে, যেমন ব্যাকলিঙ্ক গুলোর অথরিটি কেমন, এর ভিতরে আরো অনেক এলিমেন্ট আছে। যেমন
- ব্যাকলিঙ্ক এর পেজ এর Quality কেমন
- Anchor text হিসেবে কি ব্যবহার করা হয়েছে
- Age of Link ( এখন অবশ্য এটার আর আগের মত গুরুত্ব নাই, তারপরও গুরুত্ব দেয়া উচিৎ)
- সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে পেজ থেকে Backlink করছেন, সেই পেজের সাথে আপনার সাইটের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা কতখানি। যেমন:
আপনি kindle সাইটে হয়ত একটি ব্যাকলিঙ্ক করলেন যে সাইটের বিষয়বস্তু হয়ত Realestate তাই সাবধান – বিষয়বস্তুর সাথে মিল রাখুন। - এছাড়াও আরও কত যে Factor আছে তার শেষ নেই (কারন এখনও অনেক Factor অজানা)
Link popularity গুরুত্বপূর্ণ কেন?
আপনারা জানেন যে on page এর সমস্ত কাজ website এর মালিক বা webmaster ই করে থাকে। তাই সে যদি ইচ্ছা করে তাহলে সে তার সাইটে বিভিন্ন ধরনের Fake ইনফরমেশন দিতে পারে(যা হয়ত তার সাইটে নাই) যা দিয়ে হয়ত সে Search engine এ র্যাঙ্ক করার চেষ্টা করতে পারে। তাই search engine link popularity কে এত গুরুত্বদেয়। কারণ মানুষ সেই সব সাইটের সাথে লিঙ্ক করে যাদের তথ্য বিশ্বাসযোগ্য এবং উপকারী। তাই traditionally এটা বিশ্বাস করা হয় যে, যে সাইটের যত ব্যাকলিঙ্ক তার মানে সেই সাইটের credibility তত বেশি। সার্চ ইঞ্জিন একেকটা ব্যাকলিঙ্ককে একেকটা ভোট হিসেবে কাউন্ট করে। কিন্তু মানুষ সার্চ ইঞ্জিনকে ধোকা দেয়ার জন্য বিভিন্ন ভাবে ব্যাকলিঙ্ক করে। যেমন আমাদের উচিৎ trusted and informative সাইটের সাথে backlink করা কিন্তু আমরা তা না করে কোন সাইটের সাথে ব্যাকলিঙ্ক করি একারণে যে আমি যদি তাকে একটা ব্যাকলিঙ্ক দেই তাহলে সেও আমাকে একটা ব্যাকলিঙ্ক দেবে।
সার্চ ইঞ্জিন এগুলো জানা সত্ত্বেও এটাকে সার্চ র্যাঙ্কিং এর factor হিসেবে গন্য করে কারণ এটা proven বিষয় যার মাধ্যমে search engine কোন সাইটের relevancy ও credibility নির্ধারণ করতে পারে।
ধন্যবাদ। আগামী পোস্ট পড়ার আমন্ত্রন থাকলো।