আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে SEO নিয়ে প্রচলিত ১০টি ভুল ধারণা এই টপিকে আলোচনা করবো। এখন অনেকেই SEO নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। কিন্তু SEO নিয়ে কিছু ভুল ধারণা থাকায় তাদের অনেক সমস্যা হচ্ছে। তাই যারা এই সমস্যায় পড়েছেন বা সামনে SEO নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাদের জন্য আজকের এই পোস্ট টি।
SEO নিয়ে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে SEO কি। মূলত SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimization. ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাংক করতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই SEO. ওয়েবসাইটের র্যাংক বাড়িয়ে অর্গানিক ভিজিটর ওয়েবসাইটে নিয়ে আসতে SEO এর বিকল্প নেই।
আমরা SEO নিয়ে প্রচলিত ১০টি ভুল ধারণা সম্পর্কে জানার আগে কিছু ব্যাসিক জেনে নিবো। তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো এর জন্য আমাদের এটাও জানা লাগবে SEO কিভাবে কাজ করে। মূলত SEO কাজ করে মোট তিনটা ধাপে। নিচে বলছি।
• অন-পেজ SEO : অন পেজ SEO মূলত কাজ করে ওয়েবসাইটের কন্টেন্ট, কী ওয়ার্ড, অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন ও মেটা ট্যাগ এর মাধ্যমে।
• অফ-পেজ SEO : এই মূলত লিংক বিল্ডিং এ কাজ করে। অর্থাৎ, আপনার ওয়েন সাইটের কন্টেন্ট কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য যায়গা শো করা যায় সেটার জন্য কাজ করে।
• টেকনিক্যাল SEO : এইটা কাজ করবে আপনার ওয়েবসাইটের কার্যক্ষমতা বাড়াতে। অর্থাৎ কোনো পেজ দ্রুত লোড নেওয়া, মোবাইল কিংবা অন্যান্য ডিভাইসে সাইটকে ফ্রেন্ডলি করে তোলা ইত্যাদি।
SEO মূলত ওয়েবসাইটের সফলতার অন্যতম মূল চাবিকাঠি। এটি ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনার পাশাপাশি কনভার্সন বৃদ্ধি এবং ব্র্যান্ডের ভিজিবিলিটি উন্নত করতে সাহায্য করে। সার্চ ইঞ্জিনের বট আমাদের ওয়েবসাইট স্ক্যান করে এবং জরুরি তথ্য সংগ্রহ করে ইনডেক্স করে। এরপর সার্ভ ইঞ্জিনের এলগরিদম অনুযায়ী বিভিন্ন পেজ গুলো র্যাংকিং এ সাজানো হয়।
অর্থাৎ আপনার ওয়েবসাইটের তথ্য যতটা গুরুত্বপূর্ণ হবে সেই অনুযায়ী সেটা সার্চ ইঞ্জিনে র্যাংক করবে। আপনি যত ইউজফুল তথ্য সেখানে এড করবেন সেই হিসাবে সেটা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করবে। এর ফলে আপনার ওয়েবসাইট যত উপরে থাকবে তত বেশি অর্গানিক ভিজিটর পাবেন ওয়েবসাইটে। তাই SEO অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
উপরে আমি SEO নিয়ে অনেক কিছুই বলেছি। তার মধ্য সব থেকে জরুরি যেটা, সেটা হলো SEO আপনার ওয়েবসাইটকে র্যাংক করবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটকে যদি সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে চান তাহলে SEO এর যে বিকল্প নেই তা আশা করি বুঝতেই পেরেছেন।
এখন আপনি যদি SEO সম্পর্কে সঠিক বিষয় না জেনে ভুল ধারণাটাই মনের মধ্য রাখেন তাহলে অনেক ভুল হতে পারে আপনার যার ফলে আপনার ওয়েবসাইট এর র্যাংক তো বাড়বেই না আরো কমে যাবে। যার ফলে ট্রাফিক পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আমাদের SEO সম্পর্কে সঠিক বিষয় গুলো জানতে হবে।
উপরে আমি অনেক কিছুই বলেছি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে SEO সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা লাগে। তো SEO সম্পর্কে কিছু ভুল ধারণা অনেকেরই আছে, বিশেষ করে যারা নতুন করে শুরু করেছেন। তো নিচে আমি এমন ১০ টা ভুল ধারণা দিবো SEO সম্পর্কে যা মোটামুটি সব বিগেনারদেরই থাকে। সেগুলো ভালো মতো বুঝে নিয়েন।
