সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা
প্রতিনিয়ত বাড়ছে। প্রতিদিনই অসংখ্য ব্লগ
বা সাইট তৈরী হচ্ছে ওয়ার্ডপ্রেসের
সাহায্যে। ব্লগে ভিজিটরের জন্য প্রয়োজন
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশনের কাজটি অনেক সহজ করে
দিয়েছে। ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন গুলো
ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেসে এসইও
করা সম্ভব ।
এসইও এর জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগইন
১. ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন (Yoast)
ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সবচেয়ে বেশী
ব্যবহৃত ওয়ার্ডপ্রেস প্লাগিন। ২০১৫ সালে
ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সবচেয়ে বেশী
রেটিং এবং এক্টিভ ইনস্টলের তালিকায়
শীর্ষে রয়েছে।
এই প্লাগিনের অসংখ্য ফিচারের মধ্যে
রয়েছে
ক. পেজ এনালাইসিস (আপনাকে কি কি
করতে হবে তা জানিয়ে দিবে)
খ. মেটা ট্যাগ
গ. এক্সএমএল সাইটম্যাপ
ঘ. প্রোফাইল ও ক্যানোনিকাল ইউআরএল
সেটিংস
ঙ. সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এবং
আরও অনেক কিছু ।
ডাউনলোড লিংক: WordPress SEO by
Yoast
২. All in one SEO pack প্লাগিন ওয়ার্ডপ্রেস
সাইটে এসইও এর জন্য আর একটি অনন্য
প্লাগিন। স্বয়ংক্রিয়ভাবে মেটা ট্যাগ ও

টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। আপনি যদি
একই কন্টেন্টের পুনরাবৃত্তি করতে না চান
তবে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন ।
ওয়ার্ডপ্রেস ইকর্মাস সাইটের জন্য এই
প্লাগিনটি অনন্য।
এর অনন্য ফিচাগুলোর মধ্যে রয়েছে
ক. গুগল অ্যানালাইটিক্স সাপোরখ. স্বয়ংক্রিয় মেটা ট্যাগযুক্ত করন
গ. এক্সএমএল সাইটম্যাপ
ঘ. সোশ্যাল মিডিয়া যুক্তকরণ
ঙ. ইকমার্সের জন্য এসইও ইন্টিগ্রেশন
ডাউনলোড লিংক : All in One SEO Pack Plugin
৩. এসইও আল্টিমেট আপনার সম্পুর্ণ সাইটকে
এসইও বান্ধব করার জন্য এসইও আল্টিমেট
ওয়ার্ডপ্রেস প্লাগইনসটি ব্যবহার করতে
পারেন । এসইও আল্টিমেটের নতুন অনেক
ফিচার যেমন ৪০৪ ত্রুটি খুজে বের করা,
পার্মালিংকের গঠন ঠিক করা ইত্যাদি।
এসইও আল্টিমেটের ফিচার সমুহ
ক. টাইটেল ট্যাগ
খ. ৪০৪ ত্রুটি খুজে বের করা
গ. পার্মালিংকের গঠন ঠিক করা
ঘ. সোশ্যাল মিডিয়া
ঙ. প্রকাশক হাইলাইটার
ডাউনলোড লিংক: SEO Ultimate Plugin
Add Meta Tag প্লাগিন আপনি যদি আপনার
সাইটকে সার্চ ইঞ্জিন বান্ধব করতে চান তবে
আপনাকে মেটা ট্যাগ ও অপেন গ্রাফ ট্যাগ
যুক্ত করতে হবে । এই প্লাগিনটি আপনার সেই
কাজটিকে সহজ করে দিবে । এর মুল ফিচারের
মধ্যে রয়েছে পেজে ও পোষ্ট এ মেটা ট্যাগ
যুক্ত করা, কিওয়ার্ড যুক্ত করা ইত্যাদি ।
ফিচার
ক. ব্যাসিক মেটা ট্যাগ
খ. এক্সটেন্ডেড মেটা ট্যাগ
গ. টুইটার কার্ড
ডাউনলোড লিংক: Add Meta Tags
প্লাটিনাম এসইও প্যাক একের মধ্যে সবকিছু
পাওয়ার জন্য প্লাটিনাম এসইও প্যাক অনন্য।
কোন পোষ্টকে ইনডেক্স বা ইনডেক্স বহির্ভুত
করা, নো ফলো বা ডু ফলো ইত্যাদি ট্যাগ
যুক্ত করার জন্য প্লাটিনাম এসইও প্যাক
ব্যবহার করা যেতে পারে।
ফিচার
ক. স্বয়ংক্রিয় ৩০১ রিডিরেক্ট
খ. স্বয়ংক্রিয় মেটা ট্যাগ তৈরী
গ. ক্যানোনিক্যাল ইউআরএরএল
ঘ. ইনডেক্স, নো-ইনডেক্স, ফলো বা নো
ফলো আরও অনেক কিছু ।
ডাউনলোড লিংক: Platinum SEO Pack
সর্বশেষ কিছু কথা ওয়ার্ডপ্রেস
ডিরেক্টরিতে অসংখ্য প্লাগিন আছে যা
সম্পুর্ণ ফ্রি। আপনার জন্য যে প্লাগিনটি
উপযোগী সেই প্লাগিনটি ব্যবহার করুন।
ওয়ার্ডপ্রেস এসইও এর জন্য সকল প্লাগিন বা
একাধিক প্লাগিন ব্যবহার করবেন না । কারণ
তা একই ট্যাগ বার সৃষ্টি করবে । আপনি যদি
নতুন বা সিদ্ধান্তহীনতায় ভুগেন কোন
প্লাগিনটি ব্যবহার করবেন তবে উপরের সেরা
৫ টি প্লাগিন থেকে যে কোন একটি পছন্দ
করতে পারেন।
সমস্যা হলে কমেন্ট করবেনন ভালো থাকুন সুস্ত থাকুন TrickJagaT.Com সাইটের সাথেই থাকুন!

Credit: TrickJagaT.Com

7 thoughts on "যে প্লাগিন দিয়ে এসইও করলে আপনার সাইট তারতারি Google index হবে"

  1. JûStÎñ ShÎrÅjÛl Subscriber says:
    mehedi….vai apnar facebook link ta den…..plz
    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Fb.com/iboymehedi
    2. Mahin Islam Contributor says:
      কোনটা নিলে ভালো হবে ভাই???
  2. sk shipon Author says:
    আমি মানসম্মত ২ টা পোস্ট করছি । আরো করব আমায় Author. বানান।।।প্লিয রানা ভাই
  3. JûStÎñ ShÎrÅjÛl Subscriber says:
    হাহাহাহা,,,,,মাত্র 2 টা আমি 12 টা পোস্ট করছি তাও টিউনার করে নাই
  4. Arian ABiR Contributor says:
    খুব সুন্দর পোস্ট মেহেদি ভাই আরো নতুন পোস্ট Trickbd তে দিবের প্লিজ
  5. Blue Bird Contributor says:
    Nice Post

Leave a Reply