অনেকেই মনে করেন, একটি পেজে বা কন্টেন্ট এ যত বেশি কীওয়ার্ড ব্যবহার করা হবে, সেই পেজটি বা কন্টেন্টটি তত ভালো র্যাংক করবে সার্চ ইঞ্জিনে। যদিও এটি একসময় কার্যকর ছিল, তবে বর্তমানে সার্চ ইঞ্জিন গুলো আপডেট এর কারণে বিশেষ করে গুগলের এলগরিদম কীওয়ার্ড স্টাফিং সনাক্ত করতে পারে এবং এটি র্যাংকিং এ নেতিবাচক প্রভাব ফেলে। আবার কীওয়ার্ড স্টাফিং ওয়েবসাইটের ব্যবহারকারীর অভিজ্ঞতাও নষ্ট করে। তাই আমাদের বর্তমান সময় দাড়িয়ে কি ওয়ার্ড স্টাফিং কে আর ইউজ না করার ভালো। আমি সাজেস্ট করবো এটা কেউ ইউজ কইরেন না আর।
এটা আরো একটা বড় ভুল ধারণা। SEO একটি চলমান প্রক্রিয়া। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন নিয়মিতই তাদের এলগরিদম আপডেট করে। আপনি যদি একবার SEO করেন এবং পরে সেটি আর আপডেট না করেন, তাহলে আপনার ওয়েবসাইটের র্যাংক কমে যাওয়ার অনেক বড় একটা পসিবলিটি রয়েছে।
এক সময় আমিও এই ধারণা রাখতাম। কিন্তু SEO নিয়ে কাজ করার পর এটা পরিষ্কার যে এটা নিতান্তই একটা ভুল ধারণা। হয়তো আমার আগের ধারণার মতো অনেকেই মনে করেন যে, যত বেশি ব্যাকলিংক থাকবে, ওয়েবসাইট ততটাই ভালো র্যাংক করবে।
কিন্তু বর্তমান SEO এর ক্ষেত্রে ব্যাকলিংকের গুণমান (quality) তার সংখ্যা থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নিম্নমানের বা স্প্যামি ব্যাকলিংক আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন সেটা আপনার ওয়েবসাইটের র্যাংক কমিয়ে দিবে এটা গ্যারান্টি ধরে রাখেন। পেজ, কন্টেন্ট ইত্যাদির সাথে মানানসই ব্যাকলিংক আপনাদের ব্যাবহার করতে হবে তাও এমন কিছু যা অবশ্যই কাজের।
যেমন ধরুন এই পোস্ট আমি SEO নিয়ে লিখছি। এখন যদি আমি এই পোস্টে ব্যাকলিংক হিসাবে “১ ক্লিকে ১০০ টাকা আয় করুন” এই টপিকে ব্যাকলিংক দিতাম আর সেখানে ক্লিক করার পর দেখতেন সেটা একটা স্প্যাম সাইট, তাহলে সেটা সার্চ ইঞ্জিন তো দূরে থাক আপনারাই মেনে নিতেন না। আর অবশ্যই কিছুটা হলেও তো বাজে শব্দ ব্যবহার করে নিজের মনের ভাষা প্রকাশ করতেন।
কিন্তু এই যদি এই পোস্টেই আমি “SEO নিয়ে কাজ করার আগে থেকে খুটিনাটি জানুন” এই ব্যাকলিংক দিতাম সেটা আপনাদের জন্যও (বিশেষ করে নতুনদের জন্য) ইউজ ফুল হতো আবার পোস্ট এর সাথেও মানানসই হতো। আশা করছি এই টপিকটা আমি ক্লিয়ার করতে পেরেছি।
অনেকেই কিন্তু সার্চ ইঞ্জিনে নিজের ওয়েবসাইট প্রমোশন করতে টাকা খরচ করে বিজ্ঞাপণ দিতে। যেমন আপনারা হয়তো প্রায়ই ট্রিকবিডিতে দেখেন যে ফুডপান্ডা কিংবা অন্যান্য ওয়েবসাইট এর এড ভেসে উঠে। (ফুডপান্ডা ছাড়াও আরো অনেক এড ই আসে আমি ফুডপান্ডা দিয়েই বুঝাই)।
এখানে আপনারা জানেন ট্রিকবিডি এর এডস গুলো গুগল এডসেন্স এর এড। তো এই এড কোম্পানীকে, অর্থাৎ গুগল এডসেন্স কে ফুডপান্ডা কোম্পানী টাকা দিয়েছে তাদের ওয়েবসাইট বা এপ এর বিজ্ঞাপণ প্রচার করতে। তো টাকা পাওয়ার পর সেই হিসাবে এডসেন্স কোম্পানী ফুডপান্ডার এড গুলো ফুডপান্ডা কোম্পানীর কথা মতো লোকেশন এর এরিয়াতে প্রকাশ করেছে।
যেহেতু ফুডপান্ডা বাংলাদেশি তাই বাংলাদেশ ব্যাতিত বাইরের দেশে তাদের এড আর শো করা হয় না। তো ফুডপান্ডা আর এডসেন্স এর কন্টাক যতদিন থাকবে ততদিন বাংলাদেশে তারা বিভিন্ন যায়গায় এই ফুডপান্ডার এড দেখাবে।
এই এড দেখানোর ফলে ফুডপান্ডা কিন্তু কিছু অর্গানিক ভিজিটর পাচ্ছে। কিন্তু এর মানে এটা নয় যে এটা আপনার ওয়েবসাইটকে র্যাংকিং বাড়াতে সাহায্য করবে। আপনারা ওয়েবসাইটকে র্যাংকিং বাড়ানোর জন্য এটা কোনো প্রকার হেল্প করবে না।
আপনাদের আরেকটা ভুল ধারণা কন্টেন্ট বড় হলেই সেটায় ভালো SEO হবে। এটা আরো ভুল ধারণা। যারা SEO নিয়ে কাজ শুরু করেছেন তারা আশা করি এটা প্রথমেই বুঝে গেছেন। এখন আপনি বলতে পারেন, তাই বড় পোস্ট মানে যদি SEO না হয় তাহলে আপনি এত বড় পোস্ট লিখছেন কেন?
এর উত্তর সহজ, আমি চাইনা যে এই সামান্য একটা টপিকের পোস্ট এর জন্য পার্ট ১,২,৩ ইত্যাদি করতে। এটা খুবই ছোট একটা টপিক যা মাত্র ৫-৮ মিনিটে সরাসরি কথা বলে বুঝানো সম্ভব। বাট লিখতে গেলে আপনাদের বুঝানোটা বেশি জরুরি তাই একটু বড় করা। কিন্তু এটার সাথে SEO এর সম্পর্ক নেই।
আপনারা ভাবেন যে ওয়েবসাইট এর মেটা ট্যাগ প্রয়োজন নেই। কিন্তু SEO তে মেটা ট্যাগ প্রচুর গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডেস্ক্রিপশন আপনার কন্টেন্ট এর প্রাসঙ্গিকতা বুঝতে সাহায্য করে।
SEO কেবল গুগলের জন্য করলেই হবে এটা আরেকটা ভুল ধারণা আপনাদের। যদিও এটা আপনার ওয়েবসাইটের গুগল র্যাংক বাড়াতে সাহায্য করবে না। কিন্তু আপনি যদি গুগলের পাশাপাশি বিং, ইয়াহু ইত্যাদির মতো সার্চ ইঞ্জিনেও আপনার ওয়েবসাইট SEO করেন তাহলে আপনি আরো বেশি অর্গানিক ট্রাফিক পাবেন।
আপনারা নিশ্চয়ই জানেন চীন, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান, কিউবা ইত্যাদি দেশে গুগল সার্চ ইঞ্জিন সহ গুগলের আরো প্রোডাক্ট ব্যান করা আছে। অর্থাৎ সেখানে গুগল ইউজ করতে পারে না তারা। বিশেষ করে চীনের মতো একটা বিশাল জনসংখ্যার মতো দেশে গুগল ব্যান। তবে আপনার ওয়েবসাইট যদি বিং বা ইয়াহুর মতো অন্যান্য সার্চ ইঞ্জিনেও অপটিমাইজ থাকে তাহলে আপনি হয়তো ব্যান হওয়া দেশ থেকেও কিছু পরিমাণ ট্রাফিক পেতে পারেন।
অনেকেই এটি এড়িয়ে যান। তবে ইমেজ অপটিমাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ SEO । ইমেজ ফাইলের নাম, অল্ট ট্যাগ (alt tag), এবং সঠিক ফরম্যাট ব্যবহার করলে ওয়েবসাইটের লোডিং স্পিড বেড়ে যায় এবং এটি সার্চ ইঞ্জিনে র্যাংক বাড়াতে সাহায্য করে।
SEO এর জন্য যে লোডিং স্পিড কতটা জরুরি তা আপনারা SEO নিয়ে কাজ করলেই বুঝতে পারবেন। ওয়েবসাইটের লোডিং স্পিড গুগলের র্যাংকিং ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম। ধীরগতির ওয়েবসাইট ব্যবহারকারীদের হতাশ করে এবং গুগল সেটিকে র্যাংকিং এ পিছিয়ে দেয়। পাশাপাশি দ্রুত লোডিং সাইট ব্যবহারকারীদের ধরে রাখে এবং সাইটের র্যাংক উন্নত করতে সাহায্য করে।
অনেকে লোকাল SEO-এর গুরুত্ব কম মনে করেন। কিন্তু লোকাল SEO স্থানীয় ব্যবসার জন্য অত্যন্ত কার্যকর। এটি আপনার ব্যবসাকে নির্দিষ্ট এলাকার অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। “নিয়ার মি” সার্চগুলোর জন্য লোকাল SEO অপরিহার্য।
আমি আজকে আপনাদের সাথে SEO নিয়ে প্রচলিত ১০টি ভুল ধারণা নিয়ে আলোচনা করলাম। পোস্ট টা ছোট একটা টপিকে হলেও এটা বেশ বড় একটা পোস্ট হয়ে গেছে। তাই যদি কোথাও আমার লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটার রিপ্লে দিয়ে বুঝাই দিবো। আর যারা নতুন SEO শুরু করছেন তারা অবশ্যই এই ভুল গুলো এড়িয়ে চলবেন। এটা ২০২৫ সালের এখন পর্যন্ত যে লেটেস্ট ভুল গুলো সবাই করছে তাদের উপর রিসার্চ করে এই আর্টিকেল লেখা হয়েছে।
আশা করবো আপনাদের ভালো লাগবে পোস্ট টি। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